Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভক্তি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভক্তি এর বাংলা অর্থ হলো -

(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')।
[সং. √ ভজ্ + তি]।
.গীতি
বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়।
.তত্ব
বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা.পথ,.মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়।
.বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত।
.বিহ্বল
বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত।
.ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)।
.ভাজন
বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত।
.মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)।
স্ত্রী..মতী।
.মূলক
বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)।
.যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা।
.রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম।
.হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভারুই
(p. 664) bhārui বি. ভরত পাখি। [ ভরত, ভরদ্বাজ]। 16)
ভবন
(p. 655) bhabana বি. 1 গৃহ, আলয় ('শমন-ভবন না হয় গমন যে লয় রামের নাম') 2 বাসস্হান; 3 স্হিতি, ভাব, হওয়া (ঘনীভবন, বাষ্পীভবন)। [সং. √ ভূ + অন]। 56)
ভুজ
ভবিষ্যত্
ভস্ম
(p. 659) bhasma বি. ছাই, কঠিন পদার্থ আগুনে পুড়ে যাবার পর যে পাতলা হালকা পদার্থ অবশিষ্ট থাকে। [সং. √ ভস্ + মন্]। ̃ .কীট বি. অস্বাভাবিক ক্ষুদাযুক্ত কল্পিত কীটবিশেষ; (আল.) যে ব্যক্তির ক্ষুধা সহজে শান্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে কি ভস্মকীট ঢুকেছে?)। ̃ .লিপ্ত বিণ. ছাইমাখা (ভস্মলিপ্ত শরীর)। ̃ .লোচন বি. রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিপাতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত। ̃ .সাত্ বিণ. ছাইয়ে পরিণত, পুড়ে ছাই হয়েছে এমন। ̃ .স্তূপ বি. ছাইয়ের গাদা। ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়। ভস্মাবৃত, ভস্মাচ্ছাদিত বিণ. ছাইয়ে ঢাকা। ভস্মাব-শেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে। ভস্মী-করণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। বিণ. ভস্মী-কৃত। ভস্মী-ভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। 12)
ভরসন্ধ্যা
(p. 658) bharasandhyā দ্র ভর1। 27)
ভ্রামর
ভাই-রাস
ভোমর1
(p. 670) bhōmara1 বি. ছুতোরের কাঠ ছিদ্র করার যন্ত্রবিশেষ, তুরপুন, drill [ সং. ভ্রমরক]। 85)
ভিল
(p. 667) bhila বি. ভারতের আদিম উপাজতিবিশেষ (ভিল সর্দার)। [সং. ভিল্ল]। 2)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
ভস-ভস, ভস-ভস
ভাষা
(p. 664) bhāṣā বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশপ্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)। 29)
ভাতা2
(p. 661) bhātā2 ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া ('নবীন গরিমা ভাতিবে আবার তোর': দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]। 34)
ভাতার
(p. 661) bhātāra বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ̃ .খাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী। 35)
ভর1, ভোর
ভাতা1
(p. 661) bhātā1 বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [ সং. ভৃতি]। 33)
ভৌত
ভ্রমণ
ভোগাসক্ত
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595584
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205616
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813919
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061739
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908419
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852328
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713869
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634505

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us