Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শাসিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অপ-শাসন
(p. 39) apa-śāsana বি. 1 অত্যাচারমূলক শাসন, যে শাসনে শাসিত জনগণের উপর পীড়ন করা হয়; 2 অযোগ্য শাসকের শাসন। [সং. অপ (অপকৃষ্ট) + শাসন]। 20)
অশাসন
(p. 65) aśāsana বি. শাসনের অভাব; অরাজকতা। [সং. ন + শাসন]। অশাসিত বিণ. শাসন করা হয়নি এমন; নিয়ন্ত্রণের বাইরে এমন। অশাস্য, অশাসনীয় বিণ. শাসনের অসাধ্য, শাসন করা যায় না এমন; দুর্দমনীয়. অবিনীত; উদ্ধত।
কুশাসন2
(p. 201) kuśāsana2 বি. অন্যায় শাসন; অবিচার; প্রজাপীড়ন। [সং. কু + শাসন]। কুশাসিত বিণ. অন্যায় বা অযোগ্যভাবে শাসিত। 20)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
ডিস-ট্রিক্ট
(p. 357) ḍisa-ṭrikṭa বি. জেলা। [ইং. district]। ডিসট্রিক্ট বোর্ড বি. জেলার উন্নয়ন সাধনার্থে স্বয়ংশাসিত সমিতিবিশেষ। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি. জেলাশাসক। 26)
তাড়িত1
(p. 373) tāḍ়ita1 বিণ. 1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত; 2 বিতাড়িত, দূরীভূত; 3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound. [সং. √ তড়্ + ণিচ্ + ত]। 53)
দমিত
(p. 398) damita বিণ. 1 শাসিত; 2 বশীভূত; 3 সংযত (দমিত কাম)। [সং. √ দম্ + ণিচ্ + ত]। 28)
দলিত
(p. 401) dalita বিণ. 1 মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); 2 পিষ্ট (দলিত সর্প); 3 দমিত, শাসিত (দলিত শত্রু); 4 নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]। 2)
দুরস্ত, দোরস্ত
(p. 413) durasta, dōrasta বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]। 19)
পর-শাসন
(p. 488) para-śāsana বি. অন্যের বা. বিদেশি শাসকের দ্বারা শাসন। [সং. পর3 + শাসন]। পর-শাসিত বিণ. অন্যের দ্বারা বা বিদেশি শাসকের দ্বারা শাসিত। 185)
পরি-পালন
(p. 498) pari-pālana বি. 1 প্রতিপালন; 2 পরিচালন; 3 অধ্যক্ষতা, শাসন, administration. [সং. পরি + পালন]। পরি-পালিত বিণ. প্রতিপালিত; পরিচালিত; শাসিত। 33)
পুর-সভা
(p. 526) pura-sabhā বি. নগরের উন্নয়নে নিযুক্ত স্বায়ত্তশাসিত সংস্হাবিশেষ, পৌরসভা, মিউনিসিপ্যালিটি। [সং. পুর2 + সভা]। 27)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
যন্ত্রিত
(p. 723) yantrita বিণ. 1 দমিত, শাসিত; 2 সংযমিত; 3 বদ্ধ; 4 মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]। 25)
রাজ৪
(p. 738) rāja4 বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ̃ কন্যা বি. রাজার মেয়ে। ̃ কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ̃ কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ̃ কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে। ̃ কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ̃ কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ̃ কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ̃ কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ̃ চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ̃ চ্ছত্র, (চলিত) ̃ ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ̃ টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ̃ তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ̃ তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ̃ তরু বি. সোঁদালগাছ। ̃ তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ̃ দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ̃ দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ̃ দম্পতি, ̃ দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ̃ দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ̃ দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার। ̃ দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদানপ্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ̃ দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ̃ ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ̃ ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ̃ নটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী। ̃ নন্দন বি. রাজপুত্র। ̃ নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ̃ নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ̃ পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ̃ পাট বি. রাজাসন, সিংহাসন। ̃ পুত্র বি. রাজার ছেলে। ̃ পুত্রী বি. রাজার মেয়ে। ̃ পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ̃ পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী। ̃ প্রাসাদ বি. রাজার বাসভবন। ̃ বংশ বি. রাজার বংশ, রাজা যেবংশে জন্মেছেন। ̃ বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ̃ বংশীয়া। &tilde বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ̃ বাড়ি, ̃ বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ̃ বালা বি. রাজকন্যা। ̃ বিধি বি. রাজার বা সরকারের আইন। ̃ বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ̃ বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ̃ বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ̃ ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ̃ ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ̃ ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ̃ ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ̃ ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ̃ ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ̃ ভোগ্যা। ̃ মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ̃ মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ̃ রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ̃ রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি। ̃ রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ̃ রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ̃ রানি, (বর্জি.) ̃ রানী, (বর্জি.) ̃ রাণী বি. রাজমহিষী পাটরানি। ̃ লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ̃ শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ̃ শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ̃ শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ̃ শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ̃ সদন বি. রাজপ্রাসাদ। সভা বি. রাজার দরবার। ̃ সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ̃ সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ̃ সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ̃ সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ̃ সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ̃ হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি। 54)
রাম
(p. 743) rāma বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ̃ .কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ̃ .কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ̃ .খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ̃ .গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ̃ .চন্দ্র বি. দশরথপুত্র রাম। অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ̃ .ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ। ̃ দা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ̃ .ধনু, ̃ .ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ̃ .ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ̃ .ধোলাই বি. প্রচুর প্রহার। ̃ .নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তব ও অসম্ভব ব্যাপার। ̃ .পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ̃ .ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত। ̃ .যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ̃ .রহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ। ̃ .রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ̃ .রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .লীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ̃ .শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ̃ .শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ̃ .শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই। 7)
