Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাবিত)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অনু-ভাবিত
(p. 30) anu-bhābita বিণ. অনুভব করানো হয়েছে এমন। [সং. অনু + √ ভূ + ণিচ্ + ত]। 5)
অপ্রত্যাশিত
(p. 42) apratyāśita বিণ. 1 আশা করা হয়নি বা করা যায়নি এমন, অভাবিত (অপ্রত্যাশিত সৌভাগ্য); 2 অতর্কিত, আকস্মিক (অপ্রত্যাশিত উক্তি, অপ্রত্যাশিত উত্তর)। [সং. ন + প্রত্যাশিত]। 10)
অবশ্য2
(p. 46) abaśya2 অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ. 1 নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; 2 তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সং. অবশ্যম্]. অবশ্য অবশ্য ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য। ̃ করণীয়, ̃ কর্তব্য, ̃ কার্য বিণ. করতেই হবে এমন। ̃ ম্ভাবী (-বিন্) বিণ. নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)। অবশ্যম্ভাবিতা বি. নিশ্চয়তা। 25)
অভাবনীয়, অভাব্য
(p. 50) abhābanīẏa, abhābya বি. ভাবা যায় না এমন, অচিন্তনীয় (অভাবনীয় আচরণ); অপ্রত্যাশিত (অভাবনীয় সৌভাগ্য)। [সং. ন + ভাবনীয়, ভাব্য]। অভাবিত বিণ. ভাবা যায়নি এমন; আশা করা যায়নি এমন (অভাবিত সৌভাগ্য)। 63)
অভাবিত
(p. 50) abhābita দ্র অভাবনীয়। 65)
অসম্ভব
(p. 70) asambhaba বিণ. 1 ঘটে না বা ঘটেনো যায় না এমন; 2 অদ্ভুত, বিষ্ময়কর (এ কী অসম্ভব কথা)। বি. অস্বাভাবিক ঘটনা (অসম্ভবকে সম্ভব করা)। [সং. ন + সম্ভব]। অসম্ভাবনা বি. সম্ভাবনার অভাব। অসম্ভাবনীয়, অসম্ভাব্য বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন। অসম্ভাবিত বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected. অসম্ভাব্যতা বি. সম্ভাবনার অভাব, অসম্ভাবনা। অসম্ভূত বিণ. 1 ঘটেনি এমন; 2 জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন। 35)
অস্তি
(p. 73) asti ক্রি. আছে। বি. বিদ্যমানতা, স্হিতি, সত্তা, থাকা। [সং. √ অস্ + লট্ তি]। ̃ ত্ব বি. বিদ্যমানতা, সত্তা, স্হিতি, থাকা (অস্তিত্ব বজায় রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস)। ̃ নাস্তি বি. থাকা বা না থাকা (ঈশ্বরের অস্তিনাস্তি নিয়ে আমি ভাবিত নই)। অস্ত্যর্থ বি. আছে এই অর্থ, বিদ্যমানতার অর্থ। অস্ত্যর্থক বিণ. অস্ত্যর্থবিশিষ্ট, আছে এই অর্থযুক্ত। 10)
আওরত
(p. 77) āōrata (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]। 36)
আচ্ছন্ন
(p. 85) ācchanna বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়। 13)
আশংসন, আশংসা
(p. 108) āśaṃsana, āśaṃsā বি. 1 আশা, প্রত্যাশা; 2 কামনা (শুভাশংসা); 3 সম্ভাবনা। [সং. আ + √ শন্স্ + অন, অ + আ]। আশংসিত বিণ. প্রত্যাশিত; আকাঙ্ক্ষিত; প্রার্থিত; সম্ভাবিত। 9)
আয়ুর্বেদ
(p. 103) āẏurbēda বি. ধন্বন্তরির উদ্ভাবিত চিকিত্সাবিদ্যা; কবিরাজি চিকিত্সাবিদ্যা। [সং. আয়ুঃ + বেদ]। আয়ুর্বেদীয় বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত। 18)
ইকমিক কুকার
(p. 113) ikamika kukāra বি. ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ। [Icmic I. Mullick]। 17)
উদ্ভাবন, উদ্-ভাবন
(p. 128) udbhābana, ud-bhābana বি. 1 আবিষ্কার (উপায় উদ্ভাবন); 2 উত্পাদন; 3 সৃজন (শিল্পসামগ্রীর উদ্ভাবন)। [সং. উত্ + √ ভূ + ণিচ্ + অন]। উদ্ভাবক বিণ. বি. আবিষ্কারক; সৃজক; রচয়িতা। উদ্ভাবনী-শক্তি বি. সৃজন করার ক্ষমতা, সৃজনশক্তি। উদ্ভাবনীয়, উদ্ভাব্য বিণ. উদ্ভাবনযোগ্য। উদ্ভাবিত বিণ. উদ্ভাবন করা হয়েছে এমন। 34)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
ক্রিকেট
(p. 215) krikēṭa বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]। 12)
গুণীভূত ব্যঙ্গ্য
(p. 250) guṇībhūta byaṅgya বি. (অল.) কাব্যাদি যে রচনায় ব্যঙ্গ্যার্থ বা অভিভাবিতা (suggestiveness) অপেক্ষা বাচ্যার্থ (primary meaning) অধিক চিত্তাকর্ষক। [সং. গুণীভূত (গৌণ) + ব্যঙ্গ্য]। 83)
