Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
গুঁজা, গোঁজা এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গুঁজা, গোঁজা এর বাংলা অর্থ হলো -
(p. 250) gun̐jā, gōn̐jā ক্রি. 1
ঢোকানো
(মাথা
গুঁজবার
জায়গা);
2
পোঁতা
(পেরেক
গোঁজা);
3 এঁটে রাখা,
স্হাপন
করা (কানে কলম
গোঁজা)
; 4
লুকিয়ে
রাখা, ভালো করে রাখা
(ট্যাঁকে
টাকা
গোঁজা);
5 নিচু করা (মুখ
গোঁজা)।
বি. 1
অন্যকিছুর
মধ্যে
গুঁজে-দেওয়া
বস্তু;
2
খড়ের
চাল
মেরামতের
জন্য
গুঁজে-দেওয়া
বস্তু
; 2
খড়ের
চাল
মেরামতের
জন্য
গুঁজে
দেওয়া
খড়।
বিণ.
গুঁজে
দেওয়া
হয়েছে
এমন।
[বাং.
√গুঁজ্
+ আ]।
মিল বি. বাজে
হিসাবের
দ্বারা
অঙ্ক
মিলিয়ে
দেওয়া।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1
গোয়ালা;
2
রাখাল;
3
শ্রীকৃষ্ণের
বালকবয়সের
নাম; 4 রাজা; 5
সন্তান,
পুত্র
(আমার
গোপাল,
আদুরে
গোপাল)।
[সং. গো (গোরু,
পৃথিবী)
+ √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু
পালনকারী,
গোয়ালা;
রাখাল।
̃ ন বি.
গোরুর
পালন বা
পরিচর্যা।
93)
গণতি, গণত্কার
(p. 236) gaṇati, gaṇatkāra
যথাক্রমে
গনতি ও
গনতকার
-এর
বর্জি.
বানান।
46)
গদ্য
(p. 240) gadya বি. 1
ছন্দোবদ্ধ
নয় এমন রচনা; ছন্দ বা
অন্ত্যমিল
দ্বারা
সীমাবদ্ধ
নয় এমন রচনা ; 2
কথোপকথনের
ভাষা।
বিণ.
কথনীয়।
[সং. √গদ্
(=কথনে)
+ য]। ̃ ছন্দ বি. গদ্য
রচনার
মধ্যে
যে
সুরের
আমেজ।
5)
গত
(p. 239) gata বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন,
প্রস্হিত,
সমাপ্ত,
অতীত, বিগত (গত যুগ,
গতযৌবন,
গতপ্রাণ)
; 2
অব্যবহিত
পূর্ববর্তী
(গত কাল, গত মাসে); 3 মৃত (গত
হয়েছেন)
; 4 লব্ধ,
প্রাপ্ত
(হস্তগত);
5
পরিব্যাপ্ত,
নিহিত,
আশ্রিত
(মনোগত,
দেহগত,
রন্ধ্রগত);
6
সম্বন্ধযুক্ত
(ব্যক্তিগত
সম্পর্ক,
গুণগত
পার্থক্য)।
[সং. √গম্ + ত]। ̃ কল্য, ̃ কাল বি.
আজকের
অব্যবহিত
পূর্ববর্তী
দিন। ̃ ক্লম বিণ.
ক্লান্তি
দূর
হয়েছে
এমন
(গতক্লম
ব্যক্তি)।
̃ চেতন বিণ.
চেতনাহীন।
̃ জীব, ̃ জীবন, ̃
প্রাণ
বিণ.
প্রাণহীন,
মৃত। ̃
নিদ্র
বিণ.
নিদ্রাহীন;
ঘুম
ভেঙেছে
যার। ̃
প্রায়
বিণ. যা
শীঘ্রই
গত হবে। ̃ ব্যথ বিণ.
ব্যথা
দূর
হয়েছে
এমন
(গতব্যথ
দেহ);
ব্যথাশূন্য।
̃ যৌবন বিণ.
যৌবনোত্তীর্ণ;
প্রৌঢ়
বা
বৃদ্ধ।
স্ত্রী.
̃
যৌবনা।
̃ শোক বিণ. শোক দূর
হয়েছে
এমন,
শোকোত্তীর্ণ।
̃ সঙ্গ বিণ. বিণ.
আসক্তিহীন।
̃
স্পৃহ
বিণ.
বীতরাগ;
কামনাহীন;
আসক্তিহীন।
6)
গবী
(p. 241) gabī বি. গাভী; গাই
গোরু।
[সং. গো + ই]। 12)
গাছা1
(p. 246) gāchā1 বি.