শাসন
(p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 26)
শাসিতা1
(p. 776) śāsitā1 দ্র শাসন। 30)
শাসিতা2
(p. 776) śāsitā2 (-তৃ) বি. 1 শাসনকর্তা; 2 উপদেষ্টা, শিক্ষক। [সং. √ শাস্ (+ই) + তৃ]। 31)
শায়েস্তা
(p. 773) śāẏēstā বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]। 86)
সংযত
(p. 795) saṃyata বিণ. 1 নিয়ন্ত্রিত (প্রবৃত্তিকে সংযত করা); 2 নিয়মিত, নিয়মের দ্বারা শাসিত; 3 পরিমিত (সংযত আহার); 4 নিবৃত্ত, প্রতিহত (অস্ত্র সংযত করা); 5 প্রশমিত, বশীভূত (লোভ সংযত করা); 6 রুদ্ধ (বেগ সংযত করা); 7 বিনীত, শাস্ত্র (সংযত ভাষা, সংযত আচরণ)। [সং. সম্ + √ যম্ + ত]। ̃ চিত্ত বিণ. (যার) মন শান্ত হয়েছে বা উত্তেজনাহীন হয়েছে এমন। বি. বশীভূত বা শান্ত মন। ̃ বাক, (বর্জি.) ̃ বাক্ বিণ. মিতভাষী, স্বল্পভাষী। সংযতাত্মা (-ত্মন্) বিণ. 1 আত্মসংযম করেছে এমন, জিতেন্দ্রিয়; 2 স্হিরচিত্ত। সংযতেন্দ্রিয় বিণ. ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করেছে এমন। 16)
সিধা1, (কথ্য) সিধে1
(p. 834) sidhā1, (kathya) sidhē1 বিণ. 1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো); 2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা); 3 একটানা (সিধা রাস্তা); 4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া); 5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)। ক্রি-বিণ. 1 বরাবর, সোজাসুজি (সিধা চলা); 2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)। [হি. সীধা]। 3)
সু
(p. 834) su অব্য. শুভ সুন্দর মধুর উত্কৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। বিণ. ভালো (সুমতি, সুরুপা)। বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কুর দ্বন্দ্ব)। [সং.]। ̃ কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ̃ কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ̃ কবি বি. উত্কৃষ্ট কবি। ̃ কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ̃ কর্ম বি. 1 সত্কাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ̃ কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্হিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ̃ কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ̃ কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ̃ কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ̃ কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। বি. নবমল্লিকা। ̃ কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সত্কর্মের অনুষ্ঠাতা। বি. সুকৃতি। ̃ কৃত্ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সত্কর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ̃ কৃতি বি. 1 সত্কর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ̃ কৃতী (-তিন্) সুকৃত্ এর অনুরূপ। ̃ কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ̃ কেশা, (বাং.) &tilde কেশিনী। ˜ কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ̃ কৌশলে ক্রি-বিণ. চমত্কার কৌশলের দ্বারা। ̃ ক্রিয়া বি. সত্কর্ম, পুণ্য। ̃ খ্যাতি বি. প্রশংসা; যশ। ̃ গঠন বিণ. সুগঠিত। বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ̃ গঠনা। ̃ গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ̃ গত বিণ. সুন্দর গতিযুক্ত। বি. বুদ্ধদেব। ̃ গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ̃ গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধ-বহ বি. বায়ু। ̃ গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ̃ গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ̃ গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ̃ গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ̃ গম, ̃ গম্য বিণ. 1 (পথাদিসম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ̃ গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ̃ গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ̃ গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ̃ গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ̃ গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ̃ গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ̃ গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ̃ চন্দন বি. উত্কৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। বি. উত্তম চরিত্র; সত্ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ̃ চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ̃ চরিতাসু। ̃ চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ̃ চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ̃ চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ̃ চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ̃ চির বিণ. অতি দীর্ঘস্হায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। বি. সুদীর্ঘ কাল। ̃ চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ̃ ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। বি. সুন্দর ছাঁদ বা গঠন। ̃ জন বি. সত্ লোক; সজ্জন। ̃ জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ̃ জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাত্ জারজ নয়। স্ত্রী. ̃ জাতা। ̃ জেয় বিণ. সহজে জয়সাধ্য। ̃ ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ̃ ডোল, ̃ ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ̃ তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ̃ তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ̃ তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ̃ তার বিণ. সুস্বাদু। বি. উত্তম স্বাদ। ̃ তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ̃ তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ̃ তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ̃ দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ̃ দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ̃ দক্ষিণা। ̃ দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ̃ দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। বি. সুন্দর দাঁত। ̃ দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। বি. বিষ্ণুর চক্র। ̃ দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ̃ দুশ্চর বিণ. অতি দুর্গম। ̃ দূর, ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্হান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ̃ দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাত্ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ̃ দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ̃ দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ̃ দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ̃ দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ̃