Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লাইন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসমান
(p. 70) asamāna বিণ. 1 সমান বা একরকম নয় এমন; 2 অসমতল (অসমান পথ); 3 বাঁকা, বক্র (লাইনটা অসমান হল)। [সং. ন + সমান]। 15)
অস্তর2, আস্তর
(p. 73) astara2, āstara বি. 1 পলস্তারা, চুন-সুরকি-বালি প্রভৃতির মিশ্রিত প্রলেপ বা 'মশলা', plastering; 2 জামা, কোট প্রভৃতির লাইনিং বা ভিতরের দিকের কাপড়। [ফা. অস্তর্]। 7)
উলা, ওলা
(p. 133) ulā, ōlā ক্রি. নামানো; উনুন থেকে নামিয়ে রাখা ('বেহুলা উলাইল ভাত'); নেমে যাওয়া। [বাং. √ উল + আ]। 159)
এলাচ, এলাচি
(p. 149) ēlāca, ēlāci বি. সুগন্ধি মশলাবিশেষ; এলা গাছের ফল. cardamom. [সং. এলা; হি. ইলাইচ]। 16)
ওলা-বিবি
(p. 153) ōlā-bibi বি. ওলাইচণ্ডীকে মুসলমানদের দেওয়া নাম। [বাং. ওলা + তুর্. বিবি]। 61)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কিউ
(p. 188) kiu বি. সারিবদ্ধভাবে কোনোকিছুর জন্য অপেক্ষা, লাইন করে পরপর দাঁড়ানো। [ইং. queue]। 55)
কুলত্থ
(p. 199) kulattha বি. কলাইবিশেষ। [প্রাকৃ. কুলত্থ সং. কুলস্হ (কুল + √ স্হা + অ)]। 36) &searchhws=yes'>
গ্রন্হাগার
(p. 261) granhāgāra বি. যে গৃহে পাঠকদের জন্য বহু বই সাজিয়ে রাখা হয়, পাঠাগার, লাইব্রেরি। [সং. গ্রন্হ + আগার]। গ্রন্হাগারিক বি. গ্রন্হাগারের অধ্যক্ষ বা পরিচালক, লাইব্রেরিয়ান। 45)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
চক্রিকা
(p. 275) cakrikā বি. 1 হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; 2 হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]। 4)
চাঁদা৪
(p. 281) cān̐dā4 বি. কোনো বিশেষ উদ্দেশ্যে বহু লোকের কাছ থেকে সংগৃহীত অর্থ (পূজার চাঁদা); নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেয় মূল্য বা অর্থসাহায্য (লাইব্রেরির চাঁদা, ক্লাবের মাসিক চাঁদা)। [ফা. চন্দ্]। 48)
ছত্র2
(p. 301) chatra2 বি. অক্ষর-পঙ্ক্তি, লাইন (দু-চার ছত্র লেখা)। [আ. সত্র্]। 25)
ট্রাম
(p. 348) ṭrāma বি. শহরের বড়ো রাস্তায় লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুত্বাহিত যানবিশেষ। [ইং. tram-car]। ̃ লাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে। 44)
তৈল
(p. 375) taila বি. তেল। [সং. তিল + অ]। ̃ কল্ক, ̃ কিট্ট বি. তেলের কাইট; খইল। ̃ কার বি. তেলি; কলু। ̃ চিত্র বি. তেলরঙে আঁকা ছবি, oil painting. ̃ চৌরিকা বি. আরশোলা। ̃ দান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া। ̃ প, ̃ পা, ̃ পায়িকা বি. তেলাপোকা, আরশোলা। ̃ পক্ব বিণ. 1 তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)। ̃ বীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি। ̃ মর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই। ̃ যন্ত্র বি. তেলের কল, ঘানি। ̃ সেক বি. তেল বা গরম তেল লেপন করে বেদনা উপশমের ব্যবস্তা। ̃ স্ফটিক বি. পীতাভ শিলীভূত পদার্থবিশেষ, গোমেদ, amber. তৈলাক্ত বিণ. তেলযুক্ত। তৈলাধার বি. তেলের পাত্র। 335)
দলাইমলাই
(p. 400) dalāimalāi দ্র দলা2। 24)
ধামসাধামসি
(p. 433) dhāmasādhāmasi বি. 1 দলাইমলাই; 2 উদ্দাম নাচানাচি বা হুল্লোড়। [দেশি]। 60)
ধূপ
(p. 439) dhūpa বি. সুগন্ধ ধোঁয়া উত্পাদনের জন্য প্রস্তুত গন্ধদ্রব্যবিশেষ বা তার বাতি ('ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। [√ ধূপ্ + অ]। ̃ কাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি। ̃ চি-ধুপচি -র বানানভেদ। ̃ ন বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো। ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র ('তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ': রবীন্দ্র)। ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত। 34)
নিয়ন
(p. 461) niẏana বি. গ্যাসবিশেষ। [ইং. neon]। ̃ বাতি, ̃ লাইট বি. উক্ত গ্যাসে জ্বালানো বাতি। 113)
পঙ্ক্তি
(p. 484) paṅkti বি. 1 সারি, শ্রেণি, পাঁতি; 2 লেখার লাইন। [সং. √ পঞ্চ্ + তি]। ̃ দূষক বিণ. বি. যার সঙ্গে একই পঙ্ক্তিতে বসে ভোজন করলে দোষ হয়, অপাঙ্ক্তেয় ব্যক্তি। ̃ ভোজন বি. একসঙ্গে অনেক লোকের পাশাপাশি বসে আহার। 7)
পালি2
(p. 518) pāli2 বি. 1 পঙ্ক্তি, লাইন; 2 রাশি; 3 দল; 4 প্রান্ত; 5 শস্যাদির পরিমাণবিশেষ বা শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 6 পালা, পর্যায় (এবার আমার পালি)। [সং. √ পাল্ + ই]। 7)
পুঁথি
(p. 523) pun̐thi বি. 1 হাতে-লেখা প্রাচীন বই; 2 পুস্তক (পুঁথিগত বিদ্যা)। [সং. পুস্তিকা-তু. প্রাকৃ. পুত্থিয়া, হি. পোথী]। ̃ গত বিণ. 1 পুঁথি থেকে আহৃত; 2 কেবল পুঁথিতেই নিবদ্ধ এবং কার্যকালে নিষ্ফল। পুঁথি বাড়ানো ক্রি. বি. বিনা প্রয়োজনে বাড়িয়ে লেখা বা বলা। ̃ শালা বি. গ্রন্হাগার, লাইব্রেরি। 29)
পুস্তক
(p. 526) pustaka বি. বই, গ্রন্থ। [সং. পুস্ত + ক-তু. ফা. পোস্ত্]। ̃ স্হ বিণ. পুস্তকে লিখিত বা বিবৃত (পুস্তকস্হ বর্ণনা)। পুস্তকাগার বি. গ্রন্হাগার, লাইব্রেরি। পুস্তকালয় বি. 1 গ্রন্হাগার, লাইব্রেরি; 2 বইয়ের দোকান। পুস্তিকা বি. ক্ষুদ্র পুস্তক। 90)
পোলিয়ো
(p. 534) pōliẏō বি.পোলিয়োমাইলাইটিস রোগ, যাতে হাত-পা ইত্যাদি পঙ্গু হয়ে যায়। [ইং. poliomyelitis]। 28)
ফস
(p. 562) phasa বি. 1 অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল); 2 আওয়াজবিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)। [ধ্বন্যা]। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614766
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227939
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839874
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719481
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us