Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শরত্কালে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
কাশ1
(p. 188) kāśa1 বি. লম্বা তৃণবিশেষ, কেশে; কেশে ফুল, শরত্কালের সাদা ফুলবিশেষ ('আমরা বেঁধেছি কাশের গুচ্ছ': রবীন্দ্র)। [সং. √ কাশ্ + অ]। 27)
জলাত্যয়
(p. 312) jalātyaẏa বি. 1 বর্ষার শেষ; 2 শরত্কাল। [সং. জল (=বৃষ্টি) + অত্যয় (অপগমন, অপসরণ, প্রস্হান)]। 162)
দুর্গা
(p. 414) durgā বি. দুর্গতিনাশিনী দেবী, শিবপত্নী ভগবতী। [সং. দুর্ + √ গম্ (অথবা √ গৈ) + অ + আ]। ̃ পূজা, দুর্গোত্সব বি. শরত্কালে দেবী দুর্গার পূজা ও তদুপলক্ষ্যে উত্সব। 12)
নীরাজন
(p. 475) nīrājana বি. 1 প্রাচীনকালে শরত্কালে রাজাদের যুদ্ধযাত্রার পূর্বে অনুষ্ঠিত শান্তিকর্মবিশেষ, শান্তিকরণার্থ জলসেচন; 2 আরতি। [সং. নির্ + √ রাজি + অন]। নীরাজনা বি. দেবতার আরতি। 93)
পূজা
(p. 529) pūjā বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা ('পূজিনু শিবেরে আমি': কৃত্তি); 2 শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। ̃ পার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব। ̃ ব-কাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি। ̃ রি বিণ. বি. পূজাকারী, উপাসক। বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। ̃ রিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। ̃ র্হ বিণ. পূজার যোগ্য, পূজা। ̃ হ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত। 3)
প্রাবৃট, (বর্জি.) প্রাবৃট্
(p. 554) prābṛṭa, (barji.) prābṛṭ (-বৃষ্) বি. বর্ষাকাল ('প্রাবৃটের নবঘনশ্যাম': মো. ম.)। [সং. প্র + √ বৃষ্ + ক্বিপ্]। প্রাবৃষিক, প্রাবৃষ্য বিণ. বর্ষাকালীন। প্রাবৃড়ত্যয় বি. শরত্কাল। 62)
বর্ষাত্যয়
(p. 580) barṣātyaẏa বি. 1 বর্ষা বা বৃষ্টির অবসান; 2 শরত্কাল। [সং. বর্ষা1 + অত্যয়]। 140)
মেঘ
(p. 714) mēgha বি. 1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ; 2 সংগীতের রাগবিশেয। [সং. √ মিহ্ + অ]। মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া। মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া। ̃ .গর্জন বি. মেঘের ডাক। ̃ .জাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ। মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি। নাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। ̃ .নির্দোষ-মেঘগর্জন -এর অনুরূপ। ̃ .বর্ণ মেঘের মতো কালো রং। বিণ. মেঘের গম্ভীর গর্জন। বিণ. ওই গর্জনের মতো। ̃ .মল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ। ̃ .মেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ। ̃ .রুচি বিণ. মেঘবর্ণ। ̃ .লা বিণ. মেঘাচ্ছন্ন (মেঘলা দিন, মেঘলা আকাশ)। মেঘাড়ম্বর বি. মেঘডম্বর -এর অনুরূপ। মেঘাত্যয় বি. 1 মেঘের অভাব; 2 শরত্কাল। মেঘাবৃত বিণ. মেঘে ঢাকা। মেঘে মেঘে বেলা হওয়া আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া; রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়। 33)
শরচ্চন্দ্র, (বাং. রূপ) শরত্-চন্দ্র
(p. 772) śaraccandra, (bā. ṃrūpa) śarat-candra বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র]. 4)
শরদিন্দু
(p. 772) śaradindu বি. শরত্কালের চাঁদ যা অতি সুন্দর ও উজ্জ্বল। [সং. শরদ্ + ইন্দু]। ̃ নিভাননা বিণ. (স্ত্রী.) শরত্কালের চাঁদের মতো (উজ্জ্বল ও সুন্দর) মূখবিশিষ্ট। 7)
শারদ
(p. 773) śārada বিণ. শরত্কালীন (শারদোত্সব, 'দেখেছি শারদপ্রাতে': রবীন্দ্র)। [সং. শরদ্ + অ]। স্ত্রী. শারদী। শারদা বি. 1 দুর্গাদেবী; 2 সরস্বতী; 3 বীণাবিশেষ। 88)
শারদীয়
(p. 773) śāradīẏa বিণ. শরত্কালীন, শারদ (শারদীয় দুর্গোত্সব)। [সং. শারদ + ঈয়]। স্ত্রী. শারদীয়া। 89)
স্তর
(p. 846) stara বি. 1 থাক, স্তবক; 2 একটির উপরে আর একটি, ক্রমান্বয়ে এমন বিভাগ (মৃত্তিকাস্তর, বায়ুর স্তর, সর্বস্তরের মানুষ); 3 পলি। [সং. √ স্তৃ + অ]। ̃ মেঘ বি. (সচ. শরত্কালের রাত্রিতে দৃষ্ট) স্তরে স্তরে অবস্হিত মেঘরাশি। স্তরিত বিণ. স্তরে স্তরে স্হাপিত। 84)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534885
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140425
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730644
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942839
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696652
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us