Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শরত্)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অনু-চর
(p. 25) anu-cara বি. বিণ. 1 সহচর, সঙ্গী; 2 অনুগমনকারী; 3 ভৃত্য, ('তাহার কত অনুচর, কত ভক্ত': শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]। 83)
অপ-বাদ
(p. 34) apa-bāda বি. নিন্দা, কুত্সা, বদনাম ('এই নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই': শরত্)। [সং. অপ + √ বদ্ + অ]। অপ-বাদক বিণ. বি. যে অপবাদ দেয়, বদনামকারী। 108)
অভি-মান
(p. 50) abhi-māna বি. 1 অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান); 2 প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য সাময়িক দুঃখ ('সব রাগ অভিমান হঠাত্ ভুলিয়া গেলাম': শরত্)। [সং. অভি + মান]। অভি-মানী (-নিন্) বিণ. বি. অভিমানকারী; গর্বিত; অতিরিক্ত আত্মমর্যাদাসম্পন্ন। স্ত্রী. অভি-মানিনী। 111)
অভ্যগ্র
(p. 55) abhyagra বিণ. 1 আসন্ন; নিকটবর্তী; সম্মুখবর্তী ('হে আমার অভ্যগ্র পদধ্বনি': শরত্); 2 সদ্য ঘটে গেছে এমন; 3 অভিনব। [সং. অভি + অগ্র]। 11)
অস্ফুট
(p. 73) asphuṭa বিণ. 1 ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); 2 অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); 3 অস্পষ্ট ('কোলাহলের অস্ফুট ধ্বনি': রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। ̃ বাক, ̃ বাক্ বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে ক্রি-বিণ. অস্পষ্টভাবে ('অস্ফুটে বারংবার কহিতে লাগিল': শরত্)। 47)
আউট
(p. 77) āuṭa বিণ. 1 সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন ('ও ছেলে একেবারে আউট হয়ে গেছে': শরত্); 2 ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার হারিয়েছে এমন। [ইং. out]। 21)
আগস্ত্য, অগস্তি
(p. 6) āgastya, agasti বি. 1 স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; 2 (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus [সং. অগ+√ স্তৈ+অ়]। ̃ .যাত্রা বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান। অগস্ত্যোদয় বি. ভাদ্রের 17/18 তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়। 23)
আয়ত্ত
(p. 101) āẏatta বিণ. 1 অধীন, অধিকৃত; 2 অধিগত ('সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে': শরত্); 3 কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, ̃ তা। আয়ত্তাধীন (বাং. প্র.) বিণ. আয়ত্ত; অধীন; অধিগত। 68)
একাগ্র
(p. 142) ēkāgra বিণ. অনন্যমনা; একনিষ্ঠ; অভিনিবিষ্ট (একাগ্র মনে, একাগ্র চিত্ত)। [সং. এক + অগ্র]। বি. ̃ তা। একাগ্র করা ক্রি. বি. এক বিন্দুতে আনা ('সমস্ত চিত্ত প্রাণপণে একাগ্র করিয়া': শরত্)। 38)
কাশ1
(p. 188) kāśa1 বি. লম্বা তৃণবিশেষ, কেশে; কেশে ফুল, শরত্কালের সাদা ফুলবিশেষ ('আমরা বেঁধেছি কাশের গুচ্ছ': রবীন্দ্র)। [সং. √ কাশ্ + অ]। 27)
কৈতব
(p. 207) kaitaba বি. 1 কপটতা, ছল; 2 জুয়া খেলা। [সং. কিতব + অ]। ̃. বাদ বি. 1 মিথ্যা কথা, অমৃতবাদ; 2 চাটুবাদ, তোষামোদ ('কৈতববাদের এমনি মহিমা': শরত্)। ̃. বাদী (-দিন্) বিণ. মিথ্যাবাদী; চাটুকার। 43)
গ্রন্হাবলি
(p. 261) granhābali বি. 1 গ্রন্হসমূহ, বহু বই; বইপত্র; 2 কোনো লেখকের রচিত বিভিন্ন গ্রন্হের একত্র সংকলন বা সংগ্রহ (শরত্চন্দ্রের গ্রন্হাবলি, তারাশঙ্করের গ্রন্হাবলি)। [সং. গ্রন্হ + আবলি]। 46)
ঘনাত্যয়, ঘনান্ত
