Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাত্রীরা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ওয়েটিং-রুম
(p. 153) ōẏēṭi-ṃruma বি. রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামঘর। [ইং. waiting room]। 41)
কাফেলা, কাফিলা
(p. 181) kāphēlā, kāphilā বি. তীর্থযাত্রীর দল; (সাধারণত উট-আরোহী) ভ্রমণকারীর দল। [আ. কাফিলা]। 69)
ক্যাপ্টেন
(p. 210) kyāpṭēna বি. 1 দলনেতা (ফুটবল দলের ক্যাপ্টেন, মেরু অভিযাত্রীদের ক্যাপ্টেন); 2 জাহাজ স্টিমার প্রভৃতি যানের প্রধান চালক। [ইং. captain]। 124)
ঘাটিয়াল, ঘাটোয়াল
(p. 266) ghāṭiẏāla, ghāṭōẏāla বি. 1 খেয়াঘাট বা পারাপারের ঘাটের তত্ত্বাবধায়ক, পাটনি; 2 ঘাঁটিরক্ষক; 3 তীর্থস্হানে যাত্রীদের কাছ থেকে যে কর সংগ্রহ করে। [বাং. ঘাটি (ঘাঁটি) + আল ; ঘাট2 + ওয়াল]। ঘাটোয়ালি বি. 1 ঘাটিয়াল বা ঘাটোয়ালের পদ বা কাজ (তিরিশ বছর ঘাটোয়ালি করছি) ; 2 ঘাটোয়াল-এর স্ত্রীলিঙ্গ; 3 ঘাটোয়ালকে প্রদত্ত জমি। 56)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
চড়ন
(p. 276) caḍ়na বি. আরোহণ; বৃদ্ধি (দামের চড়ন)। [চড়া3 দ্র]। ̃ দার বি. 1 যানবাহনের আরোহী বা যাত্রী; 2 (আঞ্চ.) মহিলা আরোহী বা যাত্রীদের সঙ্গী পুরুষ যাত্রী। 9)
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
পরি-যাণ
(p. 499) pari-yāṇa বি. 1 মাল বা যাত্রীর যাতায়াত, traffic (স.প.); 2 বসবাসের জন্য অন্য দেশে যাওয়া, migration (পাখির পরিযাণ)। [সং. পরি + √ যা + অন]। ̃ ব্যবস্হাপক বি. পরিযাণের বন্দোবস্ত করার ভারপ্রাপ্ত আধিকারিক, traffic manager. পরি-যায়ী বিণ. যাতায়াতকারী; ভ্রমণশীল; বসবাসের জন্য অন্য দেশ গমনশীল, migratory (পরিযায়ী পাখি)। 60)
প্যাসেঞ্জার
(p. 534) pyāsēñjāra বি. গাড়ির যাত্রী (রেলের প্যাসেঞ্জার)। বিণ. যাত্রীবাহী (প্যাসেঞ্জার ট্রেন)। [ইং. passenger]। 91)
প্ল্যাট-ফর্ম
(p. 559) plyāṭa-pharma বি. 1 রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান; 2 মঞ্চ। [ইং. platform]। 21)
বগি1
(p. 573) bagi1 বি. রেলে যাত্রীবাহী গাড়ির কামরা (রেলের বগি)। [ইং. bogie]। 49)
বার্থ, বারথ
(p. 602) bārtha, bāratha বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক।[ইং. berth]। 49)
বাস৪
(p. 602) bāsa4 বি. বৃহত্ আকারের যাত্রীবাহী মোটরগাড়িবিশেষ। [ইং. bus omnibus]। 95)
বাহী2
(p. 605) bāhī2 (-হিন্) বিণ. 1 এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী, বহনকারী (ভারবাহী, যাত্রীবাহী); 2 যুগ থেকে যুগান্তরে বহনকারী (ঐতিহ্যবাহী); 3 বহে যায় এমন (পূর্ববাহী নদ)। [সং. √ বহ্ + ইন্]। বিণ. স্ত্রী. বাহিনী (পূর্ববাহিনী নদী)। 51)
বিমান
(p. 621) bimāna বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)। [সং. বি + √ মন্ + অ]। ̃ ঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase. ̃ চারী (রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী। ̃ ডাক বি. বিমানে বাহিত ডাক, airmail. ̃ বন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport. ̃ বল, ̃ বাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce. ̃ বাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)। ̃ বিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)। ̃ সেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess. 68)
বোঁচকা
(p. 646) bōn̐cakā বি. পোঁটলা, গাঁটরি; কাপড় ইত্যাদি দিয়ে বাঁধা মোট। [তুর. হি. বুকচা]. বোঁচকা-বুঁচকি বি. পোঁটলাপুঁটলি, যাত্রীর লটবহর। 15)
মিনি-বাস
(p. 705) mini-bāsa বি. অপেক্ষাকৃত ছোটো যাত্রীবাহী বাসগাড়িবিশেষ। [ইং miniature + bus]। 26)
যাত্রী
(p. 726) yātrī (-ত্রিন্) বিণ. বি. 1 যাত্রাকারী, গমনকারী (বরযাত্রী, বিলাতযাত্রী); 2 ভ্রমণকারী (তীর্থযাত্রী, বাসযাত্রী); 3 তীর্থযাত্রী ('লঙিঘতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার': নজরুল)। স্ত্রী. যাত্রিণী। 19)
রিকশ, রিকশা
(p. 743) rikaśa, rikaśā বি. মানুষে-টানা যাত্রীবাহী সচ. তিনচাকার যানবিশেষ। [ইং. rickshaw জাপ. জিন্রিকিশা]। ̃ .ওয়ালা বি. রিকশা-চালক। 42)
লট-বহর
(p. 755) laṭa-bahara বি. (প্রধান যাত্রীদের) সঙ্গের বিবিধ মালপত্র। [তু. লাট2 + বহর]। 14)
লাইফ-বেল্ট
(p. 757) lāipha-bēlṭa বি. জাহাজ ইত্যাদি ডুবে গেছে যাত্রীদের ভেসে থাকার সাহায্যে জন্য নির্মিত হাওয়া-পোরা রবারের চাকাবিশেষ। [ইং. lifebelt]। 27)
লাইফ-বোট
(p. 757) lāipha-bōṭa বি. জাহাজ ইত্যাদি পোত ভগ্ন বা মজ্জমান হলে যাত্রীদের জীবনরক্ষার্ত্রে ব্যবহৃত (এবং প্রধানত জাহাজে সংলগ্ন) ছোটো দ্রুতগামী নৌকাবিশেষ।[ইং. lifeboat]। 28)
লাগেজ
(p. 758) lāgēja বি. যাত্রীদের মালপত্র।[ইং. luggage]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534989
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140520
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942965
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603091

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us