Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মত্ততা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উন্মাদ
(p. 130) unmāda বি. উন্মত্ততা, পাগলামি (উন্মাদরোগ)। বিণ. ক্ষিপ্ত, পাগল; হিতাহিত জ্ঞানহারা; প্রচণ্ড (উন্মাদ বেগ)। [সং. উত্ + √ মদ্ + অ]। 15)
উন্মাদন
(p. 130) unmādana বি. চিত্তচাঞ্চল্যের সৃষ্টি; উন্মত্ত করা, পাগল করা। যার দ্বারা উন্মত্ত করা যায় এমন, উন্মত্ততা সম্পাদক (উন্মাদন-রূপরাশি)। [সং. উত্ + √ মদ্ + ণিচ্ + অন]। উন্মাদক বিণ. উন্মত্ততা জন্মায় এমন। উন্মাদনা বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ। উন্মাদিত বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত। উন্মাদী (-দিন্) বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)। স্ত্রী. উন্মাদিনী। 16)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
নেশা
(p. 480) nēśā বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর); 4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)। [আ. নেশা]। নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা। ̃ খোর বি. মাদকসেবী। 10)
প্রমাদ
(p. 548) pramāda বি. 1 অনবধানতা; 2 ভুলভ্রান্তি (মুদ্রণ প্রমাদ); 3 বিস্মৃতি; 4 বিমূঢ়তা; 5 প্রমত্ততা; 6 বিপদ (মনে মনে প্রমাদ গুনলাম)। [সং. প্র + √ মদ্ + অ]। 48)
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
মদ
(p. 676) mada বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব। [সং √ মদ্ + অ]। ̃ .কল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী ('মদকল করী': মধু.) বি. মত্তহস্তী। ̃ .খোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী। ̃ .গর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প। ̃ .মত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত। স্ত্রী. ̃ .মত্তা। মদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি। মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ। মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য। মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল। স্ত্রী. মদালসা। মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর। মদোত্-কট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি। বিণ. গর্বান্ধ দাম্ভিক। মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)। 77)
মদন
(p. 676) madana বি. কামনার অধিদেবতা, কামদেব, কন্দর্প অতনু, অনঙ্গ। বিণ. মত্ততাজনক। [সং √ মদ্ + ণিচ্ + অন]। ̃ .গোপাল, ̃ .মোহন বি. শ্রীকৃষ্ণ। মদনোত্-সব বি. বসন্তোত্সব; হোলি। 80)
মদির
(p. 676) madira বিণ. মত্ততাজনক, যাতে আবেশ লাগে এমন ('তোমার মদির গন্ধ অন্ধবায়ু বহে চারি ভিতে': রবীন্দ্র)। [সং √ মদ্ +ইর]। মদিরা বি মদ্যবিশেষ, বারুণী। মদিরাক্ষী বিণ. বি. মত্ততাজনক নয়নবিশিষ্টা, মত্তলোচনা; সুলোচনা। মদিরেক্ষণ বিণ. 1 মদির বা মত্ততাজনক চোখ যায়; 2 (বাং.) মত্ত অবস্হায় চোখের ঢুলু ঢুলু ভাবযুক্ত ('নয়নে তোমার মদিরেক্ষণ মায়া'): বিষ্ণু.)। মদিরেক্ষণা-মদিরাক্ষী -র অনুরূপ। 81)
মরণ
