Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জাত৪ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জাত৪ এর বাংলা অর্থ হলো -

(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)।
বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]।
জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা।
জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া।
জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা।
পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ।
ব্যবসায়
বি. বংশগত পেশা।
ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক।
জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া।
জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জ্যোত্স্না
জোটে-বুড়ি
জ্বর
জাদ
(p. 322) jāda বি. চুল বাঁধার ফিতে। [দেশি]। 2)
জুড়া2, জোড়া
(p. 327) juḍ়ā2, jōḍ়ā ক্রি. 1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না); 2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া); 3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল); 4 ব্যাপ্ত করা ('আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে': রবীন্দ্র)। বি. উক্ত সব অর্থে।[প্রাকৃ. √জোড় সং. √ যোজি]। ̃ নো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। [জোড়া2 দ্র]। 31)
জাগ্রত্
(p. 320) jāgrat বিণ. 1 জেগে আছে এমন, জাগ্রত, সজাগ; 2 সতর্ক, সচেতন (সদাজাগ্রত্)। [সং. √ জাগৃ + অত্]। 20)
জাহান
(p. 324) jāhāna বি. জগত্, পৃথিবী, বিশ্ব (সারা জাহানে এমন জিনিস আর কোথাও নেই)। [ফা. জহান্]। 23)
জান2
(p. 322) jāna2 বি. 1 প্রাণ, জীবন (জান নিয়ে টানাটানি); 2 (বিরল) (সংগীতে) রাগরাগিণীর প্রধান সূর। [ফা. জান]। 7)
জপানো
(p. 312) japānō দ্র জপ। 87)
জেনারেল
(p. 327) jēnārēla বি. সেনাপতি। [ইং. general]। 71)
জ্যাল-জ্যাল
জ্ঞানোদয়
(p. 331) jñānōdaẏa বি. জ্ঞানের উদয়, জ্ঞানের সঞ্চার; জ্ঞানলাভ হওয়া। [সং. জ্ঞান + উদয়]। 18)
জোত
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জন্মান্ধ
(p. 312) janmāndha বিণ. জন্ম থেকেই অন্ধ বা দৃষ্টিহীন। [সং. জন্ম + অন্ধ]। 79)
জিন৪
(p. 325) jina4 বি. মোটা সূতোর ঠাসবুনানি খাপি কাপড়বিশেষ। [ইং. jean]। জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)। 15)
জুম, জুমিয়া
(p. 327) juma, jumiẏā বিণ. বি. আসাম রাজ্যের পর্বতময় অঞ্চলে পাহাড়ের গায়ে যে চাষ হয়। 42)
জেদ
জলাত্যয়
জুলি
(p. 327) juli বি. 1 ছোট নালা; 2 অগভীরঅপ্রশস্ত খাত; 3 মাটি খুঁড়ে সাজানো সারি সারি চুল্লি। [দ্রা. জোলি ?-তু জলপ্রণালী]। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us