Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বোধিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-বোধ
(p. 45) aba-bōdha বি. 1 বিশেষ জ্ঞান; তত্ত্বজ্ঞান; 2 জাগরণ; উপলব্ধি। [সং. অব + √ বুধ্ + অ, ণিচ্ + অ]। অব-বোধন বি. 1 জ্ঞাপন, জানানো; 2 জাগানো। অব-বোধিত বিণ. 1 জানানো হয়েছে এমন; 2 উদ্বোধিত; জাগরিত। 14)
উপ-লক্ষণ
(p. 133) upa-lakṣaṇa বি. 1 সূচনা; 2 লক্ষণ, চিহ্ন; 3 আভাস; উপক্রম। [সং. উপ + লক্ষণ]। উপ-লক্ষণা বি. শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালংকারবিশেষ, এই অলংকারে বাচ্যার্থসংশ্লিষ্ট অন্য অর্থ বোধিত হয়। 51)
পদ্মশ্রী
(p. 488) padmaśrī বি. 1 (বৌ. সা.) বোধিসত্ত্ববিশেষ; 2 ভারত সরকারের প্রদত্ত উপাধিবিশেষ। [সং. পদ্ম + শ্রী + অ]। 56)
প্রতিবোধ, প্রতিবোধন
(p. 541) pratibōdha, pratibōdhana বি. 1 বিকাশ; 2 জাগরণ; 3 বোধের উন্মেষ; 4 বুঝিয়ে বা জাগিয়ে দেওয়া। [সং. প্রতি + বোধ, বোধন]। বিণ. প্রতি-বোধিত। 52)
প্রবোধ
(p. 548) prabōdha বি. 1 সান্ত্বনা, শোক-দুঃখ-উদ্বেগ প্রভৃতি দমনকারী বা উপশমকারী বাক্য, আশ্বাস (মন প্রবোধ মানে না); 2 জ্ঞান; 3 বিকাশ; জাগরণ। [সং. প্র + √ বুধ্ + অ]। ̃ ন বি. 1 প্রবোধদান; 2 জাগরিত করা। প্রবোধা ক্রি. (কাব্যে) প্রবোধ দেওয়া (প্রবোধিতে, প্রবোধিব)। প্রবোধিত বিণ. প্রবোধপ্রাপ্ত। 19)
বুদ্ধ
(p. 633) buddha বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত; 2 জ্ঞানী; 3 জাগরিত। বি. বৌদ্ধধর্মপ্রচারক বুদ্ধদেব, গৌতম, সিদ্ধার্থ। [সং. √ বুধ্ + ত]। ̃ ত্ব বি. বুদ্ধের ভাব বা অবস্হা। ̃ পূর্ণিমা বি. বৈশাখ মাসের পূর্ণিমা। 26)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
বোধাতীত, বোধিকা, বোধিত, বোধিতব্য, বোধিনী, বোধোদয়, বোধ্য
(p. 646) bōdhātīta, bōdhikā, bōdhita, bōdhitabya, bōdhinī, bōdhōdaẏa, bōdhya দ্র বোধ। 37)
বোধিদ্রুম, বোধিবৃক্ষ, বোধিসত্ত্ব
(p. 646) bōdhidruma, bōdhibṛkṣa, bōdhisattba দ্র বোধি। 38)
ব্যঞ্জনা
(p. 648) byañjanā বি. 1 (অল.) শব্দের গূঢ়ার্থ-প্রকাশক বৃত্তি, শব্দের বা বাক্যের আভিধানিক অর্থ ভিন্ন বক্তার অভিপ্রেত অন্য এক গূঢ় অর্থের দ্যোতনা (কথা বেশ স্পষ্ট কিন্তু তার ব্যঞ্জনা ধরা গেল না); 2 অন্তর্নিহিত তাত্পর্য। [সং. ব্যঞ্জন + আ]। ব্যঞ্জিত বিণ. ব্যঞ্জনা দ্বারা অভিব্যক্ত; সূচিত, বোধিত। 13)
মানে
(p. 699) mānē বি. 1 অর্থ, তাত্পর্য (শব্দের মানে, কথার মানে); 2 উদ্দেশ্য, হেতু (চাকরি ছাড়ার মানে কী?)। [আ. মানি]। মানে বই যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী। 15)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
সত্ত্ব
(p. 801) sattba বি. 1 সত্তা, অস্তিত্ব (তত্সত্ত্বেও, ধনসত্ত্বেও অভাবগ্রস্ত); 2 ত্রিগুণের শ্রেষ্ঠটি, সত্ত্বগুণ; 3 স্বভাব, প্রকৃতি (বোধিসত্ত্ব); 4 আত্মা; 5 প্রাণ; 6 চৈতন্য; 7 শক্তি, পরাক্রম (মহাসত্ত্ব নৃপতি); 8 সাহস; 9 প্রাণী, জীব (অন্তঃস্বত্ত্বা); 1 পদার্থ, বস্তু; 11 (বাং.) রস বা রসদ্বারা প্রস্তুত খাবার (আমসত্ত্ব)। সত্ত্বেও অব্য. কোনো কিছু থাকলেও বা ঘটলেও-এই অর্থবোধক (বারবার বলা সত্ত্বেও করল না, ধনসত্ত্বেও অভাব)। 44)
সম্বোধন
(p. 816) sambōdhana বি. 1 দূর থেকে আহ্বান, ডাক; 2 আমন্ত্রণ; 3 অভিভাষণ; 4 (ব্যাক.) আহ্বানসূচক পদ (সম্বোধনে প্রথমা)। [সং. সম্ + √ বুধ্ + অন]। সম্বোধিত বিণ. 1 আহুত; 2 আমন্ত্রিত। 3)
সম্ভাষণ, সম্ভাষ
(p. 816) sambhāṣaṇa, sambhāṣa বি. 1 সম্বোধন; 2 আলাপ, কথাবার্তা (বিদায়সম্ভাষণ)। [সং. সম্ + ভাষণ, ভাষ]। সম্ভাষিত বিণ. সম্বোধিত; যার সঙ্গে সম্ভাষণ করা হয়েছে। স্ত্রী. সম্ভাষিতা। সম্ভাষী (-ষিন্) বিণ. সম্ভাষণকারী। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535028
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730819
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883618
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us