Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মনোনয়ন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অছিয়ত-নামা
(p. 8) achiẏata-nāmā বি. ইচ্ছাপত্র, উইল (will); অছির মনোনয়নপত্র বা ইচ্ছাপত্র। [আ. বসীয়ত্+ফা. নামহ]। 88)
অমনো-নীত
(p. 55) amanō-nīta বিণ. নির্বাচিত করা হয়নি অমন, পছন্দ করা হয়নি এমন, অপছন্দ, বেছে নেওয়া হয়নি এমন। [সং. ন + মনোনীত]। 47)
অমনো-নয়ন
(p. 55) amanō-naẏana বি. পছন্দের অভাব; মনোনিত না করা; পছন্দ না করা। [সং. ন + মনোনয়ন]। বিণ. অমনো. নীত 46)
গমন
(p. 241) gamana বি. 1 যাওয়া, প্রস্হান; 2 চলন, গতি; 3 স্ত্রী-সম্ভোগ (পরদার গমন)। [সং. √গম্ + অন]। গমনাগমন বি. যাতায়াত, আনাগোনা। গমনার্হ, গমনীয় বিণ. যাওয়া যেতে পারে এমন; গন্তব্য; গমনযোগ্য। গমনোদ্যত, গমনোন্মুখ বিণ. যাবার জন্য প্রস্তুত হয়েছে এমন বা যাবার উপক্রম করেছে এমন। গমিত বিণ. 1 অতিবাহিত; 2 জ্ঞাপিত, জানানো হয়েছে এমন ; 3 প্রাপিত, পাওয়ানো হয়েছে এমন। 24)
গ্রন্হ
(p. 261) granha বি. 1 বই; পুঁথি; 2 শাস্ত্র। [সং. √গ্রন্হ্+ অ]। ̃ কার, ̃ কর্তা (-র্তৃ) বি. গ্রন্হের রচয়িতা; লেখক। ̃ কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) গ্রন্হপাঠে অত্যধিক অনুরক্ত এবং অন্য কোনো দিকে খেয়াল নেই এমন ব্যক্তি, book-worm. ̃ মেলা বি. বইমেলা, যেখানে বহু বই বিক্রয়ের জন্য প্রদর্শিত হয়। ̃ সাহেব বি. শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্হ। ̃ সূচি বি. বইয়ের তালিকা, catalogue. ̃ স্বত্ব বি. কোনো গ্রন্হের মুদ্রণ বা প্রকাশ সম্পর্কে উক্ত গ্রন্হের লেখক বা তাঁর মনোনীত ব্যক্তির অধিকার, copyright. 43)
জুরি
(p. 327) juri বি. আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে মনোনীত আসামির দোষ বা নির্দোষিততার বিষয়ে মতদানকারী ব্যক্তিসমষ্টি। [ইং. jury]। 48)
নাপছন্দ
(p. 454) nāpachanda বিণ. 1 অপছন্দ; 2 অমনোনীত। [ফা. নাপসন্দ]। 30)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
পছন্দ
(p. 484) pachanda বিণ. 1 মনঃপূত, মনের মতন (এ কাজ আমার পছন্ত হয়নি); 2 মনোনীত (তাকে আমরাই পছন্দ করেছি)। বি. 1 মনোনয়ন, নির্বাচন; 2 রুচি (পছন্দমতো জিনিস)। [ফা. পসন্দ্]। ̃ মতো, ̃ মাফিক, ̃ সই বিণ. মনের মতো। 19)
বরণ2
(p. 580) baraṇa2 বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। ̃ কর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। ̃ ডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। ̃ মালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া। 42)
বাছ, বাছন, বাছনি1
(p. 591) bācha, bāchana, bāchani1 বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ। [বাছা2 দ্র]। বাছ-পড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত। 98)
বাছা2
(p. 591) bāchā2 ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণদোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ̃ ই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ̃ বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ̃ বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া। 102)
মনো-নীত
(p. 676) manō-nīta বিণ. 1 পছন্দ করা হয়েছে এমন, নির্বাচিত (পিতার মনোনীত পাত্রীর সঙ্গে বিবাহ); 2 মনোনয়নপ্রাপ্ত। [সং. মনস্ + নী + ত]। স্ত্রী. মনো-নীতা। 144)
মনো-নয়ন
(p. 676) manō-naẏana বি. 1 পছন্দ করা, নির্বাচন (পুত্রের জন্য পাত্রী মনোনয়ন করা); 2 ভোট ছাড়াই প্রতিনিধি নির্বাচন, nomination [সং. মনস্ + √ নী + অন]। 142)
শেরিফ
(p. 784) śēripha বি. সরকারি বা বিশেষ অনুষ্ঠানাদির তত্ত্বাবধানের জন্য সরকার-কর্তৃক মনোনীত বিশিষ্ট নাগরিক। [ইং. sheriff]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535123
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730932
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943124
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883640
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us