Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মোচ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

দুর্মোচ্য
(p. 416) durmōcya বিণ. সহজে মোচন করা যায় না এমন, দুরপনেয়, দূর করা যায় না এমন (দুর্মোচ্য কলঙ্ক, দুর্মোচ্য দুঃখ)। [সং. দুর্ + মোচ্য]। বি. ̃ তা। 4)
নামোচ্চারণ
(p. 454) nāmōccāraṇa বি. নাম উচ্চারণ, নামের উল্লেখ বা উল্লেখমাত্র। [সং. নাম + উচ্চারণ]। 57)
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
নির্মোচ্য
(p. 473) nirmōcya বিণ. মোচনযোগ্য, মোচন করতে হবে বা করা উচিত এমন। [সং. নির্ + √ মুচ্ + য]। 2)
প্রাতর্বাক্য
(p. 554) prātarbākya বি. প্রভাতে প্রথমোচ্চারিত বাক্য, যা সত্য হয় বলে বিশ্বাস। [সং. প্রাতঃ + বাক্য]। 34)
বেঘোর
(p. 633) bēghōra বি. 1 ভীষণ নিরুপায় বা সংকটময় অবস্হা (বেঘোরে প্রাণটা গেল); 2 অচেতন অবস্হা (বেঘোরে ঘুমোচ্ছে)। [বিঘোর দ্র]। 131)
মুচি2
(p. 710) muci2 বি. চর্মকার, যে জুতো তৈরি করে বা সেলাই করে। [ম. বাং. মোচী, প্রাকৃ. মোচিঅ-তু. হি. মোচী]। 12)
মোচন
(p. 718) mōcana বি. 1 মুক্তিদান; 2 উন্মুক্ত করা, উদ্ঘাটন (দ্বার মোচন); 3 অপনোদন, দূরীকরণ (দুঃখমোচন, অভাবমোচন); 4 ত্যাগ, নিক্ষেপ (অশ্রুমোচন, শরমোচন)। [সং. &tick মুঢ়্ + ণিচ্ + অন]। মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত। মোচিত বিণ. মোচন করা হয়েছে এমন। ˜ -মোচী বিণ. মোচন করে বা খসায় এমন (পর্ণমোচী)। 12)
মোচ্ছব-মচ্ছব
(p. 718) mōcchaba-macchaba এর বানানভেদ (ছেলের বিয়েতে মোচ্ছব লেগে গেছে)। 14)
রাধে-কৃষ্ণ
(p. 742) rādhē-kṛṣṇa বি. 1 বৈষ্ণবগণ কর্তৃক 'রাধাকৃষ্ণ' নামোচ্চারণের কথ্য বা বিকৃত রূপ; 2 ঘৃণ্য কথা শ্রবণে পাপের প্রায়শ্চিত্তস্বরুপ রাধা ও কৃষ্ণের পুণ্য নামোচ্চারণ। [সং. রাধা + কৃষ্ণ]। 22)
ষাট2, ষাঠ
(p. 791) ṣāṭa2, ṣāṭha বি. পুত্রকন্যা বা কনিষ্ঠদের অমঙ্গল বা আঘাতজনিত কষ্ট নিবারণের জন্য ষষ্ঠীদেবীর নামোচ্চারণরূপ শব্দ। [সং. ষষ্ঠী-তু. ষেট]। 5)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577958
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185765
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785869
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901182
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848156
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708643
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620359

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us