Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যবসায়ী)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব্যবসায়
(p. 50) abyabasāẏa বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্) বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন। 26)
অসাধু
(p. 70) asādhu বিণ. 1 অসত্; মন্দ; প্রতারণা করে এমন (অসাধু ব্যবসায়ী); 2 ব্যাকরণদুষ্ট, অসিদ্ধ (অসাধু শব্দ)। [সং. ন + সাধু]। ̃ তা বি. অসত্ বা মন্দ কাজ বা আচরণ; প্রতারণা; ঠকানো। 52)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আদা
(p. 89) ādā বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত। 59)
আপণ
(p. 95) āpaṇa বি. বিপণি, দোকান; কেনাবেচার জায়গা; হাট। [সং. আ + √ পণ্ + অ]। আপণিক বিণ. আপণসম্বন্ধীয়; কেনা- বেচাসম্বন্ধীয়। বি. ব্যবসায়ী, দোকানদার (আপণিকেরা নিজ নিজ পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হল)। 41)
এজেণ্ট
(p. 146) ējēṇṭa বি. প্রতিনিধি; কর্মচারী; ব্যবসায়ী। [ইং. agent]। 26)
ওয়ালা1
(p. 153) ōẏālā1 (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি। 36)
কংস2, কংশ2
(p. 156) kaṃsa2, kaṃśa2 বি. 1 কাঁসার পাত্র। [সং. কম্ + স, শ]। ̃ কার বি. কাঁসার জিনিসপত্রের নির্মাতা। ̃ বণিক (-জ্) বি. কাঁসারি, কাঁসার জিনিসপত্রের ব্যবসায়ী। 15)
কাংস্য, কাংস, কাংস্যক, কাংসক
(p. 174) kāṃsya, kāṃsa, kāṃsyaka, kāṃsaka বি. 1 কাঁসা; 2 কাঁসার বাসন; 3 কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ ('সমস্বরে কাংস্য কোলাহল': সু. দ.)। [সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ + ক]। কাংস্য-কার, কাংস-কার বি. কাঁসারি। কাংস্য-বণিক বি. যে ব্যবসায়ীসম্প্রদায় কাঁসার বাসন তৈরি করে, কাঁসারি। 36)
কাপুড়ে, কাপুড়িয়া
(p. 181) kāpuḍ়ē, kāpuḍ়iẏā বিণ. কাপড়সম্বন্ধীয় (কাপুড়ে পাটি)। বি. 1 কাপড় ব্যবসায়ী (কাপুড়েরা প্রতি সপ্তাহে এই হাটে আসে); 2 কাপড়বিলাসী (কাপুড়ে বাবু)। [বাং. কাপড় + ইয়া এ]। 61)
কার-বার
(p. 185) kāra-bāra বি. 1 ব্যবসায়; 2 পেশা; 3 কাজকর্ম; 4 আদান-প্রদান; 5 (আল.) কাণ্ড, ব্যাপার (ওর কারবারটা দেখেছ?)। [ফা. কার্বার্]। কারবারি বিণ. ব্যবসায়ী, ব্যাপারী। 19)
কালোয়ার
(p. 188) kālōẏāra বি. মদ প্রস্তুতকারক বা মদ্য-ব্যবসায়ী। [হি. কলবার]। 25)
কুঠি
(p. 194) kuṭhi বি. 1 (প্রধানত ইয়োরোপীয়) ব্যবসায়ীদের কার্যালয় বা বাসস্হান (নীলকুঠি); 2 রাজপুরুষ বা পদস্হ ব্যক্তির বাসগৃহ, বাংলো (কালেক্টরের কুঠি, ম্যাজিস্ট্রেটের কুঠি)। [সং. কোষ্ঠিকা; তু. হি. কোঠি]। ̃ য়াল বি. কুঠির মালিক বা অধ্যক্ষ; সওদাগর। 57)
ক্রোড়2, ক্রোর
(p. 215) krōḍ়2, krōra বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক, কোটি, শত লক্ষ। [হি. করোড়। তু. সং. কোটি]। ̃ পতি বি. বিণ. কোটি টাকার মালিক; অতিশয় ধনশালী (ক্রোড়পতি ব্যবসায়ী)। 30)
গদি
(p. 240) gadi বি. 1 তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি); 2 ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি); 3 রাজাসন (গদিতে আরোহণ করা); 4 উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)। [হি. গদ্দী]। ̃ য়ান বিণ. 1 সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); 2 সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]। ̃ য়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। বিণ. গদিয়ানসুলভ। 4)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গোয়াল2, গোয়ালা, গয়লা
(p. 256) gōẏāla2, gōẏālā, gaẏalā বি. 1 গোপ, গোপালক; 2 দুগ্ধ ব্যবসায়ী। [সং. গোপাল]। স্ত্রী. গোয়ালিনি, গয়লানি। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ নিজে গোয়ালা হয়েও দুধ খেতে পায় না-খায় আমানি; (আল) নামমাত্র সার, কাজে কিছু নয়। 128)
ঘাস
(p. 269) ghāsa বি. দূর্বাদি তৃণ, সবুজ উদ্ভিদ যার পাতা গোরু মোষ ছাগল ইত্যাদির প্রধান স্বাভাবিক খাদ্য। [সং. √অদ্ (=ঘস্) + অ]। ̃ জল বি. গবাদি পশুর খাদ্য ও পানীয়। ঘাসি বিণ. ঘাসসম্বন্ধীয়। বি. ঘাস-ব্যবসায়ী, ঘেসেড়া। [সং. ঘাস + বাং. ই]। ঘাসি নৌকা ঘাস বহনের উপযুক্ত নৌকা, মাল ও যাত্রিবাহী ছোট লম্বা নৌকাবিশেষ। 6)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চৌধুরি, চৌধুরী
(p. 299) caudhuri, caudhurī বি. 1 সামন্ত নেতা; 2 নগর বা গঞ্জের প্রধান ব্যবসায়ী; 3 গ্রামের প্রধান বা মোড়ল; 4 কুলিসর্দার; 5 পদবি বা উপাধিবিশেষ। [সং. চতুর্ধুরীণ]। বি. (স্ত্রী.) চৌধুরানি। 14)
জেলে, জেলিয়া
(p. 327) jēlē, jēliẏā বি. ধীবর, মত্স্যশিকারি, মত্স্যব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ। [সং. জাল2 + বাং. ইয়া এ]। স্ত্রী. জেলেনি। ̃ ডিঙি বি. জেলেদের ব্যবহৃত মাছ ধরার ছোট নৌকা। 85)
তামলি
(p. 375) tāmali বি. পানব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [সং. তাম্বূলী]। 42)
তাম্বূল
(p. 375) tāmbūla বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]। ̃ করঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে। ̃ রাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে। তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়। 52)
তুলা৪
(p. 375) tulā4 বি. 1 দাঁড়িপাল্লা, নিক্তি; 2 (জ্যোতিষ.) সপ্তম রাণিক; 3 শতপল পরিমাণ, সোনারুপার পরিমাণবিশেষ। [সং. √ তুল্ + অ + আ]। ̃ দণ্ড, ̃ যন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি। ̃ দান বি. দাতার দেহের ওজনের সমপরিমাণ সোনারুপা দান, তুলট। ̃ ধারী (-রিন্) বি. ওজনকারী, ব্যবসায়ী। 226)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535002
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730789
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942977
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696694
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us