Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেশ2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেশ2 এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēśa2 বি. সজ্জা, পোশাক।
[সং. √ বিশ্ + অ]।
ধারী
(রিন্) বিণ. বেশ ধারণ করেছে বা পরেছে এমন (বিচিত্র বেশধারী লোক)।
বাস,ভূষা
বি. সাজসজ্জা, বসনভূষণ (বিচিত্র বেশভূষা)।
বিন্যাস
বি. সাজসজ্জাকরণ।
বেশী
(-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)।
স্ত্রী. -বেশিনী।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাদিত্র
(p. 598) bāditra বি. বাদ্যযন্ত্র। [সং. √ বদ্ + ণিচ্ + ইত্র]। 25)
বকবকম
ব্যাসক্ত
(p. 652) byāsakta বিণ. 1 অতিশয় আসক্ত; 2 সংলগ্ন। [সং. বি + আসক্ত]। বি. ব্যসক্তি। 6)
বিশ্রী
বাছা1
বিড়াল
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বায়না1
(p. 600) bāẏanā1 বি. 1 আবদার, কোনোকিছুর জন্য অবিরত দাবি বা প্রার্থনা (ছেলেটা ঘুড়ির জন্য বায়না ধরেছে); 2 ছল, ছুতো, বাহানা, ওজর (আজ আমি তোমার কোনো বায়নাই শুনব না)। [ফা. বাহানা]। 36)
ব্যঙ্গ1
(p. 648) byaṅga1 বিণ. 1 বিকলাঙ্গ; 2 অঙ্গহীন। বি. ভেক, ব্যাং। [সং. বি(=বিকৃত) + অঙ্গ] 7)
বেহেড
ব্যবহৃত
(p. 648) byabahṛta দ্র ব্যবহার। 41)
বাচাট
(p. 591) bācāṭa বিণ. (আঞ্চ.) বেশি কথা বলে এমন, বাচাল। [সং. বাচ্ + বাং. আট]। 93)
বিহি
(p. 630) bihi বি. 'বিধাতা'-অর্থে 'বিধি'-র কোমল রূপ ('চিরদিনে বিহি আজ পূরল আশ': বিদ্যা)। [ সং. বিধি]। 47)
বিকরাল
(p. 605) bikarāla বিণ. অতি ভয়ংকর, অত্যন্ত ভয়াল। [সং. বি + করাল]। 81)
বিঁধ
(p. 605) bin̐dha বি. 1 ছিদ্র, ফুটো; 2 ফোঁড়। [সং. বিধ্ + বাং. অ]। ̃ নো ক্রি. বি. ফুটো করা; ফুটিয়ে দেওয়া। 72)
বাজার
(p. 595) bājāra বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। ̃ খরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। ̃ দর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া। বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীলনিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)। 18)
বিমোহ
বর্ণালি, বর্ণালী
(p. 580) barṇāli, barṇālī বি. তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির রামধনুর মতো যে প্রতিসরণ হয়, তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির নানা রঙে বিভক্ত অবস্হা, spectrum. [সং. বর্ণ + আলি, আলী]। 104)
বই৩
(p. 572) bi3 ক্রি. বহন করি, বয়ে বেড়াই (ভূতের বোঝা বই)। [বাং. বহা ক্রিয়ার উত্তম পুরুষে বহি-র চলিত ও কথ্য রূপ]। 5)
বিভাজক
(p. 621) bibhājaka বিণ. 1 ভাগকারী বা বিভাগকারী; 2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor. [সং. বি + √ ভাজি + অক]। স্ত্রী. বিভাজিকা। বিভাজন বি. 1 ভাগকরণ; 2 অংশ নিরূপণ। বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন। বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন। বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072793
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768191
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365595
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720905
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697797
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594479
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544733
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542215

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন