Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
তাম্বূল এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। তাম্বূল এর বাংলা অর্থ হলো -
(p. 375) tāmbūla বি. পান,
লতাবিশেষের
পাতা যা
সুপারি
চুন
প্রভৃতি
সহযোগে
খাওয়া
হয়।
[সং. √ তম্ + ঊল
(ঊলচ্)]।
করঙ্ক
বি.
সাজসরঞ্জামসহ
পানের
পাত্র,
পানের
বাটা বা
ডিবে।
রাগ বি. পান খেলে
ঠোঁটে
যে লাল রং
লাগে।
তাম্বূলিক,
তাম্বূলী
বি.
পানব্যবসায়ী,
তামলি
জাতি।
বিণ. 1
পান-ব্যবসায়ে
নিযুক্ত;
2
তামলিজাতীয়।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
তাজিয়া
(p. 373) tājiẏā বি.
মহরমের
মিছিলে
বয়ে নিয়ে
যাওয়া
হাসান-হোসেনের
নকল কবর,
গোঁয়ারা।
[ফা.
তাজিআ-আ.
তজিআ]।
35)
তোলা2
(p. 387) tōlā2 বি.
হাটবাজারের
ব্যাপারীদের
পণ্যের
যে অংশ
জমিদার
বা
বাজারের
মালিক
খাজনা
বাবদ তুলে নেয়
(মালিকের
চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা
হয়েছে
এমন,
রক্ষিত
(তোলা
খাবার);
2
পোশাকি
(তোলা জামা); 3 তুলে
অর্থাত্
সংগ্রহ
করে রাখা
হয়েছে
এমন (তোলা জলে
স্নান);
4
স্হানান্তরিত
করা যায় এমন (তোলা
উনুনে
রান্না);
5
অঙ্কিত,
খোদাই
করা বা
ছাঁচে
ঢালাই
করা
হয়েছে
এমন
(পল-তোলা);
6
স্মরণে
রাখা
হয়েছে
এমন,
স্মৃতিগত
(সব তোলা আছে মনে); 7
স্হগিত,
ভবিষ্যতের
জন্য রাখা
হয়েছে
এমন (এ তর্ক তোলা রইল); 8
নির্মিত
(বাবার
তোলা
দালান);
9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
তূরী, তূর্য
(p. 375) tūrī, tūrya বি.
ভারতের
প্রাচীন
রণবাদ্যবিশেষ,
রণশিক্ষা
('থেমে গেল
রণতুর্য':
রবীন্দ্র)।
[সং. √ তূর্ + অ (অচ্) + ঈ, য]। 240)
ত্রৈরাশিক
(p. 391) trairāśika বি. (গণি.) তিন
রাশির
সম্বন্ধঘটিত
অঙ্কপ্রণালীবিশেষ,
rule of three. [সং.
ত্রিরাশি
+ ইক]। 6)
ত্রিংশ
(p. 387) triṃśa বিণ. 3
সংখ্যক
বা 3
সংখ্যার
পূরক।
[সং.
ত্রিংশত্
+ অ]। ̃ ত্ বি. বিণ. 3
সংখ্যা
বা
সংখ্যক,
ত্রিশ।
̃ ত্তম বিণ.
ত্রিংশ,
ত্রিশসংখ্যক
(ত্রিংশত্তম
অধ্যায়)।
স্ত্রী.
̃
ত্তমী।
91)
তিলি
(p. 375) tili বি.
নবশাখ-এর
অন্তর্গত
বাঙালি
হিন্দু
জাতিবিশেষ।
[দেশি]।
তু. সং. তিল + বাং. ই]। 154)
তল্লাট
(p. 372) tallāṭa বি.
অঞ্চল,
প্রদেশ
(এ
তল্লাটে
তাকে আর পাবে না)।
[দেশি]।
4)
তর-পত
(p. 367) tara-pata বি.
তালপাতার
তৈরি
কানের
অলংকারবিশেষ।
[ওরা.]।
104)
তুরানি
(p. 375) turāni বিণ.
তুরস্কদেশীয়।
বি.
তুরকি
যোদ্ধা।
[সং.
