Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লন্ক্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অনির্বাণ
(p. 25) anirbāṇa বিণ. 1 নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; 2 নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); 3 জ্বলন্ত; 4 (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]। 54)
অব-লম্ব
(p. 46) aba-lamba বি. অবলম্বন, আশ্রয়। বিণ. লম্বমান, ঝুলছে এমন, ঝুলন্ত। [সং. অব + √ লম্ব্ + অ]। 6)
অব-লম্বন
(p. 46) aba-lambana বি. 1 আশ্রয়, নির্ভর, ভরসা (চাকরিই তার একমাত্র অবলম্বন); 2 গ্রহণ, ধারণ (সন্ন্যাস অবলম্বন, পক্ষ অবলম্বন)। [সং. অব + লম্ব্ + অন]। অব-লম্বিত বিণ. 1 গৃহীত; 2 আশ্রিত; 3 লম্বমান, ঝুলন্ত। অব-লম্বী (-ম্বিন্) বিণ. অবলম্বন করেছে এমন; নির্ভরকারী, আশ্রয়কারী; ঝুলছে এমন। 7)
অলাত
(p. 64) alāta বি. 1 জ্বলন্ত কয়লা, জ্বলন্ত অঙ্গার; 2 আধাপোড়া কাঠ। [সং. ন + √ লা + ত]। ̃ .চক্র বি. জ্বলন্ত অঙ্গার বা জ্বলন্ত কাঠ বেগে ঘোরালে যে চক্রকার আগুনের রেখা দেখা যায়; চক্রের মতো আগুনের রেখা। ̃ .শিলা বি. পাথুরে কয়লা। 20)
আংরা, আঙরা
(p. 77) āṃrā, āṅarā বি. 1 জলন্ত অঙ্গার, জলন্ত কয়লা; 2 জলন্ত অঙ্গারের মতো লাল রং। [সং. অঙ্গার]। 46)
আলাত
(p. 106) ālāta বিণ. অলাত বা জ্বলন্ত অঙ্গারসম্বন্ধীয়। [সং. অলাত + অ]। বি. জ্বলন্ত অঙ্গার। 19)
আলেয়া
(p. 106) ālēẏā বি. 1 (সাধারণত রাতে) জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে, will-o-the-wisp; 2 (আল.) বিভ্রান্তিকর বস্তু, প্রহেলিকা। আলেয়ার আলো (আল.) মিথ্যা মায়া। 57)
উদ্দীপ্ত
(p. 127) uddīpta বিণ. 1 জ্বলে উঠেছে এমন, প্রজ্বলিত, জ্বলন্ত; 2 আলোকিত; 3 উত্তেজিত, অনুপ্রাণিত (কল্পনাকে উদ্দীপ্ত করা)। [সং. উত্ + দীপ্ত]।
উল্কা
(p. 133) ulkā বি. 1 আকাশ থেকে প্রবল বেগে পড়ে এমন জ্বলন্ত প্রস্তর; বায়ব্য আলোক; আকাশে অতিদ্রুত সঞ্চরণশীল অগ্নিপিণ্ড, meteor, shooting star; 2 মশাল। [সং. √ উল্ + ক + আ]। ̃ পাত বি. উল্কা পড়া। ̃ পিণ্ড বি. আকাশে ধাবমান অগ্নিপিণ্ড। ̃ বেগে ক্রি-বিণ. উল্কার গতির মতো দ্রুত বেগে। ̃ মুখী বি. 1 খেঁকশিয়ালি; 2 সদাক্রুদ্ধ স্ত্রীলোক; 3 আলেয়া। 167)
উল্মুক
(p. 133) ulmuka বি. 1 আধপোড়া কাঠ; 2 জ্বলন্ত অঙ্গার। [সং. √ উল্ + মুক]। 169)
ওলন্দাজ
(p. 153) ōlandāja বি. হল্যাণ্ডের অধিবাসী. ডাচ। [ফ. Hollandaise, মূল ফ. উচ্চারণ অলাঁদেজ্; Holandes, মূল পো. উচ্চারণ ওলাঁদেশ]। 55)
কলঙ্ক
