Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যোজনা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-রোপণ
(p. 17) adhi-rōpaṇa বি. 1 আরোহণ করানো; 2 ধনুকে শরযোজনা। [সং. অধি+√ রোপি (রুব্+ণিচ্)+অন]। 89)
অভি-যোজন
(p. 50) abhi-yōjana বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation [সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]। অভি-যোজিত বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভি-যোজ্য বিণ. অভিযোজনের যোগ্য। অভি-যোজ্যতা বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা। 118)
আখর
(p. 82) ākhara বি. 1 অক্ষর; বর্ণ; 2 কীর্তন গানে মূল পদের সঙ্গে সংযোজিত বা জুড়ে দেওয়া পদ (আখর দেওয়া গান)। [সং. অক্ষর]। 23)
উপ-যোজন
(p. 133) upa-yōjana বি. অবস্হা বা পরিস্হিতির উপযোগী করা; সামঞ্জস্যসাধন, সমন্বয়সাধন। [সং. উপ + √ যুজ্ + অন]। 34)
এবং
(p. 148) ēba অব্য. (মূল সং. অর্থ) এই, এইপ্রকার, এমন (এবংবিধ, এবম্প্রকার); (বাং.) আর, অধিকন্তু (সচ. দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ ও বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় (সে পরীক্ষায় পাশ করেছে এবং বৃত্তি পেয়েছে; রাম এবং শ্যাম; রামের ছেলে এবং শ্যামের ছেলে)। [সং. এবম্]। এবংবিধ, এবম্প্রকার বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)। 6)
কবজা, কব্জা
(p. 164) kabajā, kabjā বি. 1 কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; 2 (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক'ব্জ্]। কবজা করা ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)। 9)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
ঘটন
(p. 265) ghaṭana বি. সংঘটন, ঘটা, হওয়া; 2 যোজন (অঘটন-ঘটন); 3 বিধির নির্বন্ধ। [সং. √ঘট্ + অন]। 8)
ঘটনা
(p. 265) ghaṭanā বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে। 9)
ঘটিত
(p. 265) ghaṭita বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত। 18)
জাত৩
(p. 321) jāta3 বিণ. 1 জন্মেছে এমন (সদ্যোজাত); 2 উত্পন্ন (ক্ষেত্রজাত)। বি. 1 জন্ম (জাতকর্ম); 2 সমূহ (দ্রব্যজাত)। [সং. √ জন্ + ত]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। ̃ কোপ, ̃ ক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ। বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ। ̃ পত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা। ̃ পুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান। ̃ বেদা, ̃ বেদাঃ (-দস্) বি. অগ্নিদেব।̃ মাত ্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে বিণ.ণ. সদ্যোজাত। ̃ শত্রু বি. আজন্ম শত্রু। বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন। 8)
জুড়া2, জোড়া
(p. 327) juḍ়ā2, jōḍ়ā ক্রি. 1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না); 2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া); 3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল); 4 ব্যাপ্ত করা ('আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে': রবীন্দ্র)। বি. উক্ত সব অর্থে।[প্রাকৃ. √জোড় সং. √ যোজি]। ̃ নো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। [জোড়া2 দ্র]। 31)