তুরুষ্ক-'ইরানি'-র
প্রভাবে
সৃষ্ট]।
207)
তাসা1
(p. 375) tāsā1 বি. 1
আনন্ধ
বাদ্যযন্ত্রবিশেষ;
2
আনন্ধ
বাদ্যযন্ত্রীদের
দল
(তাসাপার্টি)।
[আ.
তাসহ্]।
108)
তথি
(p. 365) tathi অব্য. (প্রা. বাং.) 1
সেখানে;
2 তাতে; 3 ও, অপিচ
('গোবিন্দদাস
তথি পূরল ইহ রস ওর': গো. দা.). [সং. তথা + বাং. ই]। 11)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল
সরিষা
নারকেল
প্রভৃতির
নির্যাস;
2
(ব্যঙ্গে)
তেজ বা
অহংকার
(তার খুব তেল
বেড়েছে)।
[সং. তৈল]। তেল
দেওয়া
ক্রি. বি. 1
যন্ত্রাদিতে
তেল বা
তৈলাক্ত
পদার্থ
লাগানো;
2 (আল.)
হীনভাবে
তোষামোদ
করা। তেস
মাখানো
বি. ক্রি. 1
(অন্যের
শরীরে)
তেল
লাগানো;
2 (আল.)
হীনভাবে
তোষামোদ
করা।
তেলে-বেগুনে
জ্বলে
ওঠা বি. ক্রি.
অত্যন্ত
রেগে
যাওয়া।
̃
কাজলা
বিণ.
তেলতেলা
ও কালো
(তেলকাজলা
মেয়ে,
তেলকাজলা
গা)। ̃
কাপড়
বি.
যে-কাপ়ড়
পরে
স্নানের
আগে গায়ে তেল মাখা হয়। ̃
কুচ-কুচে,
̃
চুক-চুকে
বিণ. যেন বেশি করে তেল মাখা বা
মাখানো
হয়েছে
এমন
চকচকে।
̃ চিটে বিণ.
তৈলাক্ত
ও
মলিন।
̃ তেলা, ̃ তেলে বিণ.
তৈলাক্তবত্;
মসৃণ বা
পিছল।
̃ পড়া বি. (রোগ
দূরীকরণের
জন্য)
মন্ত্রপূত
তেল। 310)
তা৫
(p. 372) tā5 অব্য. 1 কথার
মাত্রাবিশেষ
(তা তুমি কখন এলে?); 2
কিন্তু,
তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3
যাকগে,
আচ্ছা
(তা, এ
ব্যাপারে
তোমার
কী মত?)।
[দেশি]।
24)
তুই
(p. 375) tui সর্ব.
তুচ্ছার্থে
বা
অনাদরে
তুমি -র
রূপভেদ;
নিম্নপদস্হ,
কনিষ্ঠ
বা
অত্যন্ত
অন্তরঙ্গ
ব্যক্তির
প্রতি
প্রযোজ্য।
[সং.
ত্বম্]।
̃
তোকারি
বি. তুই, তোর
ইত্যাদি
শব্দ
ব্যবহার
করে
অসম্মান
দেখানো।
172)
তিতির
(p. 375) titira বি.
মুরগিজাতীয়
পাখিবিশেষ,
partridge.[সং.
তিত্তির]।
122)
তৃষা, তৃষ্ণা
(p. 375) tṛṣā, tṛṣṇā বি. 1
পিপাসা;
2 (ভোগ করার বা লাভ করার)
প্রবল
ইচ্ছা,
আকাঙ্ক্ষা
(জ্ঞানতৃষ্ণা,
বিষয়তৃষ্ণা)।
[সং. √ তৃষ্ +
ক্বিপ্
+ আ,
√তৃষ্
+ ন + আ]। ̃ তুর, ̃ র্ত বিণ.
পিপাসায়
কাতর
('তৃষ্ণাতুর
পাখিসম':
রবীন্দ্র)।
স্ত্রী.
̃ তুরা, ̃
র্তা।
̃ লু বিণ.
তৃষ্ণার্ত,
তৃষ্ণাযুক্ত।
তৃষিত
বিণ.
পিপাসাযুক্ত।
স্ত্রী.
