(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া। 9)