Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভণ্ড]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
ছিন্ন
(p. 304) chinna বিণ. 1 ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); 2 ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); 3 উত্পাটিত (ছিন্নমূল); 4 সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। বি. বেশ্যা। ̃ দ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ̃ পক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ̃ বিচ্ছিন্ন, ̃ ভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ̃ মস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ̃ মস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ̃ মূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ̃ মূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)। 74)
তছ-নছ, তচ-নচ
(p. 364) tacha-nacha, taca-naca বিণ. বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিপর্যস্ত, বিনষ্ট (জিনিসপত্র ফেলে ছড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে)। [তু. হি. তহস্নহ্স]। 7)
পণ্ড
(p. 488) paṇḍa বিণ. 1 নিষ্ফল, ব্যর্থ ('সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয়': জী. দা.); 2 নষ্ট, ভণ্ডুল (তুমিই কাজটা পণ্ড করলে)। [সং. √ পণ্ + ড]। ̃ শ্রম বি. বৃথা পরিশ্রম, নিষ্ফল খাটুনি। 4)
বকবৃত্তি
(p. 573) bakabṛtti বি. 1 কপট ধার্মিকতা; 2 ভণ্ডামি (তার বকবৃত্তি ধরা পড়ে গিয়েছে); 3 শঠতা। বিণ. শঠ; ভণ্ড (বকবৃত্তিব্রাহ্মণ)। [সং. বক + বৃত্তি]। বক-ব্রতী (-তিন্) বিণ. শঠ; কপট ধার্মিক; ভণ্ড। 7)
বিড়াল
(p. 611) biḍ়āla বি. ইঁদুর-শিকারে দক্ষ গৃহপালিত নরম লোকে সারা শরীর ঢাকা চতুষ্পদ প্রাণীবিশেষ, মার্জার। [সং. √ বিড়্ + আল]। স্ত্রী. বিড়ালী।̃ তপস্বী (আল.)বি. সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি। বিড়ালাক্ষী বিণ. (স্ত্রী.) বিড়ালের মতো যার কটা চোখ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ক্রি. বি. (আল.) কোনো প্রয়োজনীয় কিন্তু আপাত-অসম্ভব বা বিপজ্জনক কাজের গোড়াপত্তন করা। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া ক্রি. বি. (আল.) ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা। 67)
বৈড়াল
(p. 644) baiḍ়āla বিণ. 1 বিড়ালসম্বন্ধীয়; 2 বিড়ালসুলভ। [সং. বিড়াল + অ]। ̃ ব্রত বি. (আল.) কপট ধার্মিকতা, ভণ্ডামি। 19)
ব্যাং1
(p. 648) byā1 বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। 49)
ভক্তি
(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)। 8)
ভণ্ড1
(p. 655) bhaṇḍa1 বিণ. নষ্ট, বিপর্যস্ত (লণ্ডভণ্ড)। [ভণ্ডুল দ্র]। 41)
ভণ্ড2
(p. 655) bhaṇḍa2 বিণ. 1 কপট, ভানকারী, ছদ্ম (ভণ্ড সন্ন্যাসী); 2 শঠ, প্রতারক। বি. কপট বা ধূর্ত ব্যক্তি, প্রতারক (তুমি দেখছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছ)। [সং. √ ভণ্ড্ + অ]। ̃ ন বি. ভাঁড়ানো প্রতারণা। ভণ্ডানো ক্রি. বি. (কাব্যে) ঠকানো, প্রতারণা করা, ভাঁড়ানো। ভণ্ডামি বি. ভান, কপটতা; প্রতারণা। 42)
ভণ্ডুল
(p. 655) bhaṇḍula বিণ. পণ্ড, ব্যর্থ, কেঁচে গেছে এমন (তোমার ভুলে গোটা প্ল্যানটাই ভণ্ডুল হয়ে গেল)। [দেশি]। 52)
ভাঁড়ানো
(p. 660) bhān̐ḍ়ānō ক্রি. বি. ছলনা বা প্রতারণা করা; সত্য গোপন করা (নাম ভাঁড়িয়েছে)। [সং. ভণ্ড]। 2)
ভাঁড়৩
(p. 659) bhān̐ḍ়3 বি. বিদূষক হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক। [সং. ভণ্ড]। 33)
ভাঙ-চুর
(p. 660) bhāṅa-cura বি. ভাঙা ও গুঁড়িয়ে দেওয়া ভেঙে তছনছ করা; লণ্ডভণ্ড (একদল লোক ঘরে ঢুকে ভাঙচুর করেছে)। [বাং. ভাঙা + চুর (চুর্ণ)]। 27)
ভাণ্ড
(p. 661) bhāṇḍa বি. 1 পাত্র, আধার (মৃত্ভাণ্ড); 2 ভাঁড়; 3 পেটিকা; 4 বাদ্যযন্ত্রবিশেষ; 5 মূলধন, পুঁজি। [সং. √ ভণ্ + ড, √ ভণ্ড্ + অ]। 27)
মুনা-ফিক, মুনা-ফেক
(p. 710) munā-phika, munā-phēka বিণ. বি. ভণ্ড, অসত্ ('দিনের বেলায় ধরেছিলে এই মুনাফেকদের চুরি': নজরুল)। [আ. মুনাফিক]। 62)
লন্ড-ভন্ড
(p. 755) lanḍa-bhanḍa বিণ. বিপর্যস্ত, ছারখার, তছনছ (ঘরের জিনিসপত্র) সব একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। [দেশি]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535084
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140592
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730868
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943068
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696727
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us