Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ম্লান) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্লিষ্ট
(p. 4) akliṣṭa বিণ. 1 ক্লেশহীন, যে ক্লিষ্ট হয় না বা কষ্ট পায় না; 2 অক্লান্ত, ক্লান্তিহীন, শ্রান্তিহীন; 3 অদম্য; 4 নিবৃত্তিহীন (অক্লিষ্ট যত্ন); 5 অম্লান (অক্লিষ্ট কান্তি)। [সং. ন+ক্লিষ্ট]। ̃ কর্মা (-র্মন্) বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন। 23)
অপরি-ম্লান
(p. 34) apari-mlāna বিণ. মলিন বা ম্লান হয়নি এমন; অবসন্ন হয়নি এমন; প্রফুল্ল; তাজা; সতেজ। [সং. ন + পরি + ম্লান]। 151)
অপ্রসন্ন
(p. 42) aprasanna বিণ. 1 অসন্তুষ্ট, বিরক্ত (অপ্রসন্ন চিত্ত, অপ্রসন্ন মন); 2 বিষন্ন, ম্লান, দুঃখিত; 3 প্রতিকূল (ভাগ্য অপ্রসন্ন)। [সং. ন + প্রসন্ন]। ̃ তা বি. অসন্তোষ, বিরক্তি, বিষন্নতা; প্রতিকূলতা। 30)
অম্ল
(p. 59) amla বি. 1 রসবিশেষ; 2 টক স্বাদ; 3 দ্রাবক, acid; 4 অম্বল বা টকের ঝোল। বিণ. টকো, টক স্বাদযুক্ত। [সং. অম্ + ল]। ̃ .জান দ্র অক্সিজেন। ̃ তা বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)। ̃ .পিত্ত বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়। ̃. মধুর বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত; টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)। ̃. মিতি বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি. প.)। ̃ .রাজ বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)। ̃ .শূল বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা। অম্লাধিক্য বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি। 13)
অম্লাক্ত
(p. 59) amlākta বিণ. অম্ল স্বাদযুক্ত, টক। [সং. অম্ল + অক্ত]। 14)
অম্লান
(p. 59) amlāna বিণ. 1 স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); 2 প্রফুল্ল; 3 কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন + ম্লান]। ̃ .কুসুম বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। ̃ .বদনে, ̃ .মুখে ক্রি-বিণ. নিঃসংকোচে। 15)
আম্ল
(p. 101) āmla বিণ. অম্লরসযুক্ত অর্থাত্ টক স্বাদযুক্ত। [সং. অম্ল + অ]। আম্লা বি. 1 তেঁতুল গাছ; 2 আমলকী। 57)
আম্লিক
(p. 101) āmlika বিণ. 1 আম্লাত্মক, অম্লযুক্ত, টক; 2 অম্লসম্বন্ধীয়। [সং. অম্ল + ইক]। আম্লিক অক্সাইড acidic oxide (বি. প.)। আম্লিক সন্ধান acidic fermentation. আম্লিকা বি. তেঁতুল গাছ। 58)
ঝুরা1
(p. 339) jhurā1 ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর প্রাকৃ. √ জুর সং. √ খিদ]। 13)
তেজো-হীন
(p. 375) tējō-hīna বিণ. 1 নিস্তেজ; দুর্বল; 2 দীপ্তিহীন, ম্লান। [সং. তেজঃ + হীন]। 285)
নিষ্প্রতিভ
(p. 475) niṣpratibha বিণ. 1 প্রতিভাহীন, উজ্জ্বলতাহীন; ম্লান; 2 জড়বত্ (তু. অপ্রতিভ। তু. বিপ. সপ্রতিভ)। [সং. নির্ + প্রতিভা]। 33)
নীরস
(p. 475) nīrasa বিণ. 1 রসহীন, শুষ্ক (নীরস গাছ); 2 রসবোধবর্জিত (নীরস সমালোচনা, নীরস রচনা); 3 ম্লান, অপ্রসন্ন (নীরস মুখ, নীরস হাসি); 4 মনকে আকর্ষণ বা মুগ্ধ করে না এমন (নীরস বর্ণনা)। [সং. নিঃ (নির্) + রস্]। বি. ̃ তা। 92)
ন্যাত-প্যাত
(p. 481) nyāta-pyāta বি. 1 মিয়ানো বা ম্লান ভাব; 2 অত্যন্ত নরম বা নেতিয়ে পড়ার ভাব (ন্যাতপ্যাত করা)। [বাং. তু. নেতা2]। ন্যাত-পেতে বিণ. 1 মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; 2 নেতিয়ে পড়েছে এমন। 35)
পরি-ম্লান
(p. 499) pari-mlāna বিণ. অত্যন্ত ম্লান। [সং. পরি + ম্লান]। 59)
বিরস
(p. 621) birasa বিণ. 1 রসহীন; 2 নিরানন্দ, বিমর্ষ, স্নান (বিরসবদন)। [সং. বি + রস]। বি. ̃ তা। ̃ বদন বিণ. স্নান বা বিমর্ষ মুখযুক্ত। বি. বিমর্ষ বা ম্লান মুখ (একা বিরসবদনে বসে আছে)। 99)
বিশুষ্ক
(p. 627) biśuṣka বিণ. 1 অত্যন্ত শুষ্ক, একেবারে শুকনো; 2 লাবণ্যহীন, ম্লান, নীরস (বিশুষ্ক বদন)। [সং. বি (বিশেষ) + শুষ্ক]। বি. ̃ তা। 9)
বিষণ্ণ
(p. 627) biṣaṇṇa বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]। স্ত্রী. বিষণ্ণা। বি. ̃ তা। 36)
মন্দার
(p. 676) mandāra বি. 1 স্বর্গীয় বৃক্ষবিশেষ বা তার ফুল; 2 মাদারগাছ ('ম্লান হয়ে এল কণ্ঠে মন্দারমালিকা': রবীন্দ্র)। [সং. √ মন্দ্ + আর]। ̃ .ক বি. মন্দার। 195)
মলিন
