Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্লাড ব্যাংক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ব্লাড ব্যাংক এর বাংলা অর্থ হলো -

(p. 654) blāḍa byāṅka বি. হাসপাতাল ইত্যাদির যে বিভাগে রোগীদের জন্য রক্ত সঞ্চিত থাকে।
[ইং. blood bank]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বর্ধাপন
বিরা-নব্বই, (কথ্য) বিরা-নব্বুই
(p. 621) birā-nabbi, (kathya) birā-nabbui বি. বিণ. 92 সংখ্যা বা সংখ্যক। [তু. ওড়ি বিরান্বই, সং. দ্বানবতি]। 104)
বিমল
বয়-কট
(p. 580) baẏa-kaṭa বি. 1 বর্জন, পরিহার; প্রতিবাদস্বরূপ বর্জন (বিদেশি জিনিস বয়কট করা); 2 একঘরে করা (তাকে বয়কট করা হয়েছে)। [ইং. boycott]। 5)
বেদানা
বিনানো
(p. 616) binānō দ্র বিনা2। 45)
বর্ষিষ্ঠ
(p. 580) barṣiṣṭha বিণ. সর্বজ্যেষ্ঠ, সবার চেয়ে বয়সে বড়ো। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। 144)
বরদ, বরদা
(p. 580) barada, baradā দ্র বর। 44)
বরুয়া, বড়ুয়া
(p. 580) baruẏā, baḍ়uẏā বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]। 82)
বালি-য়াড়ি
(p. 602) bāli-ẏāḍ়i বি. সমুদ্র বা নদনদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি। [তু. বালি + আড়া (ভাঙা)]। 79)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেননাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তরপশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
বিশিষ্ট
ব্যাখ্যা, ব্যাখ্যান
(p. 648) byākhyā, byākhyāna বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান। [সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]। ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন। ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী। ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন। 56)
বত্রিশ
বলীয়ান, (বর্জি.) বলীয়ান্
বাবু
(p. 600) bābu বি. 1 হিন্দু ভদ্রলোকের নামের সঙ্গে ব্যবহৃত উপাধি (রামবাবু হরিবাবু); 2 কেরানি ('হেড় অফিসের বড়বাবু': সু.রা.); 3 হিন্দু পরিবারের গৃহকর্তা বা অন্য বয়স্ক পুরুষ; 4 মনিব (বাবুর বাড়ির কাজ); 5 বাবা, পিতা; 6 বত্স, বাছা; 7 জমিদার ('বাবুদের তালপুকুরে': নজরুল); 8 বেশ্যার মালিক বা পোষক। বিণ. 1 শৌখিন, বিলাসী (বাবুগিরি); 2 আয়েসি (এই বয়সে এমন বাবু হয়ে কাটালে ভালো হয় না)। [তু. বাং. বাপু ফা. বাবু]। ̃ গিরি, ̃ য়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন। ̃ জি, ̃ মশাই বি. অবাঙালি কর্তৃক বাঙালিকে অথবা নিম্নপদস্হ ব্যক্তি কর্তৃক উচ্চপদস্হ ব্যক্তিকে সম্বোধন। বাবু হয়ে বসা ক্রি. বি. আসনপিঁড়ি হয়ে অর্থাত্ দুই হাঁটু মুড়ে দুই পদতল কোলের কাছে এনে বসা। 14)
বলদ1
(p. 580) balada1 দ্র বল। 156)
বিম্ব
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577772
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185495
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785548
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026483
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708586
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us