Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাছি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কানামাছি
(p. 181) kānāmāchi দ্র কানা2। 33)
ক্ষুদ্র
(p. 217) kṣudra বিণ. 1 ছোট, খর্ব, হ্রস্ব (ক্ষুদ্রকায়); 2 নীচ, হীন (ক্ষুদ্রমনা); 3 অনুদার, সংকীর্ণ; 4 সামান্য, প্রতিপত্তিহীন, দরিদ্র (ক্ষুদ্র লোক); 5 অল্প (ক্ষুদ্র শক্তি) [সং. √ ক্ষুদ্ + র]। ক্ষুদ্রা বিণ. (স্ত্রী.) ক্ষুদ্র -র সব অর্থে। বি. 1 মৌমাছি; 2 (বিরল) বেশ্যা; 3 বিকৃতদেহ নারী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চেতা, ̃ মতি, ক্ষুদ্রাশয় বিণ. নীচমনা, সংকীর্ণমনা। ̃ তম বিণ. সবচেয়ে ক্ষুদ্র। 46)
ক্ষৌদ্র
(p. 217) kṣaudra বিণ. 1 ক্ষুদ্র বা ক্ষুদ্রাসম্বন্ধীয়; 2 মৌমাছিজাত। বি. মধু। [সং. ক্ষুদ্র + অ, ক্ষুদ্রা + অ]। ̃ জ বি. মোম। 67)
দংশন
(p. 395) daṃśana বি. 1 কামড়, দাঁতের আঘাত; 2 হুল ফোটানো (মৌমাছির দংশন)। [সং. √ দন্শ্ + অন]। 9)
নির্মক্ষিক
(p. 468) nirmakṣika বিণ. 1 মক্ষিকা বা মাছি নেই এমন; 2 মাছিটিও নেই এমন; 3 (আল.) জনপ্রাণী নেই এমন, নির্জন। [সং. নির্ + মক্ষিকা]। 130)
পুত্তিকা
(p. 523) puttikā বি. 1 উইপোকা; 2 মৌমাছি। [সং. পুত্ + √ তন্ + অ + ক + আ]। 53)
ভন-ভন
(p. 655) bhana-bhana অব্য. মাছি মৌমাছি বোলতা প্রভৃতির জোরে পাখা সঞ্চালনের বা গুঞ্জনের শব্দ। [ধ্বন্যা.]। 49)
ভন-ভনিয়ে
(p. 655) bhana-bhaniẏē ক্রি-বিণ. ভনভন শব্দে (মাছিগুলো ভনভনিয়ে উড়ে বেড়াচ্ছে)। 50)
ভ্যান-ভ্যান, ভ্যানর-ভ্যানর
(p. 670) bhyāna-bhyāna, bhyānara-bhyānara বি. 1 মাছির একটানা ভনভন আওয়াজ; 2 বিরক্তিকর কথাবার্তা বা ধ্বনি। [দেশি.]। 108)
ভ্রমর
(p. 670) bhramara বি. (কাব্যে.) ভ্রমরা বি. 1 ভোমরা; 2 মৌমাছি। [সং √ ভ্রম্ + অর]। স্ত্রী. ভ্রমরী। ভ্রমর-কৃষ্ণ বিণ ভ্রমণের মতো গাঢ় ও উজ্জ্বল কালো রঙ্গের (ভ্রমরকৃষ্ণ শাড়ি)। 118)
মক্ষিকা, মক্ষী
(p. 675) makṣikā, makṣī বি. মাছি মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে মধু সং মশ্ + সিক সিকন্ + আ বিকল্পে ঈ মক্ষি-রাণী, মক্ষী-রানি বি 1 মাছিদের রানি 2 রানি-মৌমাছি। 28)
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্র ও বৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
মাছি
(p. 692) māchi বি. 1 ভনভন শব্দে ওড়ে এমন দুই ডানাযুক্ত ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মক্ষিকা; 2 নিশানার কাজে সাহায্য করার জন্য বন্দুকের সঙ্গে সংলগ্ন চিহ্নবিশেষ। [প্রাকৃ. মচ্ছিআ সং. মক্ষিকা]। ̃ .মারা বিণ. (আল.) ভালোমন্দ শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধের মতো নকল করে এমন (মাছিমারা কেরানি)। 64)
মাধু-করী
(p. 692) mādhu-karī বি 1 মধুকর বা মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে তেমনি দ্বারে দ্বারে ভিক্ষা; 2 মধুকর বৃত্তি; 3 অন্তত পাঁচটি বিভিন্ন গৃহ থেকে সংগৃহীত ভিক্ষা। [সং মধুকর + অ + ই]। 136)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
মৌচাক
(p. 719) maucāka বি. মৌমাছি যে মোমের বাসায় মধু সঞ্চয় করে। [বাং. মৌ + চাক]। 52)
মৌমাছি
(p. 719) maumāchi বি. মধু সংগ্রহকারী হুলযুক্ত পতঙ্গবিশেষ। [বাং. মৌ + মাছি]। 59)
শিলী-মুখ
(p. 779) śilī-mukha বি. 1 বাণ, তির; 2 ভ্রমর; 3 মৌমাছি। [সং. শিলী (শল্য) + মুখ]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534757
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730448
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942624
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us