ঘটিত
(p. 265) ghaṭita বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত। 18)
চিচিং-ফাঁক
(p. 288) cici-mphān̐ka বি. (আরব্যোপন্যাসে বর্ণিত) দরজা-কবাট ইত্যাদি উন্মোচনের গুপ্ত মন্ত্রবিশেষ; বুদ্ধদ্বারের উন্মোচন। [গি. ঘো. উদ্ভাবিত]। 9)
তদ্ভাব
(p. 367) tadbhāba বি. সেই ভাব, তার বিশেষ ভাব, তার ধর্ম, প্রকৃতি বা অবস্হা; সেইবিষয়ক ভাবনা বা চিন্তা। [সং. তদ্ + ভাব]। তদ্ভাব-ভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ। 5)
তর্ক
(p. 371) tarka বি. 1 বিতর্ক, বাদানুবাদ; 2 যুক্তি, বিচার; 3 ন্যায়শাস্ত্র (তর্কবিদ্যা); 4 হেতু; 5 অনুমান; 6 সন্দেহ। [সং. √ তর্ক্ + অ]। ̃ ক বি. তার্কিক, যে তর্ক করে। ̃ জাল বি. কূটতর্কের ফাঁদ; বহু তর্ক। ̃ তীর্থ বি. 1 তর্ক বা ন্যায়শাস্ত্রের গুরু বা শিক্ষাদাতা; 2 নৈয়ায়িকের উপাধিবিশেষ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা, ̃ শাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic. ̃ বিতর্ক, তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি। তর্কাভাস বি. কুতর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি। তর্কিত বিণ. 1 আলোচিত, বিচারিত; 2 অনুমিত; 3 সম্ভাবিত। তর্কী (-র্কিন্) বিণ. তার্কিক, তর্ককারী; তর্ক করতে পটু। বি. ন্যায়শাস্ত্রবিদ, নৈয়ায়িক। 4)
নকশাল
(p. 443) nakaśāla বি. (মাও জে-দং কর্তৃক প্রভাবিত মার্কসবাদে বিশ্বাসী) উগ্রপন্হী কমিউনিস্ট (দার্জিলিং জেলার নকশালবাড়ি অঞ্চলে সর্বপ্রথম এই উগ্রপন্হী কমিউনিস্টদের মতবাদ প্রচারিত হয়েছিল বলে এই নাম)। নকশাল-পন্হী, নকশাল-বাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী। নকশালি বি. নকশালপন্হী মতে বিশ্বাসী ব্যক্তি। বিণ. নকশালপন্হী; নকশাল সম্পর্কিত (নকশালি আন্দোলন)। 20)
প্রতি-প্রসব
(p. 541) prati-prasaba বি. পূর্বনিষিদ্ধ বিধানের পূনঃপ্রবর্তন, নতুন বিধানের দ্বারা নিষিদ্ধ বিধির পুনঃপ্রবর্তন। [সং. প্রতি + প্র + √ সূ + অ]। প্রতি-প্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত। 26)
প্রতীক্ষা
(p. 544) pratīkṣā বি. 1 অপেক্ষা, সরুর (আর কতদিন তার প্রতীক্ষা করব?); 2 আশা, প্রত্যাশা; 3 সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা (পরীক্ষার ফলপ্রকাশের প্রতীক্ষা)। ক্রি. (কাব্যে) প্রতীক্ষা করা (প্রতীক্ষির, প্রতীক্ষিয়া)। প্রতীক্ষ-মাণ বিণ. অপেক্ষাকারী; আশা বা প্রত্যাশা করছে এমন। স্ত্রী. প্রতীক্ষ-মাণ। প্রতীক্ষিত বিণ. (যার জন্য) প্রতীক্ষা করা হয়েছে এমন, অপেক্ষিত (দীর্ঘপ্রতীক্ষিত ঘটনা)। প্রতীক্ষ্য বিণ. 1 প্রতীক্ষার যোগ্য; 2 পূজ্য, আরাধ্য। প্রতীক্ষ্য-মাণ বিণ. (যার জন্য) অপেক্ষা করা হচ্ছে এমন। স্ত্রী. প্রতীক্ষ্য-মাণা। 9)
প্রত্যাশা
(p. 544) pratyāśā বি. 1 আশা, কামনা (তোমার এই আচরণ প্রত্যাশা করিনি); 2 প্রাপ্তির সম্ভাবনা বা আশা (লাভের প্রত্যাশা, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা); 3 প্রতীক্ষা। [সং. প্রতি + আশা]। প্রত্যাশিত বিণ. 1 প্রত্যাশা করা হয়েছে এমন (প্রত্যাশিত সংবাদ); 2 সম্ভাবিত। প্রত্যাশী (-শিন্) বিণ. প্রত্যাশাকারী (সম্মানের প্রত্যাশী)। 48)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614791
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227946
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839917
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098976
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916375
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856870
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719492
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us