Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভেদ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অন্তর্ভেদী
(p. 34) antarbhēdī (-দিন্) বিণ. অন্তর ভেদ করে এমন; মনের গুপ্ত ভাব জানতে পারে এমন (অন্তর্ভেদী দৃষ্টি)। [সং. অন্তর্ + ভেদিন্]। 21)
অব্যয়
(p. 50) abyaẏa বিণ. ক্ষয় নেই এমন, ক্ষয়হীন; লয়প্রাপ্ত হয় না এমন; অবিনাশী; পরিবর্তনহীন। বি. 1 ব্রহ্ম; 2 (ব্যাক.) লিঙ্গ কিংবা কারক ভেদে যে শব্দের কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না। [সং, ন+ব্যয়]। 33)
অভেদ
(p. 55) abhēda বি. ভেদ পার্থক্য বা তারতম্যের অভাব; অভিন্নতা, ঐক্য (অভেদকল্পনা)। বিণ. অভিন্ন, সদৃশ, এক রকমের; নির্বিশেষ বা তারতম্যহীন। [সং. ন + ভেদ]। অভেদাত্মা বিণ. একাত্মা, এক মন এক প্রাণ এইরকম। অভেদী (-দিন্) বিণ. ভেদবুদ্ধি নেই এমন, ভেদভাবহীন, সমদর্শী। অভেদ্য বিণ. 1 ভেদ করা বা ছিদ্র করা যায় না এমন; 2 পার্থক্য নির্দেশ করা বা পৃথক করা যায় না এমন; 3 প্রবেশ করা যায় না এমন, দুর্ভেদ্য (অভেদ্য অন্ধকার)। 8)
অভ্যুপেত
(p. 55) abhyupēta বিণ. 1 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 2 স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; 3 কাছে এসেছে এমন, নিকটে আগত। [সং. অভি + উপ + √ ই + ত]। অভ্র বি. 1 আকাশ (অভ্রংলিহ উচ্চতা); 2 মেঘ; 3 একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রং.লিহ, ̃ .ভেদী (-দিন্) বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। ̃ .চ্ছায়া বি. মেঘের ছায়া। ̃ .নীল বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)। 29)
অভ্রভেদী
(p. 55) abhrabhēdī দ্র অভ্র। 34)
অরুন্তুদ
(p. 61) aruntuda বিণ. মর্মভেদী; মর্মান্তিক; অত্যন্ত কর্কশ। [সং. অরুস্ (=মর্মস্হল) + √ তুদ্ + অ]। 17)
উদ্ভেদ
(p. 128) udbhēda বি. 1 প্রকাশ, বিকাশ, প্রকটন; 2 প্রস্ফুটন (পুষ্পোদ্ভেদ); 3 উদগম (অঙ্কুরোদ্ভেদ); 4 আবিষ্কার (অর্থোদ্ভেদ); 5 ফোড়া অর্বুদ ইত্যাদি যা দেহের ভিতর থেকে চামড়ার উপর বেরোয়। [সং. উত্ + √ ভিদ্ + অ]। উদ্ভেদী (-দিন্) বিণ. মাটি ভেদ করে ওঠে এমন। 41)
কট1
(p. 156) kaṭa1 অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। 61)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কুরু-বিন্দ
(p. 199) kuru-binda বি. পদ্মরাগ মণি (তু. 'কুরুবিন্দং রত্নভেদে'-মেদিনীকোষ)। [সং. কুরু + √ বিন্দ্ + অ]। 17)
ক্যাঁট ক্যাঁট, ক্যাট ক্যাট
(p. 210) kyān̐ṭa kyān̐ṭa, kyāṭa kyāṭa অব্য. বারবার বিঁধে যাবার কল্পিত ধ্বনিবিশেষ; কর্কশভাবে কথা বলার ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]। ক্যাঁট-কেঁটে, ক্যাট-কেটে বিণ. 1 মর্মভেদী; 2 কর্কশ ও চড়া বা তীব্র (ক্যাঁটকেঁটে রং, ক্যাটকেটে কথা)। 109)
খর2
(p. 224) khara2 বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (খর তরবারি); 2 উগ্র, প্রখর (খরতাপ); 3 প্রবল, তীব্র (খরবায়ু); 4 রূঢ় (খরবাক্য); 5 ক্ষারমিশ্রিত (খরজল)। [সং. খ + √রা + অ]। ̃ তর বিণ. 1 দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক খর, অপেক্ষাকৃত বেশি খর; 2 খুব তীক্ষ্ণ বা বেগবান ('খরতর বক্র হাসি': রবীন্দ্র)। ̃ দৃষ্টি বি. 1 তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; 2 ক্রুদ্ধ দৃষ্টি। ̃ ধার, ̃ শান, ̃ শাণ বিণ. অত্যন্ত ধারালো। ̃ স্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত। ̃ স্রোতা বিণ. যার স্রোত বা প্রবাহ অতি বেগবান (খরস্রোতা নদী)। 11)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গ্রাম2
(p. 261) grāma2 বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ̃ জ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)। ̃ ণী গ্রামের মণ্ডল বা নেতা। ̃ ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ̃ বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ̃ ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ̃ মৃগ বি. কুকুর। ̃ সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উত্পন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্হ (গ্রামীণ শিল্প)। 63)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
চোখা
