Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জলাত্যয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জলাত্যয় এর বাংলা অর্থ হলো -

(p. 312) jalātyaẏa বি. 1 বর্ষার শেষ; 2 শরত্কাল।
[সং. জল (=বৃষ্টি) + অত্যয় (অপগমন, অপসরণ, প্রস্হান)]।
162)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জানাজা
জাল2
(p. 324) jāla2 বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। বি. হাঁসজাতীয় পাখি। 6)
জুমা, জুম্মা
জলো
(p. 312) jalō দ্র জোলো। 173)
জন্মানো
(p. 312) janmānō দ্র জন্মা। 77)
জ্ঞাত
(p. 331) jñāta বিণ. 1 জানে এমন (আপনি জ্ঞাত আছেন); 2 বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। ̃ সারে ক্রি-বিণ. 1 সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); 2 গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)। 8)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জ্যোত্স্না
জীববিজ্ঞান, জীবলোক, জীবহত্যা, জীবহিংসা
(p. 327) jībabijñāna, jībalōka, jībahatyā, jībahiṃsā দ্র জীব2। 9)
জানানা, জেনানা
জাম-বাটি
(p. 322) jāma-bāṭi বি. কাঁসার বড় বাটি। [ফা. জাম (=পাত্র) + বাং. বাটি]। 38)
জগ-মোহন
জড়ানো
(p. 312) jaḍ়ānō ক্রি. 1 আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); 2 বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); 3 মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); 4 গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); 5 পরস্পর মেশানো; 6 লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); 7 অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]। 29)
জমাদার
জরি
(p. 312) jari বি. সোনালি বা রুপালি তার পাত; সোনালি বা রুপালি তার বা পাতে মোড়া সরু সুতো। [ফা. যরী, যরীন]। ̃ দার বিণ. জরিওয়ালা, জরিযুক্ত। 144)
জাদ
(p. 322) jāda বি. চুল বাঁধার ফিতে। [দেশি]। 2)
জেয়
(p. 327) jēẏa বিণ. জয়ের যোগ্য, জেতব্য, জয়সাধ্য। (তু. বিপ. অজেয়)। [সং. √ জি + য]। 77)
জগদ্বরেণ্য
জারক
(p. 322) jāraka বিণ. জীর্ণকারী, পাচক, হজমি। [সং. √ জৃ + ণিচ্ + অক]। 60)
জিয়ন্ত
(p. 325) jiẏanta বিণ. জীবন্ত, সজীব, জীবিত। [সং. জীবন্ত]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544233
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150144
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1742386
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 956204
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887254
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840585
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699144
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604365

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us