Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুখ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মুখ এর বাংলা অর্থ হলো -

(p. 708) mukha বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ);প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)।
বিণ. প্রধান (মুখপাত্র)।
[সং. √ খন্ + অ, মু আগম]।
.আলগা
বিণ. কোনোকথা বলতে বাধে না এমন।
মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা।
.কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ।
মুখ করা ক্রি বি. তিরস্কার করা।
মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা।
.খিস্তি
বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা।
মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা।
.গহ্বর
বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ।
মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা।
.চন্দ্র
বি. চাঁদের মতো সুন্দর মুখ।
.চন্দ্রিকা
বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি।
মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)।
মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)।
.চাপা
বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন।
মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা।
.চোরা
বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু।
.চ্ছটা,.চ্ছবি
বি. মুখমণ্ডলের সৌন্দর্য।
মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া।
মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা।
.ঝামটা,.নাড়া
বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার।
মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা।
মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া।
মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা।
মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া।
মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)।
মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া।
.পত্র,.পাত
বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা।
.পদ্ম-মুখকমল
-এর অনুরূপ।
.পাত্র
বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি।
.পোড়া
বি. (গালিবিশেষ) হনুমান।
মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা।
মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া।
মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া।
.ফোড়া
বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ।
মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)।
মুখ গোমড়া করা।
.বন্ধ
বি. ভূমিকা।
মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা।
.ব্যাদান
বি. হাঁ করা।
.ভঙ্গি
বি. মুখবিকৃতি, ভেংচি।
মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ।
.মণ্ডল
বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ।
মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো।
.মিষ্টি
বি. মধুর ভাষা বা কথা।
বিণ মধুরভাষী।
.রক্ষা
বি. সম্মানরক্ষা।
মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো।
.রুচি
বি. মুখের সৌন্দর্য।
.রোচক
বিণ. সুস্বাদু।
মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া।
.শুদ্ধি
বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়।
শ্রী
বি. মুখমণ্ডলের লাবণ্য।
.সর্বস্ব
বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)।
.সাপটা
বি. কথা বলা, বাক্যস্ফূর্তি।
মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা।
মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া।
.স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)।
মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)।
মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ।
মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা।
মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)।
মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা।
মুখে চুনকালি বি. কলঙ্ক।
মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া।
মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)।
মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া।
মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান।
মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্।
মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)।
কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাঝি
মিঠাই
মুরছা, মুরছা
(p. 712) murachā, murachā বি. মূর্ছা -র কোমল রূপ। ক্রি. (কাব্যে) মূর্ছিত হওয়া, মূর্ছা যাওয়া। মুরছিত বিণ. (কাব্যে) মূর্ছিত। 14)
ম্লান
মুড়া1, মোড়া
(p. 710) muḍ়ā1, mōḍ়ā বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা ('চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী': রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। ̃ নো ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
মনো-মতো
(p. 676) manō-matō বিণ. পছন্দসই, মনের মতন। [সং. মনস্ + বাং. মতো]। 159)
মাগনা
(p. 692) māganā বিণ. 1 বিনামূল্য প্রাপ্ত, অমনি-অমনি পাওয়া গেছে এমন (এত জিনিস কে আমাকে মাগনা দেবে ?); 2 ভিক্ষালব্ধ। [বাং. মাগন + আ]। 54)
মেদ
(p. 716) mēda বি. প্রাণীদেহে চামড়ার নীচে সঞ্চিত চর্বি বা বসা। [সং. মেদস্]। ̃ .বহুল বিণ. প্রচুর মেদ আছে এমন (মেদবহুল দেহ)। 17)
মঞ্জুষা, মঞ্জূষা
(p. 676) mañjuṣā, mañjūṣā বি. 1 ঝাঁপি, পেটিকা; 2 আধার (মণিমঞ্জুষা)। [সং √ মন্জ্ + উষণ্ + আ]। 34)
মুস্তাফি
মিনার
মাইল
(p. 692) māila বি. দূরত্বের পরিমাপবিশেষ, প্রায় আধক্রোশ- 1 মাইল= 176 গজ =1.69 কিলোমিটার। [ইং. mile]। ̃ .স্টোন বি. পথের পাশে কোনো নির্দিষ্ট স্হান থেকে মাইলের সংখ্যা লেখা বা খোদাই-করা পাথরের ফলক। 33)
মৌখিক
মাদ্রাসা
মুকুন্দ
(p. 707) mukunda বি. 1 মোক্ষদাতা, মুক্তিদাতা; 2 বিষ্ণু। [সং. মুকুম্ + √ দা + অ]। 33)
মোতা, মোতানো
(p. 719) mōtā, mōtānō দ্র মুতা, মুতানো। 3)
মানমন্দির
(p. 698) mānamandira দ্র. মান2। 19)
মাত্স্য
মনো-হারী
মাঞ্জা
(p. 692) māñjā বি. সুতো মজবুতধারালো করার জন্য কাচের চূর্ণ ইত্যাদি দিয়ে প্রস্তুত আঠা (ঘুড়ির মাঞ্জা) [ সং. √ মঞ্জ্ + বাং. আ]। 77)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577957
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185764
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785868
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901182
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848156
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708642
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620359

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us