Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাকুলা': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাতর
(p. 2) akātara বিণ. 1 কাতর নয় এমন; 2 ব্যাকুলতাশূন্য; 3 নিঃশঙ্ক; 4 সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)। অকাতরে ক্রি-বিণ. 1 অক্লেশে, অনায়াসে (অকাতরে দান করা); 2 অকুণ্ঠচিত্তে; 3 অবাধে (অকাতরে ঘুমাছে)। 35)
অধীর
(p. 20) adhīra বিণ. 1 অস্হির, চঞ্চল; 2 অধৈর্য, অসহিষ্ণু; 3 ব্যগ্র, ব্যাকুল; উত্কণ্ঠিত। [সং. ন+ধীর]। স্ত্রী অধীরা। ̃ তা বি. অস্হিরতা; চঞ্চলতা; ব্যাকুলতা; ব্যগ্রতা। 9)
অব্যাকুল
(p. 50) abyākula বিণ, ব্যাকুলতাহীন, অস্হির নয় এমন; স্হির, শান্ত। [সং. ন + ব্যাকুল] 36)
অভি-ভব, অভি-ভাব, অভি-ভূতি
(p. 50) abhi-bhaba, abhi-bhāba, abhi-bhūti বি. 1 পরাজয় (ধর্মের কাছে অধর্মের অভিভব); 2 অপমান; 3 ভাবাবেশ, ব্যাকুলতা; বিহ্বলতা (স্নায়বিক অভিভূতি)। [সং. অভি + √ ভূ + অ, তি]। 104)
আঁকু-পাঁকু, আঁকু-বাঁকু
(p. 79) ān̐ku-pān̐ku, ān̐ku-bān̐ku বি. হাঁকডাক; ব্যস্ততা প্রকাশ (কিছু বলার জন্য সে কেবলই আঁকুপাঁকু করছে); অত্যন্ত ব্যাকুলতাসূচক অঙ্গভঙ্গি। [দেশি]। 2)
আকুল
(p. 82) ākula বিণ. 1 ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্হির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ̃ তা। আকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন। 2)
আবেগ
(p. 99) ābēga বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ] 27)
উচাটন
(p. 119) ucāṭana বি. উত্কণ্ঠা; ব্যাকুলতা। বিণ. উত্কণ্ঠিত; ব্যাকুল; অধীর ('তোমা বিনে মন করে উচাটন': বৈ. প.)। [সং. উচ্চাটন]। 26)
উচ্চাটন
(p. 119) uccāṭana বি. 1 উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; 2 অপসারণ; 3 উত্পীড়ন; 4 ব্যাকুলতা, উদ্বেগ; 5 শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)। [সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]। 38)
উত্-কণ্ঠা
(p. 119) ut-kaṇṭhā বি. উদ্বেগ, ব্যাকুলতা, চিন্তা-ভাবনা। [সং. উত্ + √ কণঠ্ + অ + আ]। উত্-কণ্ঠিত বিণ. উদ্বিগ্ন, ব্যাকুল। স্ত্রী. উত্-কণ্ঠিতা। 107)
উদ্-ভ্রম
(p. 126) ud-bhrama বি. 1 বুদ্ধিভ্রংশ; 2 উদ্বেগ, ব্যাকুলতা। [সং. উদ্ + √ ভ্রম্ + অ]। 25)
উদ্বেগ, উদ্-বেগ
(p. 128) udbēga, ud-bēga বি. উত্কণ্ঠা, দুশ্চিন্তা; সংশয়জনিত ব্যাকুলতা ('উদ্বেগে তাকায়ো না বাইরে': রবীন্দ্র)। [সং. উত্ + √ বিজ্ + অ]। ̃ শূন্য, ̃ হীন বিণ. উত্কণ্ঠা নেই এমন। বি. ̃ শূন্যতা, ̃ হীনতা। 24)
উদ্বেল
(p. 128) udbēla বিণ. 1 উচ্ছলিত (উদ্বেল অশ্রু, উদ্বেল আবেগ); 2 উথলিত; 3 বেলাভূমি বা তীর অতিক্রম করেছে এমন (উদ্বেল ঢেউ)। [সং. উত্ + বেলা]। উদ্বেলিত বিণ. উদ্বেল হয়েছে এমন, ব্যাকুলিত; ব্যাকুলীকৃত (উদ্বেলিত হৃদয়)। 27)
কায়স্হ
(p. 181) kāẏasha বি. 1 কায়েত, হিন্দু জাতিবিশেষ; 2 (অপ্র.) কেরানি, সরকারি কর্মচারীবিশেষ। [সং. কায় + √ স্হা + অ]। কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); 1 কায়স্হজাতীয়া নারী; 2 কায়স্হের পত্নী ('নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা': দীন.)। 118)
খাঁ খাঁ
(p. 224) khā n̐khā অব্য. শূন্যতা নির্জনতা বা ব্যাকুলতার ভাব প্রকাশ (বাড়িটা খাঁ খাঁ করছে; মন খাঁ খাঁ করা)। [দেশি]। 54)
টলন, টল2
(p. 341) ṭalana, ṭala2 বি. 1 বিচলন, স্খলন (কিছুতেই টলন নেই); 2 বিহ্বলতা। [সং. √ টল্ (ব্যাকুলতা) + অন, অ]। 53)
নিরাকুল
(p. 467) nirākula বিণ. 1 অত্যন্ত ব্যাকুল; 2 ব্যাকুলতাহীন, উদ্বেগহীন, প্রশান্ত। [সং. নির্ + আকুল]। 16)
বিকুলি
(p. 605) bikuli বি. ব্যাকুল ভাব, ব্যাকুলতা (আকুলিবিকুলি)। [সং. ব্যাকুল বিকুল + বাং. ই]। 101)
ব্যগ্র
(p. 648) byagra বিণ. আগ্রহান্বিত, ব্যাকুল, উত্সুক (জানতে ব্যগ্র, পাবার জন্য ব্যগ্র)। [.সং বি + অগ্র]। ̃ .তা বি. আগ্রহ, ব্যাকুলতা, ঔত্সুক্য (দেখার জন্য ব্যগ্রতা)। 6)
ব্যাকুল
(p. 648) byākula বিণ. অত্যন্ত আকুল, অস্হির, উদ্গ্রীব, উত্কণ্ঠিত। [সং. বি + আকুল]। বি. ̃ তা। স্ত্রী. ব্যাকুলা1। ব্যাকুলা2 ক্রি. ব্যাকুল হওয়া বা করা। ব্যাকুলিত বিণ. ব্যাকুল হয়েছে বা অস্হির হয়েছে এমন। স্ত্রী. ব্যাকুলিতা। 55)
ব্যালোল
(p. 652) byālōla বিণ. 1 বিলোল; 2 অতিশয় চঞ্চল; 3 ব্যাকুল। [সং. বি + আলোল]। 2)
রূপোন্মত্ত
(p. 748) rūpōnmatta বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা। 8)
হন্যে, হন্নে
(p. 858) hanyē, hannē বিণ. 1 হনন বা আক্রমণ করবার জন্য ক্ষিপ্তভাবে ইতস্তত ধাবমান; 2 কোনোকিছুর জন্য ব্যাকুলভাবে চেষ্টাযুক্ত; খ্যাপা (হন্নে হওয়া, হন্নে কুকুর)। [সং. হন্তৃ়]। 52)
হেদা
(p. 873) hēdā ক্রি. হেদানো। [ সং. খেদ]। ̃ নো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। বি. উক্ত অর্থে। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534947
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140487
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730709
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942913
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us