Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিভাগের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি.কর্তা
(p. 17) adhi.kartā (-র্তৃ) বি. যার অধিকারে কোনো সরকারি বিভাগ বা দপ্তর থাকে, কোনো সরকারি বিভাগের পরিচালক, director (স. প.)। [সং. অধি+কর্তা]। 50)
আধি-কারিক
(p. 89) ādhi-kārika বিণ. অধিকারসম্পর্কিত। বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]। 98)
কমিশনার
(p. 164) kamiśanāra বি. 1 শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; 2 মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; 3 অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]। 61)
কানুনগো, (বর্ত. অপ্র.) কানুন-গোই
(p. 181) kānunagō, (barta. apra.) kānuna-gōi বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]। 41)
খালাসি2
(p. 229) khālāsi2 বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]। 2)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
নায়েক
(p. 454) nāẏēka বি. ভারতীয় সৈন্যবিভাগে সিপাইদের নেতাবিশেষ। [আ. লায়েক]। 60)
পদার্থ
(p. 488) padārtha বি. 1 পদের বা শব্দের অর্থ বা প্রতিপাদ্য 2 বস্তু, দ্রব্য, জিনিস (এ কেমন পদার্থ ? জড় পদার্থ 3 সার (এ বইয়ে পদার্থ কিছু নেই) 4 (বৈশেষিক দর্শ.) দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বা শ্রেণি, বিশেষ বা ব্যক্তি, সমবায় বা গুণ ও ক্রিয়ার যোগ এবং অভাব 5 (তর্কশাস্ত্রে) জ্ঞানের বিষয়সমূহকে যে-সমস্ত বিভাগে শ্রেণিবদ্ধ করা যায়, category (বি. প.) [সং. পদ + অর্থ]। ̃ .বিজ্ঞান, ̃.বিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics. 47)
পুলিশ
(p. 526) puliśa বি. 1 শান্তিরক্ষাদি কাজে নিযুক্ত সরকারি বিভাগ (পুলিশে চাকরি করেন); 2 উক্ত বিভাগের কর্মচারী, আরক্ষিক। [ইং. police]। পুলিশি বিণ. 1 পুলিশসংক্রান্ত (পুলিশি হাঙ্গামা); 2 পুলিশসুলভ (পুলিশি মেজাজ)। পুলিশ কমিশনার বি. জেলাস্তরের বা সদরের উচ্চপদস্হ পুলিশ কর্মচারীবিশেষ। ̃ সাহেব বি. উচ্চ পদস্হ পুলিশ কর্মচারীবিশেষ। 78)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
প্রজাত
(p. 538) prajāta বিণ. উত্পন্ন। [সং. প্র + জাত]। স্ত্রী. প্রজাতা। প্রজাতি বি. কোনো প্রাণী বা উদ্ভিদের বিশেষ এক শ্রেণি; প্রাণী বা উদ্ভিদের শ্রেণিবিভাগের নিম্নতম শ্রেণি, species. 31)
প্রদেশ
(p. 546) pradēśa বি. 1 দেশের বা রাষ্ট্রের বিভাগ (প্রদেশের শাসনকর্তা); 2 কয়েকটি বিভাগের সমষ্টি; 3 পূর্বতন সুবা; 4 দেশ বা রাষ্ট্র; 5 অঞ্চল (মেরুপ্রদেশ)। [সং. প্র + √ দিশ্ + অ]। বিণ. প্রাদেশিক। 30)
প্রধান
(p. 546) pradhāna বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)। বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)। [সং. প্র + √ ধা + অন]। বি. ̃ তা, প্রাধান্য। ̃ ত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে। 34)
ফলিত
(p. 562) phalita বিণ. 1 ফলবিশিষ্ট; 2 সফল, সত্যরূপে প্রমাণিত; 3 পরীক্ষা বা গবেষণার দ্বারা সিদ্ধ, প্রক্রিয়ামূলক, applied, practical (ফলিত রসায়ন)। [সং. ফল + ইত]। ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যেবিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়। ফলিতার্থ বি. তাত্পর্য, মূল কথা, সারাংশ। 13)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বি এ
(p. 605) bi ē বি. কলাবিভাগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি। [ইং. B.A.]। 66)
বি এল
(p. 605) bi ēla বি. আইনবিভাগে বিশ্ববিদ্যালয়ের পূর্বপ্রচলিত স্নাতক ডিগ্রি। [ইং. B.L.]। 68)
বি কম
(p. 605) bi kama বি. বাণিজ্য বিভাগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। [ইং. B. Com]। 78)
বিভাগ
(p. 621) bibhāga বি. 1 ভাগ, বণ্টন (সম্পত্তিবিভাগ); 2 খণ্ড, অংশ; 3 সরকারি ভাগ-অনুযায়ী জেলা-সমষ্টি অঞ্চল (প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ); 4 ভেদ, পার্থক্য (শ্রেণিবিভাগ); 5 বৃহত্ প্রতিষ্ঠানের অংশ, department; 6 সরকারি দপ্তর, department (বিচারবিভাগ)। [সং. বি + √ ভজ্ + অ]। বিভাগীয় বিণ. বিভাগ-সম্বন্ধীয়; দেশের বা প্রতিষ্ঠানের বিভাগ-সম্পর্কিত বা বিভাগে নিযুক্ত (বিভাগীয় প্রধান)। বিভাগীয় বিপণি বি. যে বড়ো দোকানের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রয় হয়, departmental store. 31)
ব্লাড ব্যাংক
(p. 654) blāḍa byāṅka বি. হাসপাতাল ইত্যাদির যে বিভাগে রোগীদের জন্য রক্ত সঞ্চিত থাকে। [ইং. blood bank]। 7)
রংরুট
(p. 731) raṃruṭa বি. সামরিক বিভাগে, পুলিশ বিভাগে বা সরকারি চাকুরিতে নিয়োগ। [ইং. recruit]। 8)
রেজিষ্ট্রি
(p. 748) rējiṣṭri বি. 1 প্রমাণস্বরূপ সরকারি বইয়ে লিপিবদ্ধ করা, নিবন্ধন, নিবন্ধীকরণ; 2 ডাকবিভাগে চিঠিপত্রাদি নিবন্ধীকরণের ব্যবস্হা; 3 রেজিস্ট্রি করার খাতা, নিবন্ধপুস্তক। বিণ. রেজিষ্ট্রি করা হয়েছে এমন (রেজিষ্ট্রি পার্সেল)। [ইং. registration]। 29)
সমন্বয়
(p. 808) samanbaẏa বি. 1 সংগতি, সামঞ্জস্য (জ্ঞান ও কর্মের সমন্বয়); 2 অবিরোধ, মিলন (বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার সমন্বয়)। [সং. সম্ + অন্বয়]। সমন্বিত বিণ. 1 যুক্ত, বিশিষ্ট; 2 সমন্বয়যুক্ত, অবিরুদ্ধ। স্ত্রী. সমন্বিতা। 54)
সাংবাদিক
(p. 822) sāmbādika বিণ. সংবাদসম্বন্ধীয়। বি. 1 যে সংবাদপত্রের বার্তা বা সম্পাদকীয় বিভাগে কাজ করে, 2 (বিরল) বাদ-প্রতিবাদে নিপুণ। [সং. সংবাদ + ইক]। ̃ তা বি. সাংবাদিকের কাজ। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070819
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767560
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364857
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720614
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543973
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন