Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মিলিয়ে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধর
(p. 17) adhara বি. 1 বি. নীচের ঠোঁট ('ভাঙিয়া মিলিয়া যার দুইটি অধরে': রবীন্দ্র); 2 নিম্নস্হান ('প্রাণের আহুতি জ্বালি হৃদয়ের অধরে-উত্তরে' অ. চ.)। [সং. ন+√ ধৃ+অ]। ̃ .পল্লব বি. কচি পাতার মতো নরম ঠোঁট। ̃ .পান, ̃ সুধা-পান বি. চুম্বন। 38)
উবা
(p. 133) ubā ক্রি. বাতাসে মিলিয়ে যাওয়া (বইটা কি কর্পূরের মতো উবে গেল?)। [সং. উদ্ + √ ভৃ + আ বাং. উবা]। 124)
কুল্লে, কুল্যে
(p. 201) kullē, kulyē ক্রি-বিণ. সব মিলিয়ে, সমুদয়ে; মাত্র। [আ. কুল]। 4)
গুঁজা, গোঁজা
(p. 250) gun̐jā, gōn̐jā ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্হাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ̃ মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া। 24)
গোঁজা-মিল
(p. 256) gōn̐jā-mila বি. বাজে হিসাব দিয়ে অঙ্ক মিলিয়ে দেওয়া; কোনোরকমে জোড়াতালি দিয়ে হিসাব মেলানো। [বাং. গুঁজা + মিল]। 52)
তুমার
(p. 375) tumāra বি. 1 জমা-খরচের খাতা; 2 মোট হিসাব, সব মিলিয়ে হিসাব। [আ. তু'মার, ফা. তুমার]। ̃ নবিশ বি. হিসাবরক্ষক, যে আয়-ব্যয়ের হিসাব রাখে। 196)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
পদ্ম
(p. 488) padma বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3 দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। ̃ .আঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। ̃ .গোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। ̃ .নাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। ̃ .নেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। ̃ .পলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। ̃ .পলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। বি. বিষ্ণু। ̃ .পাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে 2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। ̃ মুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। ̃যোনি, ̃ভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা। ̃ রাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)। ̃ লোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ লোচনা। 53)
পিতল
(p. 521) pitala বি. তামা ও দস্তা মিলিয়ে প্রস্তুত উপধাতুবিশেষ। [সং. পিত্তল]। 4)
পুরুষ
(p. 526) puruṣa বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ̃ কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ̃ ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পরম্পরা বি. বংশানুক্রম। ̃ প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ̃ পুঙ্গব, ̃ শার্দূল, ̃ সিংহ বি. নরশ্রেষ্ঠ। ̃ মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু। 53)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বিলীন
(p. 626) bilīna বিণ. 1 মিলিয়ে গেছে এমন (অতীতের গর্ভে বিলীন, শুন্যে বিলীন); 2 সম্পূর্ণ লুপ্ত, অন্তর্হিত বা মগ্ন (সম্ভাবনা বিলীন হয়ে যাওয়া)। [সং. বি + লীন]। 7)
বিলীয়-মান
(p. 626) bilīẏa-māna বিণ. 1 মিলিয়ে যাচ্ছে এমন; 2 বিলয়প্রাপ্ত, লুপ্ত বা অন্তর্হিত হচ্ছে এমন (বিলীয়মান সূর্যালোক)। [সং. বি + √ লী + আন]। 8)
মিলিয়ন
(p. 706) miliẏana বি. দশ লক্ষ, এক হাজারে হাজার গুণ। [ইং. million]। 21)
যোটক
(p. 728) yōṭaka বি. 1 মিলন 2 যে বা যা মিলিয়ে দেয় (রাজযোটক)। [সং. √ যু + ট + ক]। 49)
লিস্ট
(p. 760) lisṭa (কথ্য) লিস্টি বি. তালিকা (লিস্ট মিলিয়ে দেখা, এ-নাম লিস্টিতে নেই) [ইং. list]। 60)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577674
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185353
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026245
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us