Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিহারের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আজাদ
(p. 85) ājāda বিণ. স্বাধীন, মুক্ত। [ফা.আজাদ]। আজাদ হিন্দ ফৌজ ভারতের বাইরে রাসবিহারী বসু কর্তৃক প্রতিষ্ঠিত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক পরিচালিত ভারতের মুক্তিবাহিনী। আজাদি বি. মুক্তি, স্বাধীনতা। 34)
আবাসিক
(p. 99) ābāsika বি. 1 (বৌদ্ধ বিহারের) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি, caretaker; 2 ছাত্রাবাসে বাসকারী ছাত্র (আবাসিকদের সুযোগসুবিধা বাড়ানো)। বিণ. আবাসসংক্রান্ত; আবাসবিশিষ্ট। [সং. আবাস + ইক]। আবাসিক বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে সমস্ত ছাত্রকেই ছাত্রাবাসে (hostel) আবাসিক হিসাবে থাকতে হয়, residential school. 13)
গগন
(p. 236) gagana বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর ('গগনে গরজে মেঘ ঘন বরষা': রবীন্দ্র)। [সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর। ̃ চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু। ̃ তল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ। ̃ পট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট। ̃ পথ বি. আকাশপথ, আকাশমার্গ। ̃ প্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত। ̃ বিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)। ̃ মণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)। গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল। গগনাম্বু বি. বৃষ্টির জল। 6)
গণ্ডকী
(p. 236) gaṇḍakī বি. উত্তর বিহারের নদীবিশেষ। [সং. গণ্ডক + ঈ]। ̃ শিলা বি. গণ্ডকী নদীর গর্ভে উত্পন্ন শালগ্রাম শিলা। 58)
গোলোক
(p. 261) gōlōka বি. বৈকুণ্ঠ, বিষ্ণুলোক, স্বর্গে নারায়ণের বাসস্হান। [সং. গো (স্বর্গ) + লোক (ভূবন)]। ̃ ধাম বি. 1 বৈকুণ্ঠপুরী; 2 খেলাবিশেষ। ̃ নাথ, ̃ পতি, ̃ বিহারী (-রিন্) বি. বিষ্ণু। 9)
গোষ্ঠ
(p. 261) gōṣṭha বি. 1 গবাদি পশুর থাকার জায়গা; 2 গোচারণভূমি; 3 মিলনস্হল, সভা (গোষ্ঠাগার, গোষ্ঠাধ্যক্ষ)। [সং. গো + √স্হা + অ]। ̃ গৃহ বি. গোয়ালঘর, গোশালা। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ̃ যাত্রা, ̃ লীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা। 12)
ঢুল
(p. 361) ḍhula বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)। [হি. √ ঢুল প্রাকৃ. √ ডোল সং. √ দুল্]। ̃ ঢুল, ̃ ঢুলে, ঢুলু-ঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর ('চোখদুটি তার ঢুলঢুলে': স. দ.; ঢুলুঢুলু চোখ)। ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া ('শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু': বিহারী)। ̃ নি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)। ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)। বি. উক্ত অর্থে। ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। বি. বিণ. উক্ত অর্থে।
বঙ্কিম, বংকিম
(p. 573) baṅkima, baṅkima বিণ. 1 বাঁকা, 2 ঈষত্ বাঁকা (বঙ্কিম ভঙ্গি); 3 কুটিল (বঙ্কিম চাহনি)। [প্রাকৃ. বঙ্ক + বাং. ইম (তুল্যার্থে)]। ̃ চন্দ্র বি. বাঁকা চাঁদ। ̃ বিহারী বি. শ্রীকৃষ্ণ। 53)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বনোয়ারি
