Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছাঁকা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছাঁকা এর বাংলা অর্থ হলো -

(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)।
বি. ছাঁকার কাজ।
বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)।
[বাং. √ ছাঁক্ + আ]।
ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা।
ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছুছুন্দরি
ছেদ
(p. 304) chēda বি. 1 ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ); 2 বিরাম (বৃষ্টির ছেদ নেই); 3 ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ); 4 দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)। [সং. √ ছিদ্ + অ]। ̃ ক বিণ. ছেদনকারী। ̃ ন বি. 1 কর্তন; 2 নাশন (বন্ধন ছেদন)। ̃ বি. ছেদনের অস্ত্র। ̃ নীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)। ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত। 138)
ছিতরা, ছিতরানো
ছেনাল, ছেনালি
(p. 304) chēnāla, chēnāli যথাক্রমে ছিনালছিনালি -র কথ্য ও অধিকতর প্রচলিত রূপ। 139)
ছকড়া-নকড়া
ছ্যা
(p. 304) chyā দ্র ছি। 174)
ছেঁদো
(p. 304) chēn̐dō বিণ. 1 কৌশলপূর্ণ, কপট (ছেঁদো কথা); 2 অসার। [বাং. ছাঁদ + উয়া ও]। 132)
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
ছাট
(p. 304) chāṭa বি. বায়ুতাড়িত জলের ধারা বা ছিটা (বৃষ্টির ছাট)। [সং. ছটা]। 2)
ছাঁকি-জাল
(p. 303) chān̐ki-jāla বি. চুনোপুঁটিজাতীয় ছোট ছোট মাছ ধরার জন্য ক্ষুদ্র জাল। [বাং. ছাঁকা + ই + জাল]। 12)
ছোটা1, ছোটাছুটি, ছোটানো
(p. 304) chōṭā1, chōṭāchuṭi, chōṭānō যথাক্রমে ছুটা, ছুটাছুটিছুটানো -র চলিত রূপ। 156)
ছাপরা
(p. 304) chāparā বি. 1 ঘর ছাওয়ার খোলা; 2 খোলা দিয়ে ছাওয়া ঘর। [তু. খাপরা সং. খর্পর]। 34)
ছানা1
(p. 304) chānā1 ক্রি. 1 কোনো জিনিসের সঙ্গে জল ইত্যাদি তরল পদার্থ মিশিয়ে চটকে মাখা (আটা ছানা, ময়দা ছানছি); 2 ছাঁকা ('অকূল ছানিয়ে যা পাস তা নিয়ে': রবীন্দ্র)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [হি. √ ছান + বাং. আ]। 20)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছেবলা, ছ্যাবলা
(p. 304) chēbalā, chyābalā বিণ. 1 লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; 2 বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ̃ মি, ̃ মো বি. ছেবলা আচরণ বা স্বভাব। 143)
ছলন, ছলনা
(p. 301) chalana, chalanā বি. 1 কপটতা, শঠতা, প্রতারণা ('আশার ছলনে ভূলি': মধু); 2 ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত। 53)
ছই
(p. 301) chi বি. নৌকা গোরুর গাড়ি প্রভৃতির চাল বা ছাদ। [সং. ছদি]। 3)
ছাড়
(p. 304) chāḍ় বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]। 3)
ছেকড়া, ছ্যাঁকড়া
ছিলা2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535158
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730943
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us