Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্-কণ্ঠা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উত্-কণ্ঠা এর বাংলা অর্থ হলো -

(p. 119) ut-kaṇṭhā বি. উদ্বেগ, ব্যাকুলতা, চিন্তা-ভাবনা।
[সং. উত্ + √ কণঠ্ + অ + আ]।
উত্-কণ্ঠিত বিণ. উদ্বিগ্ন, ব্যাকুল।
স্ত্রী. উত্-কণ্ঠিতা।
107)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উখড়া
(p. 119) ukhaḍ়ā ক্রি. উত্পাতিত করা, উপড়ানো। [ সং. উত্ + √ খন্, কিংবা উত্ + √ ঘট্]। ̃ নো বি. উত্পাটন, উন্মূলন। ক্রি. উপড়ে ফেলা। বিণ. উপড়ে ফেলা হয়েছে এমন। 17)
উপ-গ্রহ
উমদা
(p. 133) umadā বিণ. চমত্কার; সুন্দর; পছন্দসই (তোমার জন্য একটি উমদা চিজ উপহার এনেছি)। [আ. উম্দহ্]। 129)
উপ-পন্ন
(p. 133) upa-panna বিণ. 1 যুক্তিযুক্ত; 2 সংগত; 3 যোগ্য; 4 উত্পন্ন; 5 প্রতিপন্ন; 6 আগত; 7 প্রাপ্ত। [সং. উপ + √ পদ্ + ত]। 4)
উবরা
(p. 133) ubarā ক্রি. উদ্বৃত্ত বা বাড়তি হওয়া (অনেকটা ভাত উবরেছে)। [সং. উদ্বৃত্ত]। ̃ নো বি. বিণ. বাড়তি, উদ্বৃত্ত। 123)
উত্তল
(p. 125) uttala বিণ. যার উপরের ভাগ উঁচু ও অর্ধবৃত্তাকার, convex. [সং. উত্ + তল]। 20)
উত্-সর্গ
উপাড়া
উত্-সার
উত্তাল
(p. 125) uttāla বিণ. 1 অতি উঁচু (উত্তাল তরঙ্গ); 2 অতি তরঙ্গময়; 3 বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]। 23)
উপ-হসিত
(p. 133) upa-hasita বিণ. উপহাস করা হয়েছে এমন (এ কাজ করে লোকের কাছে উপহসিত হতে চাই না)। [সং. উপ + √ হস্ + ত]। 80)
উপ-শয়
উরু
(p. 133) uru বিণ. বিশাল; মহান। [সং. √ উর্ + উ]। ̃ কীর্তি বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন। ̃ ক্রম বি. বামনদেব। ̃ বুক বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ। ̃ মার্গ বি. বিশাল বা প্রশস্ত পথ। 146)
উপরি1
(p. 133) upari1 অব্য. 1 ঊর্ধ্বে, উপরে; 2 অতঃপর, তারপর। [সং. উপ + রি (নি.)]। উপরি-উপরি অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)। ক্রি.-বিণ. 1 ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)। 2 একটির উপর আর একটি করে (উপরি-উপরি রাখা)। ̃ চর বিণ. উপরে বিচরণ করে এমন। ̃ তন বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন। ̃ ভাগ বি. উপরের অংশ। ̃ স্হ, ̃ স্হিত বিণ. উপরে অবস্হিত। 42)
উমেদ, উম্মেদ
(p. 133) umēda, ummēda বি. আশা, আকাঙ্ক্ষা (পরীক্ষায় ফাস্ট হব এমন উমেদ রাখি না)। [ফা. উম্মেদ্]। উমে-দার বি. বিণ. প্রার্থী, প্রত্যাশী। উমে-দারি বি. প্রার্থনা; চাকরির আশায় ভজনা করা (চাকরির উমেদারি আমার পোষাবে না)। 135)
উপচা, উপচানো
(p. 131) upacā, upacānō ক্রি. ছাপিয়ে পড়া (জল উপচে পড়ছে), নদীর দুই কূল উপচে পড়ে); প্রয়োজনের অতিরিক্ত হওয়া। [সং. উপচয় + বাং. আ, আনো]। 20)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উরজ
(p. 133) uraja বি. স্তন। [সং. উরস্ + √ জন্ + ড]। 140)
উচ্ছৃঙ্খল
(p. 119) ucchṛṅkhala বিণ. শৃঙ্খলা বা নিয়মের শাসন নেই এমন; যথেচ্ছাচারী; অনিয়ন্ত্রিত; নিয়ম বা বিধি মানে না এমন। [সং. উত্ + শৃঙ্খলা]। বি. ̃ তা। 54)
উলসা
(p. 133) ulasā ক্রি. উল্লসিত হওয়া ('উলসি উঠেছে প্রাণ')। [বাং. √ উলস্ (সং. উত্ + √ লস্) + আ]। উলসিত বিণ. (কাব্যে) উল্লসিত ('উলসিত তটিনী': রবীন্দ্র)। 158)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2628626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242292
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1859050
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1128311
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922383
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860125
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723824
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660689

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us