Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যক্ষের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
ক্ষয়
(p. 217) kṣaẏa বি. 1 ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); 2 পরাজয় (অধর্মের ক্ষয়); 3 অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); 4 হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); 5 ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ̃ কাশ বি. যক্ষ্মারোগ, টি.বি.। ̃ ক্ষতি বি. লোকসানাদি। ̃ প্রাপ্ত বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ̃ শীল বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া-খয়া -র বানানভেদ। ক্ষয়িত বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু বিণ. ক্ষয়শীল। বি. ̃ তা। ক্ষয়ী (-য়িন্) বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর। 23)
জনেক
(p. 312) janēka বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক ('জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু': বুদ্ধ)। [বাং.মতে জন + এক]। 70)
নিড়া
(p. 461) niḍ়ā ক্রি. নিড়ানো। [হি. নিড়ানা]। ̃ নো ক্রি. শস্যক্ষেত্রে আগাছা ও ঘাস উপড়ে ফেলা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি, নিড়েন, নিড়েনি বি. 1 নিড়ানোর যন্ত্র; 2 নিড়ানোর কাজ। 5)
পরি-ণাহ, পরী-ণাহ
(p. 498) pari-ṇāha, parī-ṇāha বি. 1 বিস্তার, প্রসার ('প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা': সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]। 4)
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
যক্ষ
(p. 722) yakṣa বি. 1 ভূগর্ভে প্রোথিত ও স়ঞ্চিত ধনরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ, যক; 2 (আল.) অতি কৃপণ ব্যক্তি। [সং. যক্ষ্ + অ]। ̃ পুরী কৈলাস পর্বতের উপর অবস্হিত কুবেরের রাজধানী, অলকা। ̃ রাজ বি. ধনঐশ্বর্যের অধিদেবতা কুবের। 5)
যক্ষ্মা
(p. 722) yakṣmā (-ক্ষ্মন্) বি. ক্ষয়রোগবিশেষ, ক্ষয়কাশি, টিবিরোগ, phthisis. [সং. √ যক্ষ্ + মন্]। 6)
রাজ-রোগ
(p. 741) rāja-rōga বি. 1 অতি কঠিন ও দুরারোগ্য ব্যাধি 2 যক্ষ্মা; 3 (কৌতুকে) বড়োমানুষের উপযুক্ত ব্যাধি। [সং. রাজ4 + রোগ]। 20)
হুদ্দো
(p. 871) huddō বি. এলাকা, প্রভুত্ব বা কার্যক্ষেত্রের সীমানা, jurisdiction. [আ. হদ্]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577653
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185336
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785392
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026181
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901040
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708538
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620006

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us