(p. 688) malina বিণ. 1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ); 2 উজ্জ্বল বা ফরসা নয় এমন ('মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম': জী. দা.); 3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন); 4 বিষন্ন, ম্লান (মলিন মুখ) 5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া) [সং. √ মল্ + ইন্]। বি. ̃ তা, ̃ ত্ব, মালিন্য, মলিনিমা। স্ত্রী. মলিনা। 3)
মামলা
(p. 700) māmalā বি. 1 কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালতে অভিযোগ ও তার বিচার, মোকদ্দমা; 2 ব্যাপার, বিষয় (সে তো মাত্র দুঘণ্টার মামলা)। [আ. মুআম্লা]। 6)
মুখ
(p. 708) mukha বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); ̃ প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ̃ .আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ̃ .কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ̃ .খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ̃ .গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ̃ .চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ̃ .চন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ̃ .চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ̃ .চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ̃ .চ্ছটা, ̃ .চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ̃ .ঝামটা, ̃ .নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ̃ .পত্র, ̃ .পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ̃ .পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ̃ .পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ̃ .পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ̃ .ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ̃ .বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ .ব্যাদান বি. হাঁ করা। ̃ .ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ। ̃ .মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ̃ .মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। বিণ মধুরভাষী। ̃ .রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ̃ .রুচি বি. মুখের সৌন্দর্য। ̃ .রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ̃ .শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ̃ শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ̃ .সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)। ̃ .সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ̃ .স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে। 6)
মুখাবয়ব
(p. 708) mukhābaẏaba বি. মুখমণ্ডল, সারা মুখ (মুখাবয়ব ম্লান হয়ে গেল); 2 মুখের আকৃতি (সুন্দর মুখাবয়ব)। [সং. মুখ + অবয়ব]। 13)
মুষড়ানো
(p. 712) muṣaḍ়ānō ক্রি. বি. 1 হতাশ বা হতোদ্যম হওয়া; 2 বিষন্ন হওয়া; 3 ম্লান বা শুষ্কপ্রায় হওয়া। [ সং. মুষিত =হতবুদ্ধি)] মুষড়ে পড়া ক্রি. বি. হতাশ বা নিরুদ্যম হওয়া। 39)
ম্লান
(p. 721) mlāna বিণ. 1 মলিন (ম্লান রূপ); 2 বিশীর্ণ (চেহারা ম্লান); 3 ক্ষীণ, নিস্প্রভ (ম্লান আলোক); 4 বিষণ্ণ (ম্লানমুখ); 5 ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল (ম্লানকণ্ঠে); 6 হ্রাসপ্রাপ্ত (গৌরব ম্লান হওয়া)। [সং. √ ম্লৈ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব, ম্লানি ('সেই ম্লানতা ক্ষমা করো': রবীন্দ্র)। ম্লানায়-মান বিণ. ম্লান হচ্ছে এমন। ম্লানিমা (-মন্) বি. ম্লানতা, ম্লান ভাব। 30)
ম্লায়-মান
(p. 721) mlāẏa-māna বিণ. ম্লান বা বিষণ্ণ বা অন্ধকার হয়ে আসছে এমন ('ম্লায়মান পথ': রবীন্দ্র)। [সং. √ ম্লৈ + মান (শানচ্)]। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534981
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140514
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730756
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942948
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838499
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us