পিলসুজ,
দীপাধার।
[বাং. গাছ + আ
(সাদৃশ্যার্থে)].
23)
গীঃ
(p. 250) gīḥ
(-গির্)
বি. বাণী,
বাক্য
(গীষ্পতি,
গীর্বাণ)।
[সং. √গৃ
(শব্দে)
+
ক্বিপ্]।
13)
গম্ভীর
(p. 241) gambhīra বিণ. 1
নিম্ন
ও ভারী
ধ্বনিযুক্ত,
গভীর
(গম্ভীরস্বর);
2
ভারিক্কি,
অলঘু
(গম্ভীর
চাল,
গম্ভীর
প্রকৃতির
মানুষ);
3 গুরু
(গম্ভীর
ব্যাপার);
4 দুঃখ
চিন্তা
ক্রোধ
প্রভৃতি
কারণে
নিরানন্দ
(গম্ভীর
মুখ). [সং. √গম্ + ঈর]। বি. ̃ তা। 26)
গতর
(p. 239) gatara বি.
(আঞ্চ.)
1 শরীর, দেহ (গতর
খাটানো);
2
স্বাস্হ্য
(গতরখানা
দেখেছ?)
; 3
দেহের
শক্তি
বা
সামর্থ্য।
[সং.
গাত্র]।
̃ খাকি, ̃ খাগি বি. বিণ.
(স্ত্রী.)
(গালিবিশেষ)
সামর্থ্য
থাকা
সত্ত্বেও
অলস বা
শ্রমবিমুখ
(স্ত্রীলোক)।
পুং. ̃ খেকো, ̃
খেগো।
গতর
খাটানো
ক্রি. বি.
দৈহিক
পরিশ্রম
করা। ̃ পোষা বিণ.
শরীরকে
পুষে রাখে
অর্থাত্
পরিশ্রম
করে না এমন। 7)
গূঢ়ার্থ
(p. 253)
gūḍh়ārtha
বি. গভীর বা
অপ্রকাশিত
অর্থ।
[সং. গূঢ় +
অর্থ]।
58)
গ্রথন, গ্রন্হন, গ্রন্হনা
(p. 261) grathana, granhana, granhanā বি. 1
গাঁথা,
গাঁথনি;
2 রচনা; 3
বিন্যাস।
[সং.
√গ্রন্হ্
+ অন, + আ]।
গ্রথিত.
গ্রন্হিত
বিণ. 1
গাঁথা
হয়েছে
এমন; 2 রচিত; 3
সাজানো
বা
বিন্যস্ত।
42)
গেঁড়া, গ্যাঁড়া
(p. 256)
gēn̐ḍ়ā,
gyān̐ḍ়ā
বি. (অশা.)
আত্মসাত্
করা,
অপহরণ
(গেঁড়া
দেওয়া,
গেঁড়া
মারা)।
বিণ.
বেঁটে
(গেঁড়ামতন
ছেলে)।
[দেশি]।
̃ কল বি.
লোককে
ঠকাবার
কৌশল; বিপদ, ফাঁদ
(আচ্ছা
গেঁড়াকলে
পড়েছি
তো!)। ̃ নো ক্রি.
আত্মসাত্
বা চুরি করা,
হাতানো
(সে
নিশ্চয়
ওটা
গেঁড়িয়েছে)।
বি.
চুরি।
বিণ.
হাতানো
বা চুরি করা
হয়েছে
এমন
(গ্যাঁড়ানো
পেনটা)।
13)
গতে
(p. 239) gatē
ক্রি-বিণ.
(বর্ত. বিরল) অব্য. গত হলে (বেলা
তিনটা
গতে)। [গত দ্র]। 17)
গিল্ড
(p. 250) gilḍa বি.
বণিকসংঘ,
নিগম।
[ইং. guild]। 12)
গরল
(p. 242) garala বি. 1 বিষ; 2
সাপের
বিষ; 3
(আঞ্চ.)
বিষাক্ত
ঘা। [সং. গর + ল
(স্বার্থে)]।
26)
গুরু
(p. 253) guru বি. 1
ধর্মোপদেষ্টা;
দীক্ষাদাতা,
মন্ত্রদাতা;
2
আচার্য,
উপদেশক,
শিক্ষক
(গুরুর
কাছে শেখা
বিদ্যা)
; 3
গুরুজন,
মাননীয়
বা
পূজনীয়
ব্যক্তি;
4
দেবগুরু
বৃহস্পতি
(গুরু বার) ; 5 (অমা.)
