Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভেজাল]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাবিল
(p. 24) anābila বিণ. 1 ময়লা বা ঘোলা নয় এমন; নির্মল (অনাবিল জল, অনাবিল আকাশ, অনাবিল চরিত্র); 2 নির্ভেজাল (অনাবিল আনন্দ)। [সং. ন + আবিল]। 27)
অপ-মিশ্রণ
(p. 34) apa-miśraṇa বি. ভেজাল বা খাদের মিশেল, adulteration. [সং. অপ + মিশ্রণ]। 117)
অবি-শুদ্ধ
(p. 49) abi-śuddha বিণ. বিশুদ্ধ বা খাঁটি নয় এমন; ভেজালযুক্ত; বিমিশ্র। [সং. ন + বিশুদ্ধ]। 21)
অবিমিশ্র
(p. 49) abimiśra বিণ. 1 মেশানো নয় এমন, অমিশ্র; 2 খাঁটি, ভেজালমুক্ত; বিশুদ্ধ। [সং. ন + বি + মিশ্র]। 10)
আকাট2
(p. 81) ākāṭa2 বিণ. নিরেট; সম্পূর্ণ; অত্যন্ত; নির্ভেজাল (আকাট মূর্খ)। ̃ .মূর্খ বিণ. বি. মহামূর্খ। 11)
আসল
(p. 108) āsala বিণ. 1 খাঁটি (আসল হীরা); 2 সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); 3 অবিকৃত; 4 মূল, original (আসল দলিলটা দেখতে চাই); 5 খরচখরচা বাদে মোট, নিট। বি. 1 মূল জিনিস; 2 মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে ক্রি-বিণ. প্রকৃতপক্ষে। 58)
খাঁটি2
(p. 224) khān̐ṭi2 বিণ. 1 বিশুদ্ধ, ভেজালহীন (খাঁটি দুধ); 2 অকৃত্রিম, আসল (খাঁটি সোনা) ; 3 সাধুচরিত্রবিশিষ্ট (খাঁটি লোক); 4 সত্য (খাঁটি কথা বলবে)। [দেশি]। 58)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
নিখাদ2
(p. 459) nikhāda2 বিণ. খাদহীন, ভেজালহীন, বিশুদ্ধ (নিখাদ সোনা)। [বাং. নি + খাদ]।
নিছক
(p. 460) nichaka বিণ. 1 অমিশ্র, অবিমিশ্র, খাঁটি, নির্ভেজাল (নিছক কৌতুক, নিছক রসিকতা); 2 কেবল, নিতান্ত (নিছক খেলা, নিছক সময় নষ্ট)। [বাং. তু. হি. নিছক্কা (একাকী; নির্জন স্হান)]। 25)
নিভাঁজ
(p. 461) nibhān̐ja বিণ. 1 ভাঁজহীন (নিভাঁজ শাড়ি); 2 ভেজালহীন, বিশুদ্ধ; 3 অমিশ্র (নিভাঁজ কুত্সা)। [বাং. নি + ভাঁজ]। 85)
নির্ভেজাল
(p. 468) nirbhējāla বিণ. 1 ভেজালহীন; 2 খাঁটি, অবিমিশ্র (নির্ভেজাল মিথ্যে)। [সং. নির্ + বাং. ভেজাল]। 129)
বিশুদ্ধ
(p. 627) biśuddha বিণ. 1 অতি শুদ্ধ বা নির্মল (বিশুদ্ধ বায়ু); 2 পবিত্র; 3 সম্পূর্ণ নির্দোষ (বিশুদ্ধ স্বভাব বা চরিত্র); 4 খাঁটি, অমিশ্র, নির্ভেজাল (বিশুদ্ধ ঘি)। বি. (যোগদর্শ.) ষট্চক্রের অন্যতম-যা কণ্ঠের বিপরীত দিকে মেরুমধ্যে অন্যতম-যা কণ্ঠের বিপরীত দিকে মেরুমধ্যে স্থিত। [সং. বি (বিশেষ) + শুদ্ধ]। বি. ̃ তা, বিশুদ্ধি। 8)
ভেজাল1
(p. 670) bhējāla1 বি. 1 যে খারাপ জিনিস অন্য ভালো জিনিসের সঙ্গে মিশানো হয়; 2 খারাপ জিনিসের মিশ্রণ (মশলায় ভেজাল, তেলে ভেজাল)। বিণ. নিকৃষ্ট জিনিস মেশানো হয়েছে এমন, খাঁটি বা বিশুদ্ধ নয় এমন (ভেজাল তেল, ভেজাল মশলা)। [দেশি]। 23)
ভেজাল2
(p. 670) bhējāla2 দ্র ভ্যাজাল। 24)
ভেল2
(p. 670) bhēla2 বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]। 42)
মিশ্র
(p. 707) miśra বিণ. 1 মিশ্রিত, অন্যের বা অন্য কিছুর সঙ্গে মিশানো হয়েছে এমন (মিশ্র তরল); 2 অবিশুদ্ধ (মিশ্র ভাষা, মিশ্ররাগ); 3 (.গণি) জটিল, যৌগিক, টাকা-আনাপাউন্ড-শিলিং প্রভৃতি অর্থ-পরিমাণ-সম্বন্ধীয়, compound (মিশ্র যোগ, মিশ্র বিয়োগ)। বি. 1 (বিজ্ঞা.) মিশ্রিত দ্রব্য; 2 ব্রাহ্মণের উপাধি বা পদবিবিশেষ। [সং. √ মিশ্র্ + অ]। ̃ ণ বি. 1 মিশ্রিতকরা বা হওয়া; 2 মিলন, সংযোগসাধন; 3 ভেজাল (দুধে জলের মিশ্রণ)। ̃ .রাগ বি. দুই বা ততোধিক রাগের মিলনে তৈরী রাগ। মিশ্রিত বিণ. মিশানো হয়েছে এমন। 6)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535011
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942997
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883610
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696702
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us