Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাপা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
অপরি-মাণ
(p. 34) apari-māṇa বিণ. 1 পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; 2 প্রচুর। [সং. ন + পরিমাণ। অপরি-মিত বিণ. মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়); অসংযত। অপরি-মেয় বিণ. পরিমাণ স্হির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)। 149)
অমেয়
(p. 57) amēẏa বিণ. মাপা যায় না এমন, পরিমাপ করা যায় না এমন; স্বরূপ বোঝা যায় না এমন (অমেয় জ্ঞানশক্তি, অমেয় প্রেমভক্তি)। [সং. ন + √ মা + য]। 52)
আমা2
(p. 101) āmā2 সর্ব. 1 আমি নিজে, স্বয়ং; 2 আমার (' আমা হতে এই কার্য হবে না সাধন': নবীন: আমাপানে চাও); 3 আমাকে। [সং. অহম্ আমা - তু. পা. অহ্মাকং]। 34)
কুনিকা
(p. 196) kunikā বি. শস্যাদি মাপার পাত্রবিশেষ, রেক, ছটাক। [সং. কুঞ্চি]। 22)
গিরা2
(p. 246) girā2 বি. বস্ত্রাদি মাপার (বর্ত. অপ্র.) পরিমাণবিশেষ (=1/16 গজ)। [ফা. গিরা]। 117)
চাপ2
(p. 281) cāpa2 বি. 1 ভার, পেষণ, পীড়ন (পায়ের চাপ, কাজের চাপ); 2 (বি. প.) প্রেষ, pressure (রক্তের উচ্চচাপ); 3 পীড়াপীড়ি, পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে কাজ আদায় করা); 4 জমাট বস্তু, ডেলা, চাঙড় (চাপ চাপ রক্ত, মাটির চাপ ভেঙে পড়েছে)। বিণ. ঘন, ঠাস, জমাট (চাপবুনন, চাপদই)। [বাং. √চাপ্ + অ]। চাপ-মান-যন্ত্র বি. বায়ুর চাপ মাপার যন্ত্রবিশেষ, barometer. 109)
জোখা, জুখা
(p. 327) jōkhā, jukhā ক্রি. 1 পরিমাণ নির্ণয় করা; 2 ওজন করা; 3 পাশাপাশি রেখে তুলনামূলকভাবে মাপা। বি. বিণ. উক্ত সব অর্থে (লেখাজোখা)। [হি √ জুখ]। 97)
তুলা৪
(p. 375) tulā4 বি. 1 দাঁড়িপাল্লা, নিক্তি; 2 (জ্যোতিষ.) সপ্তম রাণিক; 3 শতপল পরিমাণ, সোনারুপার পরিমাণবিশেষ। [সং. √ তুল্ + অ + আ]। ̃ দণ্ড, ̃ যন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি। ̃ দান বি. দাতার দেহের ওজনের সমপরিমাণ সোনারুপা দান, তুলট। ̃ ধারী (-রিন্) বি. ওজনকারী, ব্যবসায়ী। 226)
দাঁড়ি1
(p. 402) dān̐ḍ়i1 বি. 1 পূর্ণচ্ছেদের চিহ্ন (।); 2 তুলাদণ্ড, মানদণ্ড, (দাঁড়িতে মাপা)। [বাং. দাঁড় + ই (ক্ষুদ্রার্থে)]। দাঁড়ি দেওয়া ক্রি. বি. থামা, বিরত হওয়া (আমি এইখানে দাঁড়ি দিলাম)। ̃ পাল্লা বি. তুলাদণ্ড। 34)
পরি-মিত
(p. 499) pari-mita বিণ. 1 ঠিক প্রয়োজনানুরূপ (পরিমিত সংখ্যা); 2 সংযতপরিমাণ, সংযত (পরিমিত আহার); 3 পরিমাণনির্দিষ্ট (চারহাত পরিমিত); 4 মাপা হয়েছে এমন, মাপিত; 5 সীমিত, অল্প। [সং. পরি + √ মা + ত]। পরি-মিতি বি. 1 মাপ; 2 নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ (পরিমিতিবোধ); 3 (গণি.) ভূমির পরিমাপনশাস্ত্র, ক্ষেত্রমিতি, mensuration (বি.প.)। 55)
ফিতা, (কথ্য) ফিতে
(p. 565) phitā, (kathya) phitē বি. 1 (সচ.) কাপড়ের লম্বা পাতলা ও চ্যাপটা ফালিবিশেষ; 2 দৈর্ঘ্য মাপার জন্য এক গজ বা এক মিটার লম্বা কাপড়ের ফালি। [পো. fita]। ̃ ক্রিমি বি. লম্বা ও চ্যাপটা ক্রিমিবিশেষ। 18)
বৃষ্টি
(p. 633) bṛṣṭi বি. 1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ; 2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা); 3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি); 4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)। [সং. √বৃষ্ + তি]। ̃ পাত বি. মেঘ থেকে বারিবর্ষণ। ̃ বাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)। ̃ বিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা। ̃ মাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়। ̃ স্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত। ̃ হীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)। 82)
ভোল্ট
(p. 670) bhōlṭa বি. বিদ্যুতের শক্তি মাপার এককবিশেষ।[ইং. volt ইতালীয় বিজ্ঞানী volta]। 93)
ভোল্টেজ
(p. 670) bhōlṭēja বি. ভোল্টদিয়ে মাপা বা প্রকাশিত বিদ্যুতশক্তি; বিদ্যুত্শক্তি জোরে (ভোল্টেজ কম হলে টিউবগুলো জ্বলে না)। [ইং. voltage]। 94)
মাপা
(p. 699) māpā ক্রি. বি. পরিমাপ করা (ওজন মাপা)। বিণ. উক্ত অর্থে (তাড়াহুড়ো করে মাপা মাছ)। [সং. মা + ণিচ্ + বাং. আ]। ̃ .জোখা, ̃ .জোকা বিণ. 1 নির্দিষ্টভাবে মাপা হয়েছে এমন; 2 একান্ত পরিমিত। বি. মাপন। নো ক্রি. বি. 1 অপরের দ্বারা পরিমাপ করানো; 2 প্রাপ্যরূপে নির্দিষ্ট করা (বিধাতা তোমার ভাগ্যে এই দুঃখ মাপিয়েছেন)। বিণ. উক্ত অর্থে।
মাফ2
(p. 699) māpha2 বি. পরিমাণ (দুধের মাপটা দেখে নিয়ো); 2 পরিমাপ (জামার মাপ নেওয়া)। [সং. √ মাপি]। ̃ .কাঠি বি. 1 লম্বা কাঠি দিয়ে দৈর্ঘ্য মাপা হয়; 2 (আল.) মানদণ্ড (সেকালের মাপকাঠিতে তাঁর গুণের বিচার হবে না)। ̃ .জোখ, ̃ .জোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ। ̃ .সই বিণ. মাপ-অনুযায়ী। 22)
রেক1, রেখ2
(p. 748) rēka1, rēkha2 বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ। [দেশি]। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535257
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731049
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943205
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883677
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838553
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696763
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603121

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us