Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেবুন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেবুন এর বাংলা অর্থ হলো -

(p. 641) bēbuna বিণ. (প্রধানত দক্ষিণ এশিয়াআফ্রিকার) লম্বামুখ বড়ো বাঁদরবিশেষ।
[ইং. baboon]।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ব্যারিস্টার
বংশাব-তংস
বসন
(p. 580) basana বি. 1 বস্ত্র; 2 পরার কাপড় (বসনাঞ্চল); 3 আচ্ছাদন। [সং. √ বস্ + অন]। ̃ প্রান্ত বি. কাপড়ের খুঁট বা কোঁচড়। ̃ ভূষণ বি. পরিধেয় কাপড় এবং অলংকার। বসনাঞ্চল বি. কাপড়ের খুঁট বা কোল আঁচল। 214)
বিশ্লেষ
বিদিত
(p. 614) bidita বিণ. 1 জ্ঞাত, জানা গেছে বা জানা হয়েছে এমন (বিদিত বিষয়, কিছুই তার অবিদিত নয়); 2 খ্যাত (জগদ্বিদিত); 3 অবগত, জেনেছে এমন (এ বিষয়ে তিনি বিদিত আছেন)। [সং. √ বিদ্ + ত]। 17)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বিজিত
(p. 611) bijita দ্র বিজয়। 42)
বাস্তব
(p. 605) bāstaba বিণ. 1 প্রকৃত, যথার্থ, সত্তাযুক্ত (বাস্তব জগত্); 2 (দর্শ.) ইন্দ্রিয়গোচর। বি. 1 সত্য (কঠোর বাস্তবকে স্বীকার করা); 2 ইন্দ্রিয়গোচর জগত্। [সং. বস্তু + অ]। বি. ̃ তা। ̃ বাদ বি. ইন্দ্রিয়গোচর জগত্ই একমাত্র সত্য-এই মত; বাস্তব জগতে যা ঘটে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং তার প্রতিই কেবল আস্হা রাখা, realism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. এই মতে আস্হাশীল। 27)
বাঁদি-পোতা, বাঁধি-পোতা
বিফল
(p. 619) biphala বিণ ব্যর্থ, নিষ্ফল, নিরর্থক (বিফলকাম, বিফল বাসনা)। [সং. + বি (ব্যর্থ) + ফল]। ̃ কাম, ̃ মনোরথ বিণ. ব্যর্থ; কামনা বা মনোবাসনা পূর্ণ হয়নি এমন। 36)
বয়ো-বৃদ্ধ
বাটা৫
(p. 596) bāṭā5 ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন বট্টন বাটা]। ̃ নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। বিণ. উক্ত অর্থে। 10)
বামোরু
(p. 600) bāmōru বি. 1 সুন্দর ঊরুযুক্ত রমণী; 2 সুন্দরী।[সং. বাম2 + ঊরু + ঊ]। 30)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বীর
(p. 630) bīra বিণ. 1 বলবানসাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]। বি. ̃ ত্ব। ̃ গাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনিসংবলিত গান বা কাব্য। ̃ নারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী। ̃ প্রসবিনী, ̃ প্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী। ̃ বর বি. শ্রেষ্ঠ বীর। ̃ বৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল। ̃ ভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র। ̃ ভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)। ̃ রস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব। 74)
বিসৃত
(p. 630) bisṛta বিণ. বিস্তৃত, ব্যাপ্ত। [সং. বি + √ সৃ + ত]। 16)
বুলা2
(p. 633) bulā2 ক্রি. বুলানো। [বুলা1 দ্র]। ̃ নো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)। বিণ. উক্ত অর্থে। 47)
বিমাতৃজ
(p. 621) bimātṛja বি. বৈমাত্রেয় ভ্রাতা, সত্ভাই। [সং, বিমাতৃ + √ জন্ + অ]। 66)
বোতল
(p. 646) bōtala বি. সরু মুখবিশিষ্টস্হূলোদর কাচের পাত্রবিশেষ, বড়ো শিশি। [পো. botelha]। 30)
ব্যর্থ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186072
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786349
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027564
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901295
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620521

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us