Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিড়া এর বাংলা অর্থ হলো -

(p. 461) niḍ়ā ক্রি. নিড়ানো।
[হি. নিড়ানা]।
নো ক্রি. শস্যক্ষেত্রে আগাছা ও ঘাস উপড়ে ফেলা।
বি. বিণ. উক্ত অর্থে।
নি, নিড়েন, নিড়েনি বি. 1 নিড়ানোর যন্ত্র; 2 নিড়ানোর কাজ।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নেভা, নেভানো
(p. 479) nēbhā, nēbhānō যথাক্রমে নেবা ও নেবানো -র অধিকতর প্রচলিত রূপ।
নাজনে, নাজিনা
(p. 452) nājanē, nājinā বি. শজনেজাতীয় ডাঁটাবিশেষ। [তু. শজিনা]। 48)
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নেপালি
(p. 479) nēpāli বিণ. বি. নেপালের অধিবাসী বা ভাষা। বিণ. 1 নেপালে জাত বা উত্পন্ন; 2 নেপালসম্বন্ধীয়। [বাং. নেপাল + ই]। 30)
নকিব, (বর্জি.) নকীব
(p. 443) nakiba, (barji.) nakība বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন করে। [আ. নকীব্]। 23)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নমনীয়
(p. 447) namanīẏa বিণ. 1 নোয়ানো বা বাঁকানো যায় এমন (সোনা নমনীয় ধাতু); 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন (নমনীয় স্বভাব)। [সং. √ নম্ + অনীয়]। বি. ̃ তা। নম্য বিণ. 1 বাঁকানো বা নোয়ানো যায় এমন; 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন, নমনশীল; কোমল। নম্যতা বি. নমনীয়তা। 37)
নাতি1
নিরাহার
(p. 468) nirāhāra বি. অনাহার, উপবাস। বিণ. অনাহারী, উপবাসী। [সং. নির্ + আহার]। 3)
নাবো
(p. 454) nābō দ্র নাবাল। 41)
নিশ্চেষ্ট
(p. 473) niścēṣṭa বিণ. 1 চেষ্টাহীন, কোনো চেষ্টা করে না এমন; 2 অলস (নিশ্চেষ্ট মন); 3 কর্মহীন, নিষ্ক্রিয় (নিশ্চেষ্ট হয়ে বসে থাকা)। [সং. নির্ + চেষ্টা]। বি. ̃ তা। 42)
নচিকেতা
নিকাল
(p. 459) nikāla বি. বিতাড়ন, দূর করা, দূর হওয়া। বিণ. বিতাড়িত; দূরীভূত (নিকাল যাওয়া)। [হি.]। নিকালো অনু-ক্রি বেরিয়ে যাও, দূর হও (এখান থেকে নিকালো)। 10)
নয়ন-জুলি, নয়ান-জুলি
(p. 447) naẏana-juli, naẏāna-juli বি. (সচ. পথের পাশের) সরু জলনালি বা নর্দমা। [জুলি দ্র]। 55)
নশ্বর
(p. 447) naśbara বিণ. নাশ বা বিনাশ আছে এমন, নাশশীল, ক্ষয়শীল; অনিতা, অস্হায়ী (নশ্বর মানবজীবন)। [সং. √ নশ্ + বর]। ̃ তা বি. বিনাশশীলতা; অনিত্যতা। 91)
নই৩
(p. 443) ni3 বিণ. বকনা, মাদি (নই বাছুর)। [সং. নবী]। 8)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নির্মাতা
(p. 468) nirmātā দ্র নির্মাণ। 139)
নর্দমা
নস্যাত্
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544343
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150285
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1742602
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 956488
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887343
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840602
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699176
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604370

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us