(p. 266) ghara বি. 1 গৃহ বা
বাড়ি, বাসভবন; 2
প্রকোষ্ঠ, কক্ষ
(পড়ার ঘর,
বসবার ঘর) ; 3
মন্দির (ঠাকুর ঘর); 4
পরিবার (এ
পাড়ায় চল্লিশ ঘর
লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট
রন্ধ্র, ছিদ্র, ঘাট
(জামায় বোতামের ঘর) ; 7 ভিতর,
অন্তর, মধ্য (ঘরের কথা,
ঘরে-বাইরে); 8
স্হান, বিষয় (জমার ঘরে
শূন্য)। [সং. গৃহ
প্রাকৃ. ঘর]।
ঘর-আলো-করা বিণ. গৃহ বা
সংসারের শোভা
বৃদ্ধি করে এমন
(ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা
সংসারের শোভা
বৃদ্ধি করা (ঘর আলো করে
চাঁদের মতো ছেলে
জন্মাল)। ঘর করা ক্রি.
গৃহিণী বা বধূ হয়ে
সংসারে বাস করা
(শ্বশুরের ঘর করা,
স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ
আঁকা। ঘর
জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন
দেওয়া; 2 (আল.)
পরিবারের সুখশান্তি নষ্ট করা বা
পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর
জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি.
বাড়ি তৈরি করা (এই
সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি.
পরিবারের শান্তি বা
মানসম্মান নষ্ট করা। ঘর
পাওয়া ক্রি. 1
বাসাবাড়ি সংগ্রহ করা; 2
(বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য)
উপযুক্ত বংশ
অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর
বাঁধা ক্রি. 1 বসতি
স্হাপন করা; 2
বিবাহাদি করে
সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল
প্রতীক্ষায় ক্রমাগত ঘরের
বাইরে যাওয়া ও
ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র
অনুরূপ। ঘরে আগুন
দেওয়া ক্রি. (আল.)
পরিজনদের ধ্বংসসাধন করা;
সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে
ক্রি-বিণ. ঘরের
ভিতরে ও
বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব
হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা
পরিবারের এবং নিজ
পক্ষের গুপ্ত বা
অন্তরঙ্গ কথা বা
ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ
তাড়ানো ক্রি. বি.
অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের
শত্রু স্বজনের বা
স্বদলের শত্রুতাসাধনকারী। ̃
কন্না, ̃ করনা বি.
গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1
গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2
অমিশুক, অসামাজিক। ঘর ঘর
ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা
পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃
ছাড়া বিণ. 1
গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে':
রবীন্দ্র); 2
গৃহত্যাগী, বৈরাগী। ̃
জামাই বি. যে
পুরুষ বিবাহের পর
শ্বশুরালয়ে বাস করে। ̃
জোড়া বিণ.
সমস্ত ঘর
জুড়ে থাকে
অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃
জ্বালানে বিণ.
পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন।
স্ত্রী. ̃
জ্বালানি। ঘর-ঘর বি.
আত্মপর, আপনপর। ̃
পোড়া বিণ. 1 যার ঘর
পুড়েছে এমন; 2 (আল.)
পরিবারের বা
আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি.
হনুমান। ঘর-পোড়া গোরু
সিঁদুরে মেঘ
দেখলে ডরায়
একবার অগ্নিদাহ থেকে
রক্ষা পেয়েছে এমন গোরু
সিঁদুর-রাঙা মেঘ
দেখলে তাকে
অগ্নিশিখা ভাবে
শঙ্কিত হয়; (আল.)
একবার বিপদ থেকে
রক্ষা পেলে লোকে
তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ.
গৃহপালিত। ̃ বর বি.
স্বামী ও তার
বংশমর্যাদা (ঘরবর দেখে
মেয়ের বিয়ে
দেওয়া)। ̃
বাড়ি বি.
বাসগৃহাদি। ̃
ভাঙানে বিণ.
গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃
ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ
গৃহাভিমুখী। ̃
সংসার বি.
গৃহস্হালি ও
সাংসারিক কাজকর্ম। ̃
সন্ধানী বিণ.সংসারের বা
পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন
(ঘরসন্ধানী বিভীষণ)। 29)