Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গগন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গগন এর বাংলা অর্থ হলো -

(p. 236) gagana বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর ('গগনে গরজে মেঘ ঘন বরষা': রবীন্দ্র)।
[সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]।
চারী
(-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর।
চুম্বী
(-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু।
তল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ।
পট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট।
পথ বি. আকাশপথ, আকাশমার্গ।
প্রান্ত
বি. আকাশের একধার, দিগন্ত।
বিহারী
(রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)।
মণ্ডল
বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)।
স্পর্শী
(-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)।
গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল।
গগনাম্বু বি. বৃষ্টির জল।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গয়বি, গৈবি
(p. 242) gaẏabi, gaibi বিণ. 1 গুপ্ত, অপ্রকাশিত (গয়বি খুন); 2 আজগুবি (গয়বি কথা); 3 বেনামি (গয়বি চিঠি); 4 দৈব (গয়বি আদেশ)। [আ. গায়িব্]। গয়বি চাল বি. 1 (শতরঞ্জ খেলায়) না দেখে দূর থেকে দেওয়া চাল; 2 (আল.) অবস্হা না জেনেই ব্যবস্হা করা। 2)
গোপাল2
(p. 256) gōpāla2 বি. গোরুর পাল। [সং. গো + পাল (6ষ্ঠী তত্)]। 94)
গেঁতো
(p. 256) gēn̐tō বিণ. দীর্ঘসূত্রী; অলস (গেঁতো লোক)। [দেশি]। 16)
গুর্বিণী
(p. 253) gurbiṇī বিণ. গর্ভবতী, গর্ভিণী। [সং. গুরু + ইন্ + ঈ]। 33)
গাত্রী
(p. 246) gātrī বি. (স্ত্রী.) গায়িকা। [গাতা দ্র]। 45)
গোল-মাল
গুম2
(p. 253) guma2 বিণ. 1 গুপ্ত, অপ্রকাশিত (গুমখুন); 2 নিখোঁজ (গুম করা, গুম হওয়া) ; 3 নির্বাকনিশ্চল, স্তম্ভিত (গুম হয়ে বসে আছে)। [ফা. গুম্]। 12)
গোধূলি
গোল্লা
গুমরা
(p. 253) gumarā ক্রি. মনে চেপে রাখা শোক, দুঃখ, অভিমান, ঈর্ষা প্রভৃতিতে কষ্ট পাওয়া; মনে মনে দুঃখকষ্ট ভোগ করা (নিজের মনে গুমরে মরছে, বেদনা গুমরে উঠছে)। [তু. ফা. গুম্সুম=মৌনী, নিস্তব্ধ]। নো ক্রি. গুমরা। বি. উক্ত অর্থে। 17)
গতানু-শোচনা, গতানু-শোচন
(p. 239) gatānu-śōcanā, gatānu-śōcana বি. গত বিষয়ের জন্য বা কৃতকর্মের জন্য খেদ বা আক্ষেপ, যা ঘটে গেছে তার জন্য দুঃখ, পশ্চাত্তাপ (আদে এসব ভাবোনি, এখন গতানুশোচনা অর্থহীন)। [সং. গত + অনুশোচনা, অনুশোচন]। 10)
গোরা
গড়ন
(p. 236) gaḍ়na বি. 1 নির্মাণ, গঠন, প্রস্তুতকরণ; 2 সৌষ্ঠব, সৌন্দর্য, সুগঠন (চোখের গড়ন)। [বাং. গঠন]। ̃ পিটন, ̃ পেটন বি. গঠন ও সৌষ্ঠব। ̃ দার বি. নির্মাতা; ধাতু ইত্যাদি পিটিয়ে যে জিনিসপত্র গড়ে। [বাং. গড়ন + ফা. দার]। 36)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
গাই, গাইগোরু
(p. 245) gāi, gāigōru বি. গাভী। [সং. গবী]। 5)
গরদ
(p. 242) garada বি. (সচ. ঘি রঙের) রেশমি কাপড়বিশেষ। [দেশি]। 15)
গেণ্ডু, গেণ্ডুক
(p. 256) gēṇḍu, gēṇḍuka বি. ভাঁটা, কন্দুক, বল, ball. [সং. গেণ্ডু]। গেণ্ডুয়া বি. গেণ্ডু, বল। 23)
গাপ
(p. 246) gāpa বিণ. গায়ের; লুক্কায়িত, গুপ্ত (জিনিসটা গাপ হয়ে গেছে); গোপনে আত্মসাত্ (গাপ করা)। [বাং. গায়েব আ. গায়ব্]। 60)
গোড়ে
(p. 256) gōḍ়ē বি. পুষ্পমালা; বড় ফুলের মালা। [বাং. গড়িয়া]। 75)
গণ্ডকী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534666
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140162
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730321
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942498
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696592
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us