(p. 297) cōkhā বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (চোখা বাণ); 2 অতি তীব্র (চোখা চোখা কথা); 3 তুখোড়; বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক); 4 খাঁটি, বিশুদ্ধ (চোখা মাল)। [সং. চোক্ষ]। ̃ ল, ̃ লো বিণ. তীক্ষ্ণ বা তীব্র স্বাদযুক্ত (চোখালো রান্না); চালাক; তুখোড়; ধারালো (চোখালো বাণ)। চোখা চোখা কথা বি. মর্মভেদী কথা। 6)
দুর্ভেদ
(p. 414) durbhēda বিণ. দুর্ভেদ্য, ভেদ করা শক্ত এমন ('দুর্ভেদ বাধা': রবীন্দ্র)। [সং. দুর্ + √ ভিদ্ + অ]। 67)
দুর্ভেদ্য
(p. 414) durbhēdya বিণ. 1 ভেদ করা শক্ত এমন (দুর্ভেদ্য পাথর); 2 বোঝা যায় না এমন, দুর্জ্ঞেয় (দুর্ভেদ্য রহস্য); 3 দুষ্প্রবেশ্য, প্রবেশ করা যায় না এমন (দুর্ভেদ্য ব্যুহ, দুর্ভেদ্য জঙ্গল)। [সং. দুর্ + √ ভিদ্ + য]।বি. ̃ তা। 68)
নির্বিদার
(p. 468) nirbidāra বিণ. বিদারণ করা বা বিদীর্ণ করা যায় না এমন, অভেদ্য ('বর্ম তব নির্বিদার': রবীন্দ্র)। [সং. নির্ + বিদার (বিদারণ দ্র)]। 104)
পাষাণ
(p. 519) pāṣāṇa বি. 1 পাথর, প্রস্তর; 2 (আল.) নিষ্ঠুর ব্যক্তি, দয়ামায়াহীন ব্যক্তি; 3 (বাং.) তুলাদণ্ডের ফের (পাষাণ ভাঙা); 4 তুলাদণ্ডের পাষাণ ভাঙার জন্য ব্যবহৃত পাথর বা বাটখারা (পাষাণ চাপানো)। বিণ. প্রস্তরবত্, পাথরের মতো (পাষাণভার, পাষাণহৃদয়)। [সং. √ পিষ্ (=পাষ্) + আন]। স্ত্রী. পাষাণী। ̃ ভেদী (-দিন্) বিণ.পাথর ভেদ করতে পারে এমন, পাষাণ ভেদ করে এমন। ̃ মূর্তি বি. পাথরের মূর্তি; (আল.) পাথরের মূর্তির মতো অচল ও নিষ্প্রাণ মূর্তি। 3)
বজ্র
(p. 575) bajra বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ̃ কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ̃ কেতু বি. নরকের অধিপতি। ̃ গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ̃ গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ̃ ধর, ̃ পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ̃ ধ্বনি, ̃ নাদ, ̃ নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ̃ পাত বি. বাজ পড়া। ̃ মণি, ̃ মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ̃ মুষ্টি, (কথ্য) ̃ মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ̃ যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ̃ লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুত্। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ। 3)
বাক্য
(p. 591) bākya বি. 1 কথন, কথা, বচন ('হেন বাক্য কভু আমি শুনিনি কখন'); 2 (ব্যাক.) পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি, sentence. [সং. √ বচ্ + য]। ̃ জাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার। ̃ দান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান। ̃ বাগীশ, ̃ বিশারদ বিণ. 1 বাক্পটু; 2 বাচাল। ̃ বাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা। ̃ বিনিময় বি. 1 পরস্পর কথাবার্তা; 2 কথা-কাটাকাটি। ̃ ব্যয় বি. কথা বলা ('বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল': তারা)। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ হারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন। বাক্যাতীত বিণ. কথা বলে বোঝানো যায় না এমন; ভাষার অতীত। বাক্যালাপ বি. কথাবার্তা; কথোপকথন। 37)
বাচ্য
(p. 591) bācya বিণ. 1 বলার যোগ্য; 2 বলতে হবে এমন; 3 কথ্য; 4 গণ্য; 5 অভিধেয়। বি. (ব্যাক.) 1 বাক্যের মধ্যে কর্তা কর্ম প্রভৃতির সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ বা অন্বয় ক্রিয়ার যে-রূপভেদের দ্বারা বোঝা যায়, voice; 2 ধাতুর উত্তর যে বিশেষ-বিশেষ অর্থে প্রত্যয় হয়। [সং. √ বচ্ + য]। বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)। 97)
বিবিক্ত
(p. 621) bibikta বিণ. 1 অসম্পৃক্ত, আলাদা, স্বতন্ত্র, পৃথক ('জাতিভেদে বিবিক্ত মানুষ': সু. দ.); 2 নির্জন, জনহীন, নিভৃত ('বৃষ্টির বিবিক্ত দিনে': সু. দ.); 3 একাগ্র; 4 বিশুদ্ধ। [সং. বি + √ বিচ্ + ত]। ̃ সেবী (-বিন্) বিণ. নির্জন স্হানে বাসকারী। বিবিক্তি বি. একাকিত্ব; নির্জনতা ('বিবিক্তিতে তাই মুমূর্ষার প্রতিকার নাই': সু. দ.)। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535184
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140652
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730958
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us