Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

র্যালি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকুল
(p. 3) akula বি. 1 মর্যাদাহীন অকুলীন বা নীচ বংশ; 2 অঘর, যে বংশের সঙ্গে উচ্চবংশীয়দের বিবাহাদি সামাজিক ক্রিয়াকলাপ অচল। [সং. ন+কুল]। 17)
অকুলীন
(p. 3) akulīna বিণ. 1 কুলীন বংশজাত নয় এমন; 2 বংশমর্যাদাহীন। [সং. ন+কুলীন]। 19)
অগৌরব
(p. 7) agauraba বি. 1 অমর্যাদা, অসম্মান; 2 অখ্যাতি, অপযশ। [সং. ন+গৌরব]। 10)
অগ্রিম
(p. 8) agrima বিণ. 1 প্রথম, জ্যেষ্ঠ; 2 প্রধান, শ্রেষ্ঠ; 3 আগাম, অগ্রে দেয় বা দেওয়ার। [সং. অগ্র+ইম]। ̃ ক বি. কার্যারম্ভের পূর্বেই মূল্যের বা পারিশ্রমিকের যে অংশ দেওয়া হয়, আগাম, বায়না, advance (স.প.)। অগ্রিম চুক্তি আগাম চুক্তি, forward contract. 11)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অধি-দেব, অধি-দেবতা, অধি-দৈবত
(p. 17) adhi-dēba, adhi-dēbatā, adhi-daibata বি. 1 অধিষ্ঠিত দেবতা; 2 অন্তর্যামী; পরমেশ। [সং. অধি+দেব, দেবতা, দৈবত]। 66)
অনু-ধাবন
(p. 28) anu-dhābana বি. 1 পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; 2 অনুসন্ধান; 3 মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)। [সং. অনু + ধাবন]। অনু-ধাবিত বিণ. অনুধাবন করা হয়েছে এমন। অনু-ধাবনীয় বিণ. অনুধাবন করার যোগ্য, অনুধাবন করা উচিত এমন। 19)
অন্তর
(p. 32) antara বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ̃ জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ̃ টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ̃ স্হ বিণ. মনোগত। 31)
অন্তর্যামী
(p. 34) antaryāmī (-মিন্) বিণ. অন্তরের কথা জানেন এমন। বি. যিনি অন্তরে অর্থাত্ মনে অবস্হান করেন এবং. মনের সমস্ত কথা জানেন; ঈশ্বর। [সং. অন্তর্ + √ যামি + ইন্]। 25)
অন্বীক্ষা
(p. 34) anbīkṣā বি. 1 পর্যালোচনা; 2 অন্বেষণ; 3 অনুমান। [সং. অনু + √ ঈক্ষ্ + অ + আ]। 50)
অপ-মান
(p. 34) apa-māna বি. অসম্মান, অবমাননা, মর্যাদাহানি, লাঞ্ছনা। [সং. অপ + মান]। অপ-মানিত বিণ. অসম্মানিত, অপমান করা হয়েছে এমন; লাঞ্ছিত। 116)
অপরাহ্ন
(p. 34) aparāhna বি. দিনের শেষ ভাগ, মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকাল। [সং. অপর + অহ্ন]। 132)
অপরি-মাণ
(p. 34) apari-māṇa বিণ. 1 পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; 2 প্রচুর। [সং. ন + পরিমাণ। অপরি-মিত বিণ. মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়); অসংযত। অপরি-মেয় বিণ. পরিমাণ স্হির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)। 149)
অপর্যাপ্ত
(p. 39) aparyāpta বিণ. 1 প্রচুর, অঢেল; যথেষ্ট; প্রয়োজনের চেয়ে বেশি; 2 অপ্রচুর; মোটেই যথেষ্ট নয় এমন। [সং. ন + পর্যাপ্ত]। 14)
অপাঙ্ক্তেয়
(p. 40) apāṅktēẏa বিণ. 1 এক পঙ্ক্তিতে বসার যোগ্য নয় এমন; 2 জাতিচ্যুত, একঘরে; 3 গুরুত্বহীন, মর্যাদাহীন। [সং. ন + পঙ্ক্তি + এয়]। 4)
অফিস
(p. 43) aphisa বি. কোনো প্রতিষ্ঠানের দফতর বা কার্যালয়। [ইং. office]। অফিসার বি. পদস্হ কর্মচারী। [ইং. officer। 18)
অফুরন্ত, অফুরান
(p. 43) aphuranta, aphurāna বিণ. ফুরায় না এমন, অশেষ (অফুরন্ত অবসর, অফুরান ভালোবাসা); অপর্যাপ্ত। [সং. ন + বাং √ ফুরা + অন্ত, আন]। 20)
অবেক্ষণ, অবেক্ষা
(p. 50) abēkṣaṇa, abēkṣā বি. 1 দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); 2 পরিদর্শন, inspection; 2 পর্যবেক্ষণ; 4 অনুসন্ধান; 5 পর্যালোচনা, supervision. [সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]। অবেক্ষক বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণীয় বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য। অবেক্ষ-মাণ বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষ-মাণা। অবেক্ষাধীন বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন। অবেক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন। অবেক্ষ্য-মাণ বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন। 8)
অভি-মান
(p. 50) abhi-māna বি. 1 অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান); 2 প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য সাময়িক দুঃখ ('সব রাগ অভিমান হঠাত্ ভুলিয়া গেলাম': শরত্)। [সং. অভি + মান]। অভি-মানী (-নিন্) বিণ. বি. অভিমানকারী; গর্বিত; অতিরিক্ত আত্মমর্যাদাসম্পন্ন। স্ত্রী. অভি-মানিনী। 111)
অমর্যাদা
(p. 57) amaryādā বি. মর্যাদা বা সম্মানের অভাব; অপমান, অনাদর; অবজ্ঞা। [সং. ন + মর্যাদা]। অমর্যাদ বিণ. মর্যাদাহীন; সীমাহীন। 7)
অসম্ভ্রম
(p. 70) asambhrama বি. অমর্যাদা, অসম্মান; অনাদর। [সং. ন + সম্ভ্রম]। অসম্ভ্রান্ত বিণ. মর্যাদাহীন, মানসম্মান নেই এমন; রুচিহীনতার পরিচায়ক। 36)
অসম্মান
(p. 70) asammāna বি. অমর্যাদা, সম্ভ্রম বা সম্মানের অভাব; অপমান; অনাদর। [সং. ন + সম্মান]। অসম্মানিত বিণ. অপমান করা হয়েছে এমন, অপমানিত। ̃ জনক বিণ. অমর্যাদাকর, মানহানিকর, সম্মানহানি হয় এমন। অসম্মাননা বি. অসম্মান। 38)
আচার্য
(p. 85) ācārya বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী। 10)
আতর1
(p. 85) ātara1 বি. 1 সুগন্ধ ফুলের নির্যাস; 2 ফুল মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল। [আ. ইত্র্]। ̃ দান বি. আতর রাখার পাত্র। 117)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140657
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730975
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943160
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us