Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাকুল। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাতর
(p. 2) akātara বিণ. 1 কাতর নয় এমন; 2 ব্যাকুলতাশূন্য; 3 নিঃশঙ্ক; 4 সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)। অকাতরে ক্রি-বিণ. 1 অক্লেশে, অনায়াসে (অকাতরে দান করা); 2 অকুণ্ঠচিত্তে; 3 অবাধে (অকাতরে ঘুমাছে)। 35)
অচঞ্চল
(p. 8) acañcala বিণ. 1 চঞ্চলতা বা চপলতা নেই এমন, অচপল; 2 আন্দোলিত হয় না বা নড়ে না এমন, স্হির; 3 স্হায়ী; 4 অব্যাকুল, ধীর। [সং. ন+চঞ্চল]। স্ত্রী. অচঞ্চলতা। 54)
অধীর
(p. 20) adhīra বিণ. 1 অস্হির, চঞ্চল; 2 অধৈর্য, অসহিষ্ণু; 3 ব্যগ্র, ব্যাকুল; উত্কণ্ঠিত। [সং. ন+ধীর]। স্ত্রী অধীরা। ̃ তা বি. অস্হিরতা; চঞ্চলতা; ব্যাকুলতা; ব্যগ্রতা। 9)
অধৈর্য
(p. 20) adhairya বিণ. ব্যাকুল, অস্হির, ধৈর্যহীন। বি. অস্হিরতা, ধৈর্যের অভাব। [সং. ন+ধৈর্য]। 13)
অবিহ্বল
(p. 49) abihbala বিণ. 1 বিহ্বল বা ব্যাকুল নয় এমন; অভিভূত নয় এমন; 2 প্রকৃতিস্হ, সুস্হ। [সং. ন + বিহ্বল]। 32)
অব্যগ্র
(p. 50) abyagra বিণ. ব্যগ্র বা ব্যাকুল নয় এমন; ব্যস্ত নয় এমন; শান্ত, ধীর। [সং. ন + ব্যগ্র]। বি. ̃ তা। 23)
অব্যাকুল
(p. 50) abyākula বিণ, ব্যাকুলতাহীন, অস্হির নয় এমন; স্হির, শান্ত। [সং. ন + ব্যাকুল] 36)
অভি-ভব, অভি-ভাব, অভি-ভূতি
(p. 50) abhi-bhaba, abhi-bhāba, abhi-bhūti বি. 1 পরাজয় (ধর্মের কাছে অধর্মের অভিভব); 2 অপমান; 3 ভাবাবেশ, ব্যাকুলতা; বিহ্বলতা (স্নায়বিক অভিভূতি)। [সং. অভি + √ ভূ + অ, তি]। 104)
আঁকু-পাঁকু, আঁকু-বাঁকু
(p. 79) ān̐ku-pān̐ku, ān̐ku-bān̐ku বি. হাঁকডাক; ব্যস্ততা প্রকাশ (কিছু বলার জন্য সে কেবলই আঁকুপাঁকু করছে); অত্যন্ত ব্যাকুলতাসূচক অঙ্গভঙ্গি। [দেশি]। 2)
আকুল
(p. 82) ākula বিণ. 1 ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্হির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ̃ তা। আকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন। 2)
আতালিপাতালি, আথালিপাথালি
(p. 89) ātālipātāli, āthālipāthāli ক্রি-বিণ. 1 সর্বত্র, চারদিকে; 2 ব্যাকুল ও ব্যস্ত হয়ে; 3 এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]। 5)
আদেখলে, আদেখলা
(p. 89) ādēkhalē, ādēkhalā বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। ̃ .পনা বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)। 80)
আবেগ
(p. 99) ābēga বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ] 27)
উচাটন
(p. 119) ucāṭana বি. উত্কণ্ঠা; ব্যাকুলতা। বিণ. উত্কণ্ঠিত; ব্যাকুল; অধীর ('তোমা বিনে মন করে উচাটন': বৈ. প.)। [সং. উচ্চাটন]। 26)
উচ্চাটন
(p. 119) uccāṭana বি. 1 উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; 2 অপসারণ; 3 উত্পীড়ন; 4 ব্যাকুলতা, উদ্বেগ; 5 শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)। [সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]। 38)
উত্-কণ্ঠ
(p. 119) ut-kaṇṭha বিণ. ব্যাকুল, উদ্গ্রীব। [সং. উত্ + কণ্ঠ]। 106)
উত্-কণ্ঠা
(p. 119) ut-kaṇṭhā বি. উদ্বেগ, ব্যাকুলতা, চিন্তা-ভাবনা। [সং. উত্ + √ কণঠ্ + অ + আ]। উত্-কণ্ঠিত বিণ. উদ্বিগ্ন, ব্যাকুল। স্ত্রী. উত্-কণ্ঠিতা। 107)
উত্-কর্ণ
(p. 119) ut-karṇa বিণ. শোনার জন্য ব্যাকুল; শোনার জন্য কান খাড়া করে আছে এমন। [সং. উত্ + কর্ণ]। 108)
উত্ক
(p. 119) utka বিণ. ব্যাকুল, উদ্বিগ্ন। [সং. উত্ + ক]। 104)
উদ্-ভ্রম
(p. 126) ud-bhrama বি. 1 বুদ্ধিভ্রংশ; 2 উদ্বেগ, ব্যাকুলতা। [সং. উদ্ + √ ভ্রম্ + অ]। 25)
উদ্-ভ্রান্ত
(p. 126) ud-bhrānta বিণ. 1 ব্যাকুল; 2 বিহ্বল (উদ্ভ্রান্তচিত্ত); 3 উন্মত্ত, ক্ষিপ্ত; 4 হতজ্ঞান ('উদ্ভ্রান্ত সেই আদিম যুগে': রবীন্দ্র); 5 উচ্ছৃঙ্খলভাবে বা উদ্দেশ্যহীনভাবে বিচরণকারী। [সং. উত্ + √ ভ্রম্ + ত]। 26)
উদ্বেগ, উদ্-বেগ
(p. 128) udbēga, ud-bēga বি. উত্কণ্ঠা, দুশ্চিন্তা; সংশয়জনিত ব্যাকুলতা ('উদ্বেগে তাকায়ো না বাইরে': রবীন্দ্র)। [সং. উত্ + √ বিজ্ + অ]। ̃ শূন্য, ̃ হীন বিণ. উত্কণ্ঠা নেই এমন। বি. ̃ শূন্যতা, ̃ হীনতা। 24)
উদ্বেল
(p. 128) udbēla বিণ. 1 উচ্ছলিত (উদ্বেল অশ্রু, উদ্বেল আবেগ); 2 উথলিত; 3 বেলাভূমি বা তীর অতিক্রম করেছে এমন (উদ্বেল ঢেউ)। [সং. উত্ + বেলা]। উদ্বেলিত বিণ. উদ্বেল হয়েছে এমন, ব্যাকুলিত; ব্যাকুলীকৃত (উদ্বেলিত হৃদয়)। 27)
উন্মনা
(p. 130) unmanā (-নস্) বিণ. 1 অন্যমনষ্ক; 2 উত্কণ্ঠিত, ব্যাকুল; 3 (বিরল) উদাস। [সং. উত্ + মনস্]। 13)
কাতর
(p. 179) kātara বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষত্) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ̃ তা, (বিরল) কাতর্য। কাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595457
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205496
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813785
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061545
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908376
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852288
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713848
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634424

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us