জুতা1, জোতা
(p. 327) jutā1, jōtā ক্রি. (গাড়ি, লাঙল ইত্যাদিতে প্রধানত পশুদের) যোজিত করা। বি. উক্ত অর্থে। [প্রাকৃ. যুত্ত সং. যুক্ত]। ̃ নো ক্রি. (গাড়ি ইত্যাদিতে) যোজিত করানো। বি. উক্ত অর্থে। 36)
জোড়া2
(p. 330) jōḍ়ā2 বিণ. 1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি); 2 যোজিত (লাঙলে ছোড়া বলদ); 3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি); 4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)। [জুড়া, জোড়া1 দ্র]। 7)
জোতা
(p. 330) jōtā ক্রি. যুক্ত বা যোজিত করা; সংযোজিত করা (এখন গাড়িতে বলদ জোতা হয়নি)। [জুতা1 দ্র]। 12)
জ্যা
(p. 331) jyā বি. 1 ধনুকের গুণ বা ছিলা; 2 (জ্যামি.) বৃত্তাংশের দুই প্রান্ত যোজনাকারী রেখা, chord; 3 পৃথিবী।[সং. √ জ্যা + ক্বিপ্]। ̃ নির্ঘোষ বি. ধনুকের টংকার। ̃ রোপণ বি. ধনুকে গুণ বা ছিলা পরানো। 47)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
প্রযোজক
(p. 550) prayōjaka বিণ. বি. (বাং.) প্রয়োজক, প্রয়োগকর্তা। বি. 1 যার ব্যবস্হাপনায় ও অর্থে সিনেমা তৈরি হয়, producer; 2 (ব্যাক.) (ণিজন্ত ধাতুর প্রয়োগস্হলে) য়ে কাজ করায় (প্রযোজক ক্রিয়া)। [সং. প্র + √ যুজ্ + অক]। 12)
বিনিয়োজিত
(p. 618) biniẏōjita বিণ. 1 বিনিয়োগ করা হয়েছে এমন; 2 অর্পিত; 3 প্রেরিত; 4 নিযুক্ত; 5 প্রবর্তিত। [সং. বি + নি + √ যোজি + ত]। 7)
মণ্ডল
(p. 676) maṇḍala বি. 1 গোলাকার স্হান, গোলক (ভূমণ্ডল); 2 চক্র, বেড়, পরিধি (বায়ুমণ্ডল); 3 সমূহ, সংঘ (মন্ত্রীমণ্ডল, নক্ষত্রমণ্ডল); 4 দেবতার অধিষ্ঠানচক্র; 5 বৃহত্ রাজ্য, সাম্রাজ্য (মণ্ডলেশ্বর); 6 দেশ, সীমাবদ্ধ ভূমিভাগ (ব্রজমণ্ডল); 7 (বাং.) গ্রামের প্রধান ব্যক্তি, মোড়ল। [সং √ মণ্ড্ + অল়]। মণ্ডলাকার বিণ. গোল, গোলাকার। মণ্ডলাধীশ, মণ্ডলেশ্বর বি. সম্রাট, রাজচক্রবর্তী; চল্লিশ যোজন বিস্তৃত রাজ্যের অধিপতি। মণ্ডলী বি. 1 সমূহ (জ্যোতিষ্কমণ্ডলী); 2 চক্র, বৃত্ত (মণ্ডলী হয়ে বসা)। 55)
মেরু-দণ্ড
(p. 717) mēru-daṇḍa বি. 1 শিরদাঁড়া; 2 পৃথিবীর মেরুদ্বয়ের সংযোজক কল্পিত রেখা। [মেরু. দ্র]। ̃ .হীন বিণ. 1 শিরদাঁড়াহীন; 2 দুর্বল, ভীরু। মেরু-দণ্ডী (-ণ্ডিন্) বিণ. মেরুদণ্ডবিশিষ্ট (মেরুদণ্ডী প্রাণী) 2)
যূষ
(p. 728) yūṣa বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতুনির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)। 22)
যোজক
(p. 728) yōjaka বি. (ভূগো.) দুই বৃহত্ স্হলভাগের মধ্যে সংযোগ স্হাপন করে এমন সংকীর্ণ স্হলভাগ, isthmus. বিণ. সংযোগকারী। [সং. √ যুজ্ + ণিচ + অক]। 46)
যোজন
(p. 728) yōjana বি. 1 একত্র বা যুক্ত করা; 2 জোড়া, সাঁটা; 3 নিয়োগ, নিয়োজন; 4 সংঘটন; 5 চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। ̃ .গন্ধা বি. 1 কস্তুরী; 2 ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা। যোজনা বি. 1 একত্র করা, যুক্ত করা; 2 নিয়োজন; 3 সংযোগ (শব্দযোজনা); 4 রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534892
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140430
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730655
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942848
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us