Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যুজ্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অত্যুজ্জ্বল
(p. 14) atyujjbala বিণ. খুব উজ্জ্বল (অত্যুজ্জ্বল আলো)। [সং. অতি+উজ্জ্বল]। 55)
অনু-যোগ
(p. 30) anu-yōga বি. 1 দোষারোপ, অভিযোগ, আক্ষেপ প্রকাশ; নালিশ ('তিনি আমার অনুপস্হিতির জন্য অনুযোগ জানালেন); মৃদু র্ভত্সনা; 2 (বর্ত বিরল) প্রশ্ন, জিজ্ঞাসা। [সং. অনু + √ যুজ্ + অ]। অনু-যুক্ত বিণ. যার সম্পর্কে অনুযোগ করা হয়েছে; তিরস্কৃত; অভিযুক্ত। অনু-যোক্তা (-ক্তৃ), অনু-যোগী (-গিন্) বি. বিণ. অনুযোগকারী। অনু-যোজ্য বিণ. অনুযুক্ত বা তিরস্কৃত বা অভিযুক্ত হওয়ার যোগ্য; অনুযোগের যোগ্য। 22)
অভি-যুক্ত
(p. 50) abhi-yukta বিণ. দোষারোপ করা হয়েছে এমন, নালিশ করা হয়েছে এমন। বি. আসামি, যাকে দোষী বলা বা মনে করা হয়েছে। [সং. অভি + √ যুজ্ + ত]। অভি-যোক্তা (-ক্তৃ) বিণ. বি. নালিশ বা দোষারোপ করে এমন (ব্যক্তি), বাদী; ফরিয়াদি। 116)
অভি-যোগ
(p. 50) abhi-yōga বি. নালিশ, দোষারোপ; অনুযোগ। [সং. অভি + √ যুজ্ + অ]। অভি-যোগ্য বিণ. অভিযোগ করা য়ায এমন, নালিশ করার বা মামলা করার যোগ্য, actionable (স.প.)। 117)
অভি-যোজন
(p. 50) abhi-yōjana বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation [সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]। অভি-যোজিত বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভি-যোজ্য বিণ. অভিযোজনের যোগ্য। অভি-যোজ্যতা বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা। 118)
আয়োগ
(p. 103) āẏōga বি. 1 তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; 2 নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]। 26)
আয়োজক
(p. 103) āẏōjaka বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন। 27)
উদ্যুক্ত
(p. 128) udyukta বিণ. উদ্যোগবিশিষ্ট; বেষ্টিত; যত্নবান। [সং. উত্ + √ যুজ্ + ত]। 45)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
উপ-যুক্ত
(p. 133) upa-yukta বিণ. 1 যথাযোগ্য, উপযোগী (সে এই কাজের উপযুক্ত); 2 ন্যায্য, উচিত (উপযুক্ত শাস্তি, উপযুক্ত মূল্য); 3 সমকক্ষ, অনুরূপ; 4 যোগ্য, সমর্থ (উপযুক্ত পুত্র)। [সং. উপ + √ যুজ্ + ত]। বি. ̃ তা, উপ-যুক্তি। 31)
উপ-যোগী
(p. 133) upa-yōgī (-গিন্) বিণ. 1 উপযুক্ত (সময়োপযোগী, কালোপযোগী); 2 কার্যকর; প্রয়োজন সাধন করে এমন; 3 অনুকূল। [সং. উপ + √ যুজ্ + ইন্]। উপ-যোগিতা বি. কার্যকারিতা। 33)
উপ-যোজন
(p. 133) upa-yōjana বি. অবস্হা বা পরিস্হিতির উপযোগী করা; সামঞ্জস্যসাধন, সমন্বয়সাধন। [সং. উপ + √ যুজ্ + অন]। 34)
উপযোগ
(p. 133) upayōga বি 1 উপযুক্ততা, উপযোগীতা, যতাযোগ্যতা; 2 উপকার; 3 আবশ্যকতা; 4 কাজে ব্যবহার বা প্রয়োগ; প্রয়োজনসাধন। [সং. উপ + √ যুজ্ + অ]। 32)
জুয়া1
(p. 327) juẏā1 ক্রি. জুয়ানো। [সং. √ যুজ্]। 44)
নিযুক্ত