(p. 685) maraṇa বি. মৃত্যু, জীবনের অবসান (মরণদশা, জনমে-মরণে)। [সং. √ মৃ + অন]। মরণ আর কি লজ্জা, সস্নেহ তিরস্কার প্রভৃতিসূচক উক্তিবিশেষ (আমি ওখানে যাব? মরণ আর কি !) ̃ .কামড় বি. নিজের মৃত্যু বা চরম বিপর্যয় সন্নিকট বুঝে প্রতিহিংসা গ্রহণের জন্য শেষ ও কঠিনতম প্রত্যাঘাত। ̃ .দশা বি মৃত্যুর তুল্য অবস্হা। ̃ .ধর্মা, ̃ .ধর্মী বিণ যার সর্বনাশ অবশ্যম্ভাবী। ̃ .পণ বিণ. মৃত্যু না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এমন প্রতিজ্ঞাযুক্ত (মরণপণ সংগ্রাম)। ̃ .পাখা বি. 1 পিঁপড়ে প্রভৃতি পতঙ্গের আগুনে পুড়ে মৃত্যুর আগে যে পাখা গজায়; 2 (আল.) সর্বনাশকর দম্ভ যা শক্তিমত্ততা। ̃ .বাড় বি. যে ভীষণ দর্প বা অতিশয্য পতনের কারণ হয়। ̃ .শীল বিণ. নশ্বর। বি. ̃ .শীলতা। মরণাপন্ন, মরণোন্মুখ বিণ. মূমূর্ষু। মরণাশৌচ বি. জ্ঞাতির মৃত্যুহেতু অশৌচ। মরণোত্তর বিণ. মৃত্যুর পরবর্তী (মরণোত্তর সম্মান)। তু. ইং posthumous 28)
মাতন
(p. 692) mātana বি. 1 মত্ততা (ঝড়ের মাতন); 2 উত্সাহ-সহকারে প্রবৃত্ত হওয়া; 3 প্রবল উত্সাহ বা উদ্দিপনা; 4 গেঁজে ওঠা। [বাং. √ মাতা2]। 101)
মাতাল
(p. 692) mātāla বিণ. 1 মদ্যপানের ফলে মত্ততাযুক্ত (মদ খেয়ে মাতাল); 2 সুরাসক্ত, মদ্যপ (মাতালকে বিশ্বাস নেই); 3 আত্মহারা, বিভোর ('গন্ধে মাতাল': রবীন্দ্র)। [বাং. √ মাতা + ল]। 110)
মাদক
(p. 692) mādaka বিণ, মত্ততাদায়ক, মত্ততাসৃষ্টিকারী মাদক দ্রব্য। বি. মত্ততাদায়ক দ্রব্য, নেশার বশ্তু মাদক সেবন [সং √ মদ + ণিচ্ + অক]। ̃ তা বি মত্ততা বা নেশা জন্মানোর শক্তি (ঐশ্বর্ষের মাদকতা ক্ষমতার মাদকতা)। ̃ .সেবন বি. মাদকদ্রব্য পান বা ভোজন ̃ .সেবী বিন্ বিণ নেশাখোর। মাদকাশক্তি বি. মাদকের প্রতি প্রবল অনুরাগ। 122)
মোহ
(p. 719) mōha বি. 1 ষড়্রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি; 2 বুদ্ধিভ্রংশ (মোহাচ্ছন্ন মন); 3 বিবেকহীনতা; 4 মূর্ছা; 5 মায়া; 6 মাত্রাতিরিক্ত আবেশ। [সং. √ মুহ্ + অ]। ̃ .কর বিণ. মোহজনক, মোহের সৃষ্টি করে এমন। ̃ .তিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি। ̃ .নিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা। ̃ .বন্ধ, ̃ .বন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব। ̃ .ভঙ্গ বি. মোহের অবসান। ̃ মত্ততা, ̃ মদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা। ̃ মন্ত্র বি. মোহ-সৃষ্টিকারী মন্ত্র। ̃ মুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন। ̃ মুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি। 38)
যুদ্ধ
(p. 728) yuddha বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ̃ .কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)। ̃ .জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ̃ .নীতি, ̃.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ̃ .বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ̃ .বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ̃ .বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ̃ .বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ̃ .বিশারদ বিণ. রণনিপুণ। ̃ .যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ̃ .যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ̃ .যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]। 9)
রূপোন্মত্ত
(p. 748) rūpōnmatta বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535002
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730789
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942977
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696694
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us