Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লম্বাটে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-লম্ব
(p. 31) anu-lamba বিণ. লম্বালম্বি, খাড়াই বরাবর। [সং. অনু + লম্ব]। 9)
আমড়া
(p. 101) āmaḍ়ā বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। ̃ গাছি বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ। 6)
আয়তি2
(p. 101) āẏati2 বি. দৈর্ঘ্য, লম্বার দিকে বিস্তার; আয়তন। [সং. আ + √ যম্ + তি]। 66)
কাঁকুড়
(p. 174) kān̐kuḍ় বি. 1 কাঁচা বা অপক্ব ফুটি; 2 শস্যজাতীয় সবুজ রঙের লম্বাটে ফলবিশেষ। [সং. কর্কটি]। 49)
খাড়া
(p. 226) khāḍ়ā বিণ. 1 সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন (এক পায়ে খাড়া হয়ে আছে); 2 লম্বভাবে অবস্হিত, perpendicular (খাড়া পাহাড়); 3 একটানা, পুরো (খাড়া দুই ক্রোশ পথ)। বি. ডাঁটা (সজনের খাড়া)। [দেশি]। ̃ ই বি. উচ্চতা। ̃ খাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)। 21)
চম-চম
(p. 279) cama-cama বি. ছানার তৈরি লম্বাটে ধরনের মিষ্টান্নবিশেষ। [হি. চম্চম্]। 10)
ছিপ1
(p. 304) chipa1 বি. দ্রুতগামী সরু ও লম্বাটে নৌকাবিশেষ। [সং. ক্ষিপ্র]। 75)
টানা1
(p. 343) ṭānā1 বি. 1 কাপড়ের লম্বা দিকের সুতো; 2 দেরাজ, (টানওয়ালা টেবিল)। [টানা2 দ্র]। ̃ পোড়েন বি. 1 কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; 2 (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)। 28)
ঢেঙা, ঢ্যাঙা
(p. 362) ḍhēṅā, ḍhyāṅā বিণ. লম্বা, লম্বাটে; বেমানানধরনের লম্বা (ঢেঙা লোক) [হি. ঢঙ্গা]। 12)
দশা-সই
(p. 401) daśā-si বিণ. লম্বাচওড়া, যেমন লম্বা তেমনি চওড়া বা স্বাস্হ্যবান (দশাসই চেহারা)। [সং. দশা + ফা. সই]। 16)
দিঘ
(p. 408) digha বি. (আঞ্চ.) দৈর্ঘ্য (আড়েদিঘে)। বিণ. (প্রা. বাং.) দীর্ঘ। [ সং. দীর্ঘ]। ̃ ল বিণ. (সচ. কাব্যে) দীর্ঘ, লম্বাটে (দিঘল আঁখি)। 9)
দৈর্ঘ্য
(p. 421) dairghya বি. 1 দীর্ঘতা (পথের দৈর্ঘ্য, সময়ের দৈর্ঘ্য); 2 খাড়াই, লম্বাই, লম্বা দিকের মাপ। [সং. দীর্ঘ + য]। 65)
দোপাট্টা
(p. 421) dōpāṭṭā বিণ. 1 দুই ভাগে বিভক্ত; দুই স্তরে বিন্যস্ত (দোপাট্টা দাড়ি); 2 মাঝে লম্বালম্বি জোড়া দেওয়া হয়েছে এমন (দোপাট্টা চাদর)। [হি. দো + বাং. পাট্টা ( হি. পট্টা)]। 89)
পটোল
(p. 486) paṭōla বি. গ্রীষ্মের সুপরিচিত সবজিফলবিশেষ। [সং. √ পট্ + ওল]। ̃ চেরা বিণ. (চোখ সম্বন্ধে) লম্বালম্বি দ্বিখণ্ডিত পটোলের মতো আকারবিশিষ্ট, দীর্ঘ ও আয়ত। ̃ পাতা, ̃ লতা বি. পলতা। 22)
পারা2
(p. 513) pārā2 অব্য. বিণ. সদৃশ, মতো, তুল্য (পাগলপারা, লম্বাপারা লোক)। [সং. প্রায়]। 114)
ফালা
(p. 564) phālā বি. লম্বা টুকরো। [সং. কাল + বাং. আ]। ফালা দেওয়া, ফালা করা ক্রি. বি. লম্বালম্বি কাটা। ফালা-ফালা বিণ. ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে এমন। ফালা ফালা করা ক্রি. বি. একেবারে ছিঁড়ে ফেলা; লম্বা লম্বা টুকরো করে ছেঁড়া।
বেবুন
(p. 641) bēbuna বিণ. (প্রধানত দক্ষিণ এশিয়া ও আফ্রিকার) লম্বামুখ বড়ো বাঁদরবিশেষ। [ইং. baboon]। 18)
ভাঙন2
(p. 660) bhāṅana2 বি. সাদা আঁশওয়ালা লম্বাটে গড়নের সুস্বাদু মাছবিশেষ। [দেশি]।
রাঙা
(p. 738) rāṅā বিণ. 1 রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ); 2 ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)। [সং. রঙ্গ + বাং. আ]। ̃ আলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ। ̃ নো ক্রি. বি. 1 ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); 2 লাল রঙে রঞ্জিত করা; 3 রঞ্জিত করা (কাপড় রাঙানো); 4 আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। বিণ উক্ত সব অর্থে। ̃ বাস বি. গেরুয়া বস্ত্র। ̃ মাটি বি. গিরিমাটি। ̃ মুলো বি. 1 লাল রঙের মুলো; 2 (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি। 50)
লম্ব
(p. 756) lamba বি. 1 দীর্ঘ রেখা; 2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular বিণ. 1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন; 2 দীর্ঘ; 3 খাড়া, ঋজু; 4 সমকোণে অবস্হিত।[সং. √ লম্ব্ + অ]। ̃ .কর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট। বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব। ̃ চ্ছেদ বি. লম্বালম্বি কাটা। ̃ ন বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন। ̃ .মান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)। ̃ .শাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ। ̃ .শাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত। 17)
লম্বা
(p. 756) lambā বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। ̃ ই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। ̃ ই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। ̃ .চওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান। লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর। ̃ টে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা। লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া। ̃ .লম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)। লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া। 19)
শোল
(p. 786) śōla বি. আঁশযুক্ত কালো লম্বাটে মাছবিশেষ। [সং. শকুল]। 2)
সটান
(p. 801) saṭāna বিণ. 1 একটানা, সোজা (সটান রাস্তা); 2 টানটান, অবক্র (বিছানায় শুয়ে সটান হওয়া)। ক্রি-বিণ. 1 সোজাসুজি (সটান দৌড়ানো); 2 লম্বাভাবে (সটান শুয়ে পড়া); 3 আদৌ বিলম্ব না করে (সটান দেশে পাড়ি দেওয়া)। [সং. সহ + বাং. টান]। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614707
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227910
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us