(p. 461) niyukta বিণ. 1 নিয়োজিত; 2 ব্রতী করানো হয়েছে এমন, প্রবৃত্ত, ব্যাপৃত (গৃহকর্মে নিযুক্ত); 3 বহাল (চাকরিতে নিযুক্ত)। [সং. নি + √ যুজ্ + ত]। নিযুক্তি বি. 1 নিয়োগ; 2 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 3 চাকরিতে বহাল করা। 107)
নিযোক্তা
(p. 461) niyōktā (-ক্তৃ) বিণ. নিয়োগকারী; বহালকারী। [সং. নি + √ যুজ্ + তৃ]। 109)
নিযোজ্য
(p. 461) niyōjya বিণ. নিয়োগ করার যোগ্য; ব্রতী বা ব্যাপৃত করার যোগ্য। [সং. নি + √ যুজ্ + য]। 110)
নিয়োগ
(p. 461) niẏōga বি. 1 প্রেরণ, প্রবর্তন, নিয়োজন (দুষ্কর্মে নিয়োগ); 2 কাজের ভার দেওয়া; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 বহাল করা (নিয়োগপত্র); 5 প্রয়োগ, স্হাপন (মনোনিয়োগ); 6 বিনিয়োগ, টাকা ইত্যাদি খাটানো (ব্যাবসাতে টাকা নিয়োগ)। [সং. নি + √ যুজ্ + অ]। ̃ পত্র বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন। বি. পদবিবিশেষ। 120)
নিয়োজক
(p. 461) niẏōjaka বিণ. নিয়োগকর্তা, নিযোক্তা। [সং. নি + √ যুজ্ + অক]। নিয়োজন বি. 1 কর্মে নিয়োগ; 2 প্রেরণ, প্রবর্তন; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 অধিকারদান। নিয়োজয়িতা (তৃ.) বিণ. নিয়োজক, নিয়োগকর্তা। নিয়োজিত বিণ. 1 নিযুক্ত; 2 প্রবর্তিত; 3 প্রযুক্ত; 4 বিনিয়োগ করা হয়েছে এমন (শিল্পে নিয়োজিত মূলধন)। নিযোজ্য বিণ. নিযুক্ত করার উপযুক্ত; প্রযোজ্য। 121)
প্রযুক্তি
(p. 550) prayukti বি. 1 প্রয়োগ; 2 শিল্পাদিতে প্রয়োগকৌশল, technique (স. প)। [সং. প্র + √ যুজ্ + তি]। ̃ বিদ্যা বি. শিল্পপ্রয়োগবিজ্ঞান, technoloty (স.প.)। 9)
প্রযুজ্য-মান
(p. 550) prayujya-māna বিণ. প্রযুক্ত হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে এমন। [সং. প্র + √ যুজ্ + শানচ্]। 10)
প্রযোক্তা
(p. 550) prayōktā (-ক্তৃ) বিণ. 1 প্রয়োগকারী; 2 নিয়োগকারী; 3 অনুষ্ঠাতা, অনুষ্ঠানকারী। [সং. প্র + √ যুজ্ + তৃ]। 11)
প্রযোজক
(p. 550) prayōjaka বিণ. বি. (বাং.) প্রয়োজক, প্রয়োগকর্তা। বি. 1 যার ব্যবস্হাপনায় ও অর্থে সিনেমা তৈরি হয়, producer; 2 (ব্যাক.) (ণিজন্ত ধাতুর প্রয়োগস্হলে) য়ে কাজ করায় (প্রযোজক ক্রিয়া)। [সং. প্র + √ যুজ্ + অক]। 12)
প্রয়োগ
(p. 550) praẏōga বি. 1 নিয়োগ; 2 ব্যবহার (ওষুধ প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ); 3 উল্লেখ (শ্লোক প্রয়োগ); 4 দৃষ্টান্ত (শব্দাদির প্রয়োগ)। [সং. প্র + √ যুজ্ + অ]। ̃ কৌশল বি. 1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল; 2 অভিনয়ের কৌশল। ̃ যোগ্য বিণ. 1 উল্লেখযোগ্য; 2 ব্যবহারযোগ্য। ̃ শালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534688
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730353
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942530
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838433
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603047

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us