ওস্তাদ্,
নেতা (ওসব
ধান্দা
ছাড়ো
গুরু)।
বিণ. 1 ভারী, অধিক
(সংখ্যাগুরু
সম্প্রদায়);
2
দুর্বহ
(গুরুভার)
; 3
দায়িত্বপূর্ণ;
4 কঠিন
(গুরুদণ্ড);
5 মহান (গুরু
দায়িত্ব)
; 6 অলঘু
(গুরুপাক
খাদ্য);
7
অতিরিক্ত,
অধিক
(গুরুভোজন)
; 8
(ব্যাক.)
দীর্ঘ
মাত্রাযুক্ত।
[সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1
গুরুর
গৃহ বা
আশ্রম;
2
পুরুষানুক্রমে
পারিবারিক
আচার্যের
বংশ; 3
হরিদ্বারের
নিকটবর্তী
প্রাচীন
ভারতীয়
আদর্শে
স্হাপিত
শিক্ষাকেন্দ্র।
̃
গম্ভীর
বিণ. গভীর
অর্থযুক্ত
এবং
গম্ভীর
শব্দবিশিষ্ট
(গুরুগম্ভীর
বর্ণনা,
গুরুগম্ভীর
ভাষা)।
̃ গিরি বি.
গুরুর
বৃত্তি
বা
পেশা।
̃ গৃহ বি.
গুরুর
বাড়ি।
̃
চণ্ডালী
বি. 1 সাধু
ভাষার
সঙ্গে
চলিত
ভাষার
মিশ্রণ;
2
সংস্কৃত
শব্দের
সঙ্গে
দেশজ
শব্দের
মিশ্রণ;
3
গম্ভীর
শব্দের
সঙ্গে
হালকা
ও চটুল
শব্দের
মিশ্রণ
(যথা,
বারিধিতে
ডুব
দেওয়া,
ডোবার
জলে
নিমজ্জিত)।
̃ জন বি.
পূজনীয়
বা
বয়োজ্যেষ্ঠ
ব্যক্তি।
̃
ঠাকুর
বি.
পারিবারিক
ও
বংশানুক্রমিক
ধর্মোপদেষ্টা।
̃ তর বিণ. 1
দুইয়ের
মধ্যে
অধিক গুরু;
মহত্তর
; 2
সাংঘাতিক,
ভয়ানক
(একটা
গুরুতর
ব্যাপার
ঘটে
গেছে)।
̃ তা, ̃ ত্ব বি. 1
গুরুগিরি;
2
মহত্ত্ব,
মূল্য;
3
মনোযোগ
পাওয়ার
যোগ্যতা
(কথার
গুরুত্ব);
4 ভার, ওজন (gravity); 5
আধিক্য
(অপরাধের
গুরুত্ব)
; 6
গাম্ভীর্য
(পরিস্হিতির
গুরুত্ব)।
̃
দক্ষিণা
বি.
শিক্ষা
সমাপ্ত
হবার পর
শিষ্য
কর্তৃক
গুরুকে
দেওয়া
অর্থ বা
মূল্য,
গুরুবিদায়।
̃ দশা বি. 1 পিতা বা
মাতার
মৃত্যুজনিত
অবস্হা;
2
(জ্যোতিষ)
বৃহস্পতির
দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি.
দীক্ষাগুরুকে
বস্ত্র
অর্থ
অলংকার
ইত্যাদি
দিয়ে বরণ বা
পূজা।
̃ বল বি.
গুরুর
করুণারূপ
শক্তি;
গুরুর
আশীর্বাদ।
̃ বার বি.
বৃহস্পতিবার।
̃ ভাই বি. একই
গুরুর
শিষ্য।
̃
মহাশয়,
̃ মশাই বি. 1
(প্রধানত
পাঠশালার)
শিক্ষক
('পাঠশালাটি
দোকান-ঘরে,
গুরুমশাই
দোকান
করে': স. দ.); 2
(ব্যঙ্গে)
অকালপক্ব
বা
ডেঁপো
ছেলে;
জ্যাঠা
ছেলে।
̃ মা বি. 1
ধর্মোপদেশদাত্রী;
2
গুরুর
পত্নী।
গুরু-মারা
বিদ্যা
গুরুর
কাছ থেকে লব্ধ যে
বিদ্যা
গুরুকেই
জব্দ বা
পরাজিত
করবার
জন্য
ব্যবহৃত
হয়।
গুরুমুখী
বিদ্যা
যে
বিদ্যা
কেবল
গুরুর
কাছ
থেকেই
পাওয়া
যায়,
অর্থাত্
যা বই পড়ে বা
অন্যভাবে
অর্জন
করা যায় না
(সংগীত
একটি
গুরুমুখী
বিদ্যা)।
̃ মুখী,
গুর-মুখী
বি.
