Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিয়োগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিয়োগ এর বাংলা অর্থ হলো -

(p. 461) niẏōga বি. 1 প্রেরণ, প্রবর্তন, নিয়োজন (দুষ্কর্মে নিয়োগ); 2 কাজের ভার দেওয়া; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 বহাল করা (নিয়োগপত্র); 5 প্রয়োগ, স্হাপন (মনোনিয়োগ); 6 বিনিয়োগ, টাকা ইত্যাদি খাটানো (ব্যাবসাতে টাকা নিয়োগ)।
[সং. নি + √ যুজ্ + অ]।
পত্র
বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন।
বি. পদবিবিশেষ।
120)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিষ্কর্ম
(p. 473) niṣkarma বিণ. কর্মহীন। বি. (বাং.) কর্মহীনতা; অবসর। [সং. নিষ্কর্মন্]। 61)
নিরা-করণ
নম-শূদ্র
নিগমন
(p. 460) nigamana বি. নির্গমন, বাইরের যাওয়া, বেরিয়ে যাওয়া (নিগমন পথ)। তু. বিপ. আগমন। [সং. নি + √ গম্ + অন]। 8)
নাকা1
(p. 452) nākā1 বিণ. খোনা, নাকি। [বাং. নাক2 + আ]। 3)
নিট2
(p. 461) niṭa2 বিণ. 1 আনুষঙ্গিক খরচখরচা বাদে যা থাকে এমন (নিট আয়, নিট লাভ); 2 মোটমাট যা দাঁড়ায় এমন (এত পরিশ্রমের ফলে নিট লাভ কী হল?)। [ইং. net]। 3)
নিরেস
(p. 468) nirēsa বিণ. নিকৃষ্ট, খারাপ, বাজে (নিরেস মাল)। [তু. সং. নীরস; তু. বিপ. সরেস]। 34)
নির্যাণ
(p. 473) niryāṇa বি. 1 পশুর পা বাঁধার দড়ি; 2 ভারবাহী পশুর পিঠের আসন; 3 নির্গমন, বেরিয়ে যাওয়া; 4 মুক্তি, মোক্ষ, নির্বাণ। [সং. নির্ + √ যা + অন]। 4)
নয়নানন্দ
নেশা
(p. 480) nēśā বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর); 4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)। [আ. নেশা]। নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা। ̃ খোর বি. মাদকসেবী। 10)
নাদ2
(p. 454) nāda2 বি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মল বা বিষ্ঠা। [দেশি]। 14)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নির্জন
(p. 468) nirjana বিণ. জনহীন, নিভৃত (নির্জন প্রান্তর)। বি. নিরালা জায়গা, জনহীন স্হান (এই নির্জনে তারা কী করছে?)। [সং. নির্ + জন]। ̃ তা বি. জনহীনতা (সকলে নির্জনতা পছন্দ করে না)। 49)
নির্জিত
(p. 468) nirjita বিণ. 1 পরাজিত, দমন করা বা পরাভূত করা হয়েছে এমন (নির্জিত শত্রু); 2 বশীভূত, বশীকৃত (গুণনির্জিত ভক্ত অর্থাত্ গুণমুগ্ধ)। [সং. নির্ + √ জি + ত]। 54)
নিহাই, নেহাই
(p. 475) nihāi, nēhāi বি. কামার যে লৌহখণ্ডের উপর ধাতু রেখে পিটিয়ে পাত প্রস্তুত করে ('নেহাইতে পেটা কত ইস্পাতে': অ. মি.)। [ সং. নিধাপিকা]। 68)
নট2
নিবন্ধন
ন্যাংটা, ন্যাংটো
(p. 481) nyāṇṭā, nyāṇṭō বিণ. নগ্ন, উলঙ্গ; বিবস্ত্র। [সং. নগ্নাট]। 28)
-নিভ
নগণ্য
(p. 444) nagaṇya বিণ. 1 গণনার অযোগ্য (সংখ্যা নগণ্য); 2 তুচ্ছ, সামান্য, উপেক্ষা করার মতো, বাজে (নগণ্য লোক)। [সং. ন + গণ্য]। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534704
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140233
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730390
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942563
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883499
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838441
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696603
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us