Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নেশা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নেশা এর বাংলা অর্থ হলো -

(p. 480) nēśā বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর); 4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)।
[আ. নেশা]।
নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা।
খোর বি. মাদকসেবী।
10)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিরর্গল
নির্দিষ্ট
(p. 468) nirdiṣṭa বিণ. 1 আদেশ বা নির্দেশ করা হয়েছে এমন (দেবনির্দিষ্ট কর্ম); 2 স্হিরীকৃত (নিয়তিনির্দিষ্ট); 3 নির্ধারণ করা বা ধার্য করা হয়েছে এমন (নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে)। [সং. নির্ + √ দিশ্ + ত]। 62)
নিমন্ত্রণ
নবিশ2, (বর্জি.) নবিস2
নমাসে-ছমাসে
(p. 447) namāsē-chamāsē ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো, খুব একটা নয় (এমন ঘটনা নমাসে-ছমাসে ঘটে)। [বাং. ন (নয়) + মাস + 7মী বিভক্তি এ + ছ (ছয়) + মাস + এ]। 43)
নগ্ন
নবীন
(p. 447) nabīna বিণ. 1 নতুন, নব (নবীন জীবন); 2 আধুনিক, নব্য (নবীন যুগের মানুষ); 3 তরুণ, তাজা (নবীন যুবক, নবীন সূর্য, নবীন সন্ন্যাসী, নবীন পাতা)। [সং. নব + ঈন (খ) স্বার্থে]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. নবীনা। 19)
নিউট্রন বোমা
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্নউত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নৈষ্ঠিক
নিরস্ত্র
নিয়োগ
নিহিংসন
(p. 475) nihiṃsana বি. হত্যা, বধ (নির্বিচার নিহিংসন)। [সং. নি + √ হিন্স্ + অন]। 71)
নীচ
(p. 475) nīca বিণ. 1 হীন, নিকৃষ্ট (নীচমনা); 2 সংকীর্ণমনা (নীচ স্বভাব, নীচ চিন্তা); 3 নিচু, নিম্ন। (বাং.) বি. নিম্নস্হান (নীচে যাও)। [সং. ন + ঈ + √ চি + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ যোনি বি. 1 নিম্ন শ্রেণির জীব; 2 মনুষ্যেতর প্রাণিরূপে জন্ম; 3 নীচ কুলে জন্ম। বিণ. হীনকুলে বা মনুষ্যেতর প্রাণিকুলে জাত। 73)
নাঃ-না
(p. 451) nāḥ-nā এর প্রবলতর রূপ। 25)
নাচ
নিরোধ
(p. 468) nirōdha বি. 1 অবরোধ, বাধা; 2 প্রতিরোধ; 3 নিবারণ (জন্মনিরোধ); 4 নিয়ন্ত্রণ, সংযম (ক্রোধ নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ)। [সং. নি √ রুধ্ + অ]। ̃ ক বিণ. নিরোধকারী। ̃ ন বি. রুদ্ধ করা; বাধাদান, সংযম পালন। নিরোধ্য বিণ. নিরোধ করা যায় এমন, বাধা দেওয়া বা প্রতিরোধ করা যায় এমন। 35)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতেকঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
নেংটি2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185479
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785539
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026474
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901084
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708581
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620130

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us