(p. 169) kalaṅka বি. 1 তামা পিতল ইত্যাদি ধাতুপাত্রের দাগ বা মালিন্য; 2 মরচে; 3 অখ্যাতি; 4 কেলেঙ্কারি। [সং. ক + √ লন্ক্ + অ]। কলঙ্কিত বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত। বিণ. (স্ত্রী.) কলঙ্কিতা। কলঙ্কী (-ঙ্কিন্) বিণ. দুর্নামগ্রস্ত, কলঙ্কগ্রস্ত। বিণ. (স্ত্রী.) কলঙ্কিনী। 43)
গার়্ড
(p. 246) gār়ḍa বি. 1 রক্ষী; 2 (পরীক্ষা ইত্যাদিতে) নজরদার invigilator; 3 চলন্ত রেলগাড়ির ভারপ্রাপ্ত কর্মচারীবিশেষ। [ইং. guard]। গার়্ড করা ক্রি. বি. নজর রাখা ও আটকানো বা ঠেকানো; আড়াল করে রাখা এবং রক্ষা করা। গার্ড দেওয়া ক্রি. বি. পাহারা দেওয়া; নজরদারি করা। 90)
গোলন্দাজ
(p. 256) gōlandāja বি. যে সৈনিক কামান দাগে; সে সৈনিক গোলা ছোড়ে। [হি. গোলা + ফা. অন্দাজ]। গোলন্দাজি বি. গোলন্দাজের বৃত্তি বা কাজ। বিণ. গোলন্দাজসম্বন্ধীয়। 143)
ঘড়-ঘড়
(p. 265) ghaḍ়-ghaḍ় অব্য. বি. 1 কণ্ঠনালিতে শ্লেষ্মাজনিত আওয়াজ (গলার ঘড়ঘড়); 2 চলন্ত গাড়ির চাকার শব্দ। [দেশি-ধ্বন্যা.]. 24)
ঘর্ঘর
(p. 266) gharghara বি. চলন্ত গাড়ির চাকার শব্দ বা ওইজাতীয় শব্দ (ঘোড়ার গা়ড়ির ঘর্ঘর শব্দে কান পাতা যায় না)। [সং. ধ্বন্যা. ঘর্ঘর + অ (অস্ত্যর্থে)]। ঘর্ঘরিত বিণ. ঘর্ঘর শব্দে ধ্বনিত, মুখরিত বা পূর্ণ। 37)
চরিষ্ণু
(p. 279) cariṣṇu বিণ. বিচরণশীল, গমনশীল, চলন্ত, জঙ্গম। [সং. √চর্ + ইষ্ণু]। 36)
চল-মান
(p. 281) cala-māna বিণ. চলন্ত, চলছে এমন (চলমান জীবন)। [সং. √চল্ + শানচ্ (পাণিনির সূত্রমতে শীল অর্থে]। 7)
চলতি
(p. 281) calati বিণ. 1 চলছে এমন, চলন্ত (চলতি গাড়ি); 2 প্রচলিত (চলতি কথা, চলতি রীতি); 3 সামাজিক, বিশেষত বৈবাহিক, সম্পর্কস্হাপনের যোগ্য (চলতি ঘর)। [বাং. √চল্ + তি]। 3)
চলন্ত
(p. 281) calanta বিণ. চলছে এমন, গতিশীল (চলন্ত ট্রেন, চলন্ত গাড়ি)। [সং. √চল্ + বাং. অন্ত]। 6)
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
চিমটা
(p. 290) cimaṭā বি. জ্বলন্ত কয়লা কাঠ ইত্যাদি বা তপ্ত কোনোকিছু ধরবার জন্য লোহার তৈরি যন্ত্রবিশেষ। [দেশি-তু. হি. চিম্টা]। 29)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জহর-ব্রত
(p. 312) jahara-brata বি. আত্মসম্মান রক্ষার জন্য রাজপুত রমণীদের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে বা বিষপান করে মৃত্যুবরণের ব্রত। [ফা. যহ্র + সং. ব্রত]। 184)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535115
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140617
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730926
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943116
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us