তৃষিতা।
249)
ত্রাণ
(p. 387) trāṇa বি. 1 (বিপদ, পাপ
প্রভৃতি
থেকে)
উদ্ধার,
রক্ষা,
নিষ্কৃতি,
মুক্তি
('মোরে করো
ত্রাণ,
মোরে করো
ত্রাণ':
রবীন্দ্র);
2
(বন্যা,
দুর্ভিক্ষ
ইত্যাদি
দুর্যোগে)
সাহায্য,
relief
(দুর্গতদের
ত্রাণ
পাঠানো
হচ্ছে)।
[সং. √ ত্রৈ + অন়]।
ত্রাত
বিণ.
ত্রাণপ্রাপ্ত,
যাকে
ত্রাণ
করা
হয়েছে
এমন।
ত্রাতা
(-তৃ),
ত্রায়ক
বিণ. বি.
ত্রাণকারী
('জনগণদুঃখ-ত্রায়ক')।
ত্রায়.মাণ
বিণ.
ত্রাণ
লাভ করছে বা
ত্রাণ
করছে এমন। 87)
তিষ্য
(p. 375) tiṣya বি.
নক্ষত্রবিশেষ,
পুষ্যানক্ষত্র।
[সং. √ তুষ্
(তুষ্ট
করা) +
ক্যপ্]।
তিষ্যা
বি.
(স্ত্রী.)
তিষ্যনক্ষত্রযুক্ত
পূর্ণিমা।
161)
তল
(p. 371) tala বি. 1
নিম্নদেশ,
অধোভাগ,
নীচের
অঞ্চল
(চরণতল);
2
মূলদেশ
(বৃক্ষতল);
3
জলাশয়
ইত্যাদির
জলের
নিম্নস্হ
ভূমি
(সাগরতল);
4
উপরিভাগ,
পৃষ্ঠ
(ভূতল,
দর্পণতল);
5
ক্ষেত্র
(সমতল);
6 করতল,
হাতের
চেটো
(তলপ্রহার);
7
অট্টালিকা
বা
দালানের
পরিচ্ছেদ
বা তলা
(দ্বিতল,
ত্রিতল)।
[সং. √ তল্ + অ]। ̃ দেশ বি.
নিম্ন
অঞ্চল
(পাহাড়ের
তলদেশ)।
̃ পেট বি.
পেটের
নিম্নভাগ;
নাভির
নীচে
পেটের
অংশ। ̃
প্রহার
বি. চড়,
হাতের
চেটো দিয়ে
আঘাত।
̃
যুদ্ধ
বি. 1
মল্লযুদ্ধ;
2 চড় মেরে
পরস্পরের
মারামারি।
তলে তলে
ক্রি-বিণ.
ভিতরে
ভিতরে,
গোপনে
(তলে তলে এত সব
করেছেআমরা
তো
জানতেই
পারিনি)।
11)
তাপ
(p. 375) tāpa বি. 1
উষ্ণতা
('প্রখর
তপনতাপে
আকাশ
তৃষায়
কাঁপে':
রবীন্দ্র);
2 জ্বর
(গায়ের
তাপ কমছে না); 3
ক্রোধ,
রাগ; 4 দুঃখ,
পীড়া
('পাপে তাপে
জীর্ণ'
এ
প্রাণ':
রবীন্দ্র)।
[সং. √ তপ্ + অ]। ̃ ক বিণ. 1
তাপদায়ক;
2
দুঃখদায়ক।
̃ ত্রয় বিণ.
আধ্যাত্মিক,
আধিদৈবিক
ও
আধিভৌতিক
এই
ত্রিবিধ
দুঃখ;
ত্রিতাপ।
̃
প্রবাহ
বিণ. 1
উষ্ণতার
স্রোত;
2
প্রখর
তাপ। ̃ মান বি.
উষ্ণতাপরিমাপক
যন্ত্র,
থার্মোমিটার।
̃ হর বিণ.
তাপনাশক;
দুঃখনাশক।
স্ত্রী.
̃ হরা। ̃ হরণ বিণ.
দুঃখহর,
দুঃখ যে হরণ করে। বি.
উত্তাপ
বা দুঃখ
দূরীকরণ।
̃ হারী
(-রিন্)
বিণ.
ত্রিতাপ
দূরকারী।
24)
Rajon Shoily
Download
View Count : 2577645
SutonnyMJ
Download
View Count : 2185328
SolaimanLipi
Download
View Count : 1785376
Nikosh
Download
View Count : 1026166
Amar Bangla
Download
View Count : 901037
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN
Download
View Count : 619999
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us