(p. 575) banōẏāri বি. শ্রীকৃষ্ণ। [হি. সং. বনবিহারী]। 81)
বিপিন
(p. 619) bipina বি. অরণ্য, বন। [সং. √ বেপ্ + ইন্]। ̃ বিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। বি. শ্রীকৃষ্ণ। 21)
বিহার1
(p. 630) bihāra1 বি. ভারতের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যবিশেষ। [সং. বিহার + অ]। বিহারি বি. বিহারের অধিবাসী। বিণ. 1 বিহার-সম্বন্ধীয় (বিহারি রীতি); 2 বিহারে উত্পন্ন (বিহারি গম)। 44)
বিহার2
(p. 630) bihāra2 বি. 1 ক্রীড়া (জলবিহার); 2 রতিক্রীড়া; 3 ক্রীড়ার্থ ভ্রমণ বা বিচরণ; 4 বৌদ্ধ মঠ। [সং. বি + √ হৃ + অ]। বিহারী (-রিন্) বিণ. বিচরণকারী; প্রমোদরত (রাসবিহারী, বনবিহারী)। স্ত্রী. বিহারিণী। 45)
বিহারা
(p. 630) bihārā ক্রি. (কাব্যে) বিহার করা, ভ্রমণ করা ('বিশ্বসাথে যোগে যেথায় বিহারো': রবীন্দ্র)। [সং. বি + √ হৃ + বাং. আ]। 46)
ব্রজ
(p. 652) braja বি. 1 গোষ্ঠ (ব্রজবিহারী); 2 পথ ('বৃন্দাবনের ব্রজে ব্রজে', পদব্রজে); 3 সমূহ (গিরিব্রজ); 4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)। [সং. ব্রজ্ + অ]। ̃ .কিশোর, ̃ .দুলাল, ̃ .বল্লভ, ̃ .মোহন, ̃ .রাজ, ̃ .সুন্দর বি. শ্রীকৃষ্ণ। ̃ .কিশোরী, ̃ .সুন্দরী বি. শ্রীরাধা। ̃ .বুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিম ও মিশ্রভাষাবিশেষ। ̃ .ভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ। ̃ .লীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা। ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী। ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী বি. শ্রীরাধা। ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন। 18)
মতি-হারি
(p. 676) mati-hāri বিণ. বিহারের অন্তর্গত মতিহারিতে উত্পন্ন (মতিহারি তামাক)। 70)
রাস2
(p. 743) rāsa2 বি. কার্তিকী পূর্ণিমায় গোপনারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্যোত্সব। [সং. √ রস্ + অ]। ̃ .পূর্ণিমা বি. কার্তিকী পূর্ণিমা। ̃ .বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ̃ .মণ্ডপ, ̃ .মণ্ডল বি. রাধাকৃষ্ণের রাসনৃত্যের স্হান বা তদনুকরণে নির্মিত মণ্ডপ। ̃ .যাত্রা, ̃.লীলা বি. রাস, রাস উত্সব। 23)
রাসপূর্ণিমা, রাসবিহারী
(p. 743) rāsapūrṇimā, rāsabihārī দ্র রাস2। 26)
ললাট
(p. 757) lalāṭa বি. 1 কপাল; 2 ভাগ্য, অদৃষ্ট। [সং. √ লল্ + আট]। ̃ .ভূষণ বি. কপালে পরবার অলংকার। ললা়টিকা বি. 1 তিলক; 2 শ্রেষ্ঠ অলংকার ('ললা়টিকা মেয়ে': বিহারী.)। 3)
ষাঁড়
(p. 790) ṣān̐ḍ় বি. ষণ্ড, বৃষ, পুরুষ গোরু। [প্রাকৃ. সংড ষণ়্ড]। ষাঁড়ের গোবর বি. (ব্যঙ্গে) যে লোক কোনো কাজের নয়, অকর্মণ্য ব্যক্তি। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) স্বেচ্ছাবিহারী বা উচ্ছৃঙ্খল লোক।
স্টাইল
(p. 846) sṭāila বি. 1 আচার-ব্যবহার অথবা আহার-বিহারের বিশিষ্ট রীতি; 2 লেখক গায়ক শিল্পী প্রভৃতির সম্পূর্ণ স্বকীয় শৈলী। [ইং. style]। 59)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140269
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730431
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942609
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us