Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মন্দার। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজ৩
(p. 8) aja3 বিণ. 1 (মন্দার্থে) নিতান্ত, খাঁটি, একেবারে (অজ পাড়াগাঁ, অজ মূর্খ); 2 গোটা, সমস্ত (অজ পুকুরটা)। [দেশি]। 92)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অমর.তরু
(p. 55) amara.taru বি. পারিজাত মন্দার কল্পবৃক্ষ সন্তানবৃক্ষ ও হরিচন্দন; স্বর্গের এই পাঁচটি বৃক্ষ। [সং. অমর + তরু]। 55)
অলক-নন্দা, অলকা-নন্দা
(p. 62) alaka-nandā, alakā-nandā বি. 1 স্বর্গের গঙ্গা, মন্দাকিনী; 2 গঙ্গোত্রীর কাছে গঙ্গার ধারার নাম; 3 আট বা দশ বছরের মেয়ে। [সং. অলক (+ আ) + নন্দা]। 37)
আকন্দ
(p. 80) ākanda বি. অর্ক; গাছবিশেষ ও তার ফুল। [সং. অর্কমন্দার ?]। 27)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
ওস্তাদ
(p. 153) ōstāda বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)। বিণ. 1 দক্ষ, নিপুণ; 2 (মন্দার্যে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ বুঝি?)। [ফা. উস্তাদ্]। 69)
গিলা2, গেলা
(p. 250) gilā2, gēlā ক্রি. 1 গলাধঃকরণ করা (ট্যাবলেট গেলা); 2 পান করা (জল গেলা); 3 সেবন করা (গাদা গাদা ওষুধ গেলা) ; 4 (মন্দার্থে) খাওয়া (গাণ্ডেপিণ্ডে গেলা, এখন এই ভাতগুলো গেলো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গৃ (গিলনে) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 গলাধঃকরণ করানো ; 2 পান করানো; 3 সেবন করানো; 4 খাওয়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
পাল৪
(p. 513) pāla4 বি. দল (ভেড়ার পাল)। [সং. পালি]। পালের গোদা (সচ. মন্দার্থে) দলের সর্দার। 156)
প্রাদুর্ভাব
(p. 554) prādurbhāba বি. 1 আবির্ভাব, আকস্মিক বা প্রথম প্রকাশ (ঋতুর প্রাদুর্ভাব); 2 (বাং.) (মন্দার্থে) ভীতিকর প্রকাশ; 3 ব্যাপক বা বহুল আবির্ভাব; 4 ভীতিকর আধিক্য (রোগের প্রাদুর্ভাব, মশার প্রাদুর্ভাব)। [সং. প্রাদুস্ + √ ভূ + অ]। প্রাদুর্ভূত বিণ. আবির্ভূত; প্রকাশিত; (বাং.) প্রবলভাবে বা ব্যাপকভাবে আবির্ভূত। 46)
ফিকির
(p. 565) phikira বি. 1 উপায়চিন্তা, খোঁজখবর (চাকরির ফিকিরে আছে); 2 (প্রধানত মন্দার্থে) কৌশল (লোক ঠকানোর ফিকির); 3 ফন্দি, মতলবপ (সে কোন ফিকির করছে কে জানে?)। [আ. ফিক্র]। ̃ বাজ বি. বিণ. মতলববাজ, ফন্দিবাজ। 9)
ফুঁকা, ফোঁকা
(p. 565) phun̐kā, phōn̐kā ক্রি. বি. 1 ফুঁ দেওয়া; 2 ফুঁ দিয়ে বাজানো (শিঙা ফোঁকা, বাঁশি ফোঁকা); 3 (ঈষত্ মন্দার্থে) ধূমপান করা (সিগারেট ফোঁকা); 4 অপব্যয় করা, বাজে খরচ করে উড়ানো (এতগুলো টাকা ফুঁকে দিলে?)। [হি. √ ফুঁক ফুক্কা সং. ফুত্কার]। 40)
বাজ1
(p. 595) bāja1 (সচ. মন্দার্থে) দক্ষ অভ্যস্ত আসক্ত ইত্যাদি অর্থবাচক প্রত্যয়বিশেষ (ফন্দিবাজ, ধড়িবাজ, মামলাবাজ)। [ফা. বাজ]। ̃ বাজি বি. আসক্তি দক্ষতা অভ্যাস ইত্যাদি অর্থবাচক প্রত্যয় (মামলাবাজি, ফন্দিবাজি)। [ফা. বাজ + বাং. ই]। 7)
বাতাস
(p. 596) bātāsa বি. 1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস); 2 ব্যজন (বাতাস করা); 3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা); 4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)। [সং. বাত-তু. হি. বতাস্]। বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা। 47)
বানিয়া, বেনে
(p. 599) bāniẏā, bēnē বি. 1 বণিকজাতি বা ব্যবসায়ী; 2 দোকানি; 3 (মন্দার্থে) প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক, লাভলোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক। [সং. বণিজ্]। 21)
মন্দ
(p. 676) manda বিণ. 1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্হ (শরীর মন্দ)। [সং. √ মন্দ + অ]। বি. ̃ .তা, ̃ .ত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)। ̃ .গতি বি. ধীর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন। স্ত্রী. ̃ .গামিনী। ̃ .বুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন। ̃ .ভাগ, ̃ .ভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) ̃ .ভাগা, ̃ .ভাগ্যা; (বাং.) ̃ .ভাগিনি। ̃ .মতি বিণ. দুর্মতি, দুষ্ট। মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)। 187)
মন্দা
(p. 676) mandā বি. 1 অবনতি, হ্রাস; 2 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয়ের হ্রাস, depression. (মন্দার সময়, অর্থনীতিতে মন্দা চলছে); 3 (প্রা. কা.) মন্দ লোক, দুষ্ট লোক ('অধর নীরস মঝু করলহি মন্দা': বিদ্যা.)। বিণ. 1 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয় হ্রাসবিক্রয় হ্রাসপ্রাপ্ত হয়েছে এমন (মন্দা বাজার); 2 হ্রাসপ্রাপ্ত, লঘু ('পথশ্রম হবে মন্দা': ক. ক)। [সং. মন্দ + বাং আ]। 190)
মন্দাকিনী
(p. 676) mandākinī বি. স্বর্গের গঙ্গা। [সং. মন্দ + √ অক্ + ইন্ + ঈ]। 191)
মন্দাক্রান্তা
(p. 676) mandākrāntā বি. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মন্দ + আক্রান্ত (গতি) + আ]। 192)
মন্দাগ্নি
(p. 676) mandāgni বি. ক্ষুধার অল্পতা, অগ্নিমান্দ্য। [সং. মন্দ + অগ্নি (জঠরাগ্নি)]। 193)
মন্দানিল
(p. 676) mandānila বি. ধীরে প্রবাহিত বায়ু, মৃদু বাতাস। ('সুন্দর বহে আনন্দ-মন্দানিল': রবীন্দ্র) [সং. মন্দ (ধীর) + অনিল] 194)
মন্দার
(p. 676) mandāra বি. 1 স্বর্গীয় বৃক্ষবিশেষ বা তার ফুল; 2 মাদারগাছ ('ম্লান হয়ে এল কণ্ঠে মন্দারমালিকা': রবীন্দ্র)। [সং. √ মন্দ্ + আর]। ̃ .ক বি. মন্দার। 195)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534879
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140412
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942827
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883569
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us