Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেশভূষা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

প্রচল
(p. 538) pracala বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)। বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)। [সং. প্র + চল]। ̃ ন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)। প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)। 15)
বিজাতীয়
(p. 611) bijātīẏa বিণ. 1 অন্য বা ভিন্ন জাতিসম্বন্ধীয় (বিজাতীয় ভাষা, বিজাতীয় বেশভূষা); 2 অন্যরকম, ভিন্নরকম; 3 (বাং.) উত্কট, অদ্ভুত, বিসদৃশ (বিজাতীয় ধরনধারণ, বিজাতীয় নেশা)। [সং. বিজাতি + ঈয়]। বি. ̃ তা। 39)
বেশ2
(p. 642) bēśa2 বি. সজ্জা, পোশাক। [সং. √ বিশ্ + অ]। ̃ ধারী (রিন্) বিণ. বেশ ধারণ করেছে বা পরেছে এমন (বিচিত্র বেশধারী লোক)। ̃ বাস, ̃ ভূষা বি. সাজসজ্জা, বসনভূষণ (বিচিত্র বেশভূষা)। ̃ বিন্যাস বি. সাজসজ্জাকরণ। ̃ বেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)। স্ত্রী. -বেশিনী। 36)
বেশবাস, বেশবিন্যাস, বেশভূষা
(p. 642) bēśabāsa, bēśabinyāsa, bēśabhūṣā দ্র বেশ2। 39)
ভোল1
(p. 670) bhōla1 বি. 1 সাজপোষাক, বেশ বা বেশভূষা (ভোল বদলানো); 2 চেহারা (ঘরের ভোল পালটে গেছে'); 3 ছদ্মবেশ (ভোল ধরা)।[তু. ভেল]। 90)
রুচি
(p. 743) ruci বি. 1 শোভা, দীপ্তি (তনুরুচি, দন্তরুচি); 2 পছন্দ (কুরুচি) 3 মার্জিত বুদ্ধি বা প্রবৃত্তি (বেশভূষায় রুচির পরিচয়); 4 স্পৃহা, ইচ্ছা (আহারে রুচি নেই); 5 অনুরাগ, আকর্ষণ। [সং. √ রুচ্ + ই। ̃ .কর বিণ. 1 স্পৃহাজনক; 2 পানাহারে প্রবৃত্তিদায়ক; 3 প্রীতিকর (রুচিকর সঙ্গ)। ̃ .বিকার বি. 1 রুচিহীনতা; 2 কুরুচি। ̃ .ভেদ বি. রুচি বা পছন্দের তফাত। ̃ .মান বিণ. মার্জিত, ভদ্র সুরুচিসম্পন্ন। ̃ .শীল বিণ. সুরুচিসম্পন্ন; মার্জিত। ̃ .শীলতা বি. মার্জিত রুচি; মার্জিত মনস্কতা। 84)
লাট৫
(p. 759) lāṭa5 বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের প্রধান শাসক; 3 সর্বাধিনায়ক। [ইং. lord]। ̃ .বেলাট বি. পদস্হ ও সম্ভ্রান্ত ব্যক্তি। ̃ .সাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল; 2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি। ছোট-লাট প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি। বড়ো-লাট দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল। 14)
শৌখিন, (বর্জি.) শৌখীন