(p. 266) ghanātyaẏa, ghanānta বি. 1 মেঘের প্রস্হান; 2 বর্ষাকালের অবসান বা বিদায় ; 3 শরত্ ঋতু। [সং. ঘন + অত্যয়, অস্ত]। 18)
চন্দ, চন্দা
(p. 278) canda, candā বি. (ব্রজ.) চাঁদ ('শরত্চন্দ পবন মন্দ': গো. দা.; 'লাখ উদয় করু চন্দা': বিদ্যা)। [সং. চন্দ্র]। 10)
চাবি, চাবি-কাঠি
(p. 281) cābi, cābi-kāṭhi বি. 1 তালা বন্ধ করার বা খোলার শলাকাবিশেষ, কুঞ্চিকা; 2 যন্ত্রাদি চালু করার কলবিশেষ (ঘড়ির চাবি, হারমানিয়ামের চাবি)। [পো. chave]। চাবি দেওয়া ক্রি. বি. তালা বন্ধ করা ('সমস্ত অলঙ্কার লৌহ-সিন্ধুকে পুরিয়া চাবি দিল': শরত্)। 124)
চারা৪, চারানো
(p. 281) cārā4, cārānō ক্রি. ছড়িয়ে পড়া, ব্যাপক হওয়া, সকলের উপর বা সর্বত্র ছড়িয়ে পড়া ('বেত চারাইয়া না পড়িলে': শরত্)। [সং. চার (=প্রচার, প্রসার)]। 152)
জলাত্যয়
(p. 312) jalātyaẏa বি. 1 বর্ষার শেষ; 2 শরত্কাল। [সং. জল (=বৃষ্টি) + অত্যয় (অপগমন, অপসরণ, প্রস্হান)]। 162)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
ত্যাগ
(p. 387) tyāga বি. 1 বর্জন, পরিহার (ধর্মত্যাগ, দেশত্যাগ); 2 ক্ষেপণ (শরত্যাগ, অস্ত্রত্যাগ); 3 বিসর্জন (প্রাণত্যাগ)। [সং. √ ত্যজ্ + অ]। ত্যাগী (-গিন্) বিণ. 1 ত্যাগকারী, যে ত্যাগ করে; 2 বিরাগী, ভোগবাসনাবিমুখ (ত্যাগী পুরুষ)। 73)
দুর্গা
(p. 414) durgā বি. দুর্গতিনাশিনী দেবী, শিবপত্নী ভগবতী। [সং. দুর্ + √ গম্ (অথবা √ গৈ) + অ + আ]। ̃ পূজা, দুর্গোত্সব বি. শরত্কালে দেবী দুর্গার পূজা ও তদুপলক্ষ্যে উত্সব। 12)
নীরাজন
(p. 475) nīrājana বি. 1 প্রাচীনকালে শরত্কালে রাজাদের যুদ্ধযাত্রার পূর্বে অনুষ্ঠিত শান্তিকর্মবিশেষ, শান্তিকরণার্থ জলসেচন; 2 আরতি। [সং. নির্ + √ রাজি + অন]। নীরাজনা বি. দেবতার আরতি। 93)
পূজা
(p. 529) pūjā বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা ('পূজিনু শিবেরে আমি': কৃত্তি); 2 শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। ̃ পার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব। ̃ ব-কাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি। ̃ রি বিণ. বি. পূজাকারী, উপাসক। বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। ̃ রিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। ̃ র্হ বিণ. পূজার যোগ্য, পূজা। ̃ হ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত। 3)
প্রাবৃট, (বর্জি.) প্রাবৃট্
(p. 554) prābṛṭa, (barji.) prābṛṭ (-বৃষ্) বি. বর্ষাকাল ('প্রাবৃটের নবঘনশ্যাম': মো. ম.)। [সং. প্র + √ বৃষ্ + ক্বিপ্]। প্রাবৃষিক, প্রাবৃষ্য বিণ. বর্ষাকালীন। প্রাবৃড়ত্যয় বি. শরত্কাল। 62)
বর্ষাত্যয়
(p. 580) barṣātyaẏa বি. 1 বর্ষা বা বৃষ্টির অবসান; 2 শরত্কাল। [সং. বর্ষা1 + অত্যয়]। 140)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534780
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140292
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730478
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942656
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883516
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838450
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696615
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603056

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us