শিখদের
মধ্যে
প্রচলিত
বর্ণমালাবিশেষ।
̃ য়া বিণ.
তীব্র,
দুঃসহ
('গুরুয়া
দুখভার':
বিদ্যা);
2
বিপুল
('গিরিবর
গুরুয়া':
বিদ্যা)
; 3
দুর্ভর
('গুরুয়া
কবরীভার':
শ্রীকৃষ্ণমঙ্গল);
4 গভীর,
উত্কৃষ্ট
('আমোদ
গুরুয়া':
শ্রীকৃষ্ণমঙ্গল)।
̃
লঘু-জ্ঞান
বি. কে
মান্য
বা
পূজ্য
এবং কে নয় এই
জ্ঞান
(ছেলেটার
এখনও
গুরু-লঘু
জ্ঞানই
হল না)। ̃ লাঘব বি.
আপেক্ষিক
গুরুত্ব
ও
লঘুত্ব।
̃ সেবা বি.
গুরুর
পরিচর্যা।
̃
স্হানীয়
বিণ.
গুরুতুল্য।
যেমন গুরু
তেমনি
চেলা গুরু ও
শিষ্য
দুজনেই
সমান মন্দ বা
মূর্খ।
30)
গোঁজ
(p. 256) gōn̐ja বি. কীলক,
খোঁটা
(গোঁজ
গুঁজে
কাঁঠাল
পাকানো)।
বিণ.
বিরক্তিতে
বা
অভিমানে
নির্বাক
ও
নিশ্চল
(মুখ গোঁজ করে বসে
থাকা)।
[বাং.
√গুঁজ্
+ অ]। 50)
গলা2
(p. 244) galā2 ক্রি. 1 গলে
যাওয়া,
তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু
ফাঁকের
মধ্য দিয়ে
বেরিয়ে
যাওয়া
(হাত দিয়ে জল গলে না,
'পাঁচিলের
ফোকর গলে':
নজরুল);
3
অভিভূত
হওয়া
(পুত্রস্নেহে
গলে
যাওয়া);
4 ফেটে নরম ও তরল হওয়া
(ফোঁড়া
গলে
যাওয়া);
5 ঢোকা,
প্রবেশ
করা (এর
মধ্যে
মাথা গলবে না) ; 6 বেশি
সিদ্ধ
হয়ে নরম হওয়া (ভাত গলে
গেছে)।
বি. উক্ত সব
অর্থে।
বিণ. গলিত,
দ্রবীভূত;
জীর্ণ;
অতিরিক্ত
নরম
হয়েছে
বা ফেটে গেছে এমন; পচা
(পচা-গলা)।
[বাং. √গল্ (সং. √গল্) + আ]। ̃ নো ক্রি. 1
গালানো,
দ্রব বা তরল করা ; 2
সংকীর্ণ
ফাঁকের
মধ্য দিয়ে
চালনা
করা (সে বলটা
জানলা
দিয়ে
গলিয়ে
দিল); 3
অভিভূত
করা
(মিষ্টি
কথায়
তাঁকে
গলিয়ে
দিল); 4
প্রবেশ
করানো,
ঢুকানো
(ছুঁচে
সুতো
গলানো)
; 5
পরিধান
করা
(জুতোটা
পায়ে গলাও,
জামাটা
গলিয়ে
নিই)। বি. বিণ. উক্ত সব
অর্থে।
8)
গম্ভীরা
(p. 241) gambhīrā বি. 1
(প্রধানত
মালদহের)
গাজনের
উত্সবে
শিবার্চনাসম্বন্ধীয়
সংগীতনৃত্যের
অনুষ্ঠানবিশেষ;
2
রাঙের
পাত-বসানো
চিত্রবিচিত্র
সাজ; 3
দেবমন্দিরের
অভ্যন্তর
(পুরীর
গম্ভীরা)।
[সং.
গম্ভীর
+ আ]। 28)
গোমায়ু
(p. 256) gōmāẏu বি.
শৃগাল।
[সং. গো + √মি + উ বা গো + √মা + উ]। 123)
Rajon Shoily
Download
View Count : 2534709
SutonnyMJ
Download
View Count : 2140239
SolaimanLipi
Download
View Count : 1730398
Nikosh
Download
View Count : 942576
Amar Bangla
Download
View Count : 883500
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha
Download
View Count : 696603
Bikram
Download
View Count : 603049
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us