Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাঁড়ি1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দাঁড়ি1 এর বাংলা অর্থ হলো -

(p. 402) dān̐ḍ়i1 বি. 1 পূর্ণচ্ছেদের চিহ্ন (।
); 2 তুলাদণ্ড, মানদণ্ড, (দাঁড়িতে মাপা)।
[বাং. দাঁড় + ই (ক্ষুদ্রার্থে)]।
দাঁড়ি দেওয়া ক্রি. বি. থামা, বিরত হওয়া (আমি এইখানে দাঁড়ি দিলাম)।
পাল্লা
বি. তুলাদণ্ড।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দ্রঢ়িষ্ঠ
দশানন
(p. 401) daśānana বি. (দশটি মস্তকবিশিষ্ট) রাক্ষসরাজ রাবণ। [সং. দশ + আনন]। 12)
দ্বৈমাতৃক
(p. 426) dbaimātṛka বিণ. নদী ও বৃষ্টি এই দুই মাতৃতুল্যা পালিকার জলে প্রচুর শস্য উত্পন্ন হয় এমন (দেশ)। [সং. দ্বিমাতৃ + ক]। 39)
দাঁড়ি1
দরবেশ
(p. 399) darabēśa বি. 1 মুসলমান সন্ন্যাসী, ফকির; 2 বোঁদে দিয়ে তৈরি মিঠাইবিশেষ। [ফা. দরবেশ]। 25)
দড়কচা, দড়কাঁচা
(p. 396) daḍ়kacā, daḍ়kān̐cā দ্র দর3। 18)
দাপিত
(p. 405) dāpita বিণ. 1 দান করানো হয়েছে এমন; 2 জরিমানা দিতে বাধ্য করা হয়েছে এমন। [সং. √ দা + ণিচ্ + ত]। 6)
দুর্ভেদ্য
(p. 414) durbhēdya বিণ. 1 ভেদ করা শক্ত এমন (দুর্ভেদ্য পাথর); 2 বোঝা যায় না এমন, দুর্জ্ঞেয় (দুর্ভেদ্য রহস্য); 3 দুষ্প্রবেশ্য, প্রবেশ করা যায় না এমন (দুর্ভেদ্য ব্যুহ, দুর্ভেদ্য জঙ্গল)। [সং. দুর্ + √ ভিদ্ + য]।বি. ̃ তা। 68)
দেবী
দানীয়
(p. 402) dānīẏa বিণ. দানের যোগ্য। বি. দানের পাত্র বা বস্তু। [সং. √ দা + অনীয়]। 77)
দশাশ্ব
(p. 401) daśāśba বি. (দশ অশ্ববাহিত রথে আরোহণ করেন বলে) চন্দ্রদেব, চন্দ্র। [সং. দশ + অশ্ব]। ̃ মেধ বি. দশবার অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ। 15)
দম৩
(p. 398) dama3 বি. 1 শাসন, দমন; 2 ইন্দ্রিয়সংযম, কুকর্ম থেকে চিত্তের নিবারণ (শমদম অভ্যাস করা)। [সং. √ দম্ + অ]। 10)
দোফলা, দোফসলি
(p. 421) dōphalā, dōphasali দ্র দো। 92)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
দম-বাজ
দেশাচার
(p. 421) dēśācāra বি. শাস্ত্রবিহিত না হলেও দেশের মধ্যে প্রচলিত আচার বা প্রথা। [সং. দেশ + আচার]। 33)
দাণ্ডা
(p. 402) dāṇḍā বি. 1 ডাণ্ডা, লাঠি; 2 নৌকার দাঁড়। [সং. দণ়্ড]। 55)
দেশান্তরি, দেশান্তরী
(p. 421) dēśāntari, dēśāntarī বিণ. 1 বিদেশে গেছে এমন, (দেশান্তরি হওয়া); 2 স্বদেশত্যাগী; 3 নিরুদ্দিষ্ট। [সং. দেশান্তর + বাং. ই]। 37)
দয়া
(p. 399) daẏā বি. 1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া); 2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না); 3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)। [সং. √ দয়্ + অ + আ]। ̃ দাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা। ̃ নিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর। ̃ পরতন্ত্র, ̃ পরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়। ̃ বান (বত্), ̃ ময়, ̃ ল, ̃ লু, ̃ শীল বিণ. সদয়, কৃপাময়। স্ত্রী. ̃ বতী, ̃ ময়ী, ̃ শীলা। ̃ র্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ। 5)
দগ্ধা1
(p. 396) dagdhā1 ক্রি. (কথ্য ও কাব্যে) 1 পোড়া; 2 পোড়ানো; 3 সন্তপ্ত করা, যন্ত্রণা দেওয়া (দগ্ধিয়ে মারছে, দগ্ধে মারছে)। [বাং. √ দগ্ধ্ ( সং. দহ্) + আ]। ̃ নো ক্রি. পোড়ানো, দগ্ধ করা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত অর্থে। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577629
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185321
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785369
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026139
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619990

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us