(p. 786) śaukhina, (barji.) śaukhīna বিণ. 1 শখযুক্ত, বিলাসী; 2 রুচিসম্পন্ন (শৌখিন বেশভূষা); 3 মনোরম, শখ মেটায় বা তৃপ্ত করে এমন (শৌখিন দ্রব্য); 4 শখের (শৌখিন বৈরাগ্য)। [আ. শৌকীন্]। 13)
সংযম
(p. 795) saṃyama বি. 1 নিয়ন্ত্রণ, নিয়মন (বাক্যসংযম); 2 দমন, শাসন (ইন্দ্রিয়সংযম); 3 রোধ, নিরোধ (বেগসংযম); 4 ব্রতাদির পূর্বদিনে করণীয় উপবাসাদি (সংযম পালন করা); 5 বাহুল্যবর্জন (আহারে সংযম, বেশভূষার সংযম); 6 ব্রত, নিয়ম। [সং. সম্ + √ যম্ + অ]। ̃ ন বি. 1 নিয়ন্ত্রণ (জটাসংযমন); 2 সংযত করা; 3 ব্রতাদি পালন। সংযমিত বিণ. সংযত করা হয়েছে এমন। সংযমী (-মিন্) বিণ. 1 সংযমপরায়ণ (স্বভাবে সংযমী ব্যক্তি); 2 জিতেন্দ্রিয়। 17)
সজ্জা
(p. 796) sajjā বি. 1 বেশভূষা, পোশাক; 2 অলংকরণ (গৃহসজ্জা); 3 আয়োজন, উদ্যোগ; 4 উপকরণ, সরঞ্জাম। [সং. √ সজ্জ্ + অ + আ]। ̃ গজ্জা বি. সাজগোজ; উদ্যোগ-আয়োজন। 122)
সমলং-কৃত
(p. 808) samala-ṅkṛta বিণ. সুসজ্জিত; যথাযথ বেশভূষা-পরিহিত। [সং. সম্ + অলংকৃত]। 67)
সাজ
(p. 823) sāja বি. 1 পোশাক, বেশ, পরিচ্ছদ (রাজার সাজ); 2 গহনা, ভূষণ (প্রতিমার সাজ); 3 সরঞ্জাম, উপকরণ (তামাকের সাজ); 4 (আঞ্চ.) দধ্যম্ল, দম্বল। [সং. সজ্জা]। ̃ গোছ, ̃ গোজ বি. বেশভূষা পরিধান ও তার পারিপাট্য। ̃ ঘর বি. রঙ্গালয়ে অভিনেতাদের পোশাক পরবার ঘর, green-room. ̃ ন্ত বিণ. শোভন, মানানসই। ̃ সজ্জা বি. সাজগোজ; সাজসরঞ্জাম। ̃ সরঞ্জাম বি. পোশাক ও উপকরণ। 36)
সাদা
(p. 823) sādā বিণ. 1 শ্বেত, শুভ্র (সাদা দেওয়াল); 2 শ্বেতকায় (সাদা গোরু); 3 সরল, কুটিলতাহীন (সাদা মন); 4 সহজ, স্পষ্ট (সাদা কথা); 5 নির্দোষ (সাদা কাজ); 6 অবঞ্জিত (সাদা কাপড়, সাদা থান); 7 অনলংকৃত, নিরাভরণ (সাদা হাত); 8 অলিখিত (সাদা কাগজ)। [ফা. সাদাহ্]। সাদাকে কালো এবং কালোকে সাদা করা ক্রি. বি. (আল.) বেপরোয়া মিথ্যা কথা বলা। ̃ চামড়া বি. 1 সাদা রঙের চামড়া; 2 শ্বেতাঙ্গ (সাদাচামড়ার দেশ)। ̃ টে বিণ. ঈষত্ সাদা। ̃মাঠা, (কথ্য) ̃ মাটা বিণ. কারুকার্যহীন; বৈচিত্র্যহীন ও সাধারণ। ̃ সাপটা বিণ. সাদামাটা, বৈচিত্র্যহীন। ̃ সিধা, (কথ্য) ̃ সিধে, ̃ সিদে বিণ. 1 স্পষ্ট (সাদাসিধে কথা); 2 সরল ('সাদাসিদে লোক আমি উপমার ঘটা নাহি জানি': দে. সে.) 3 অনাড়ম্বর, বিলাসবর্জিত (সাদাসিধে বেশভূষা)। 66)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577692
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185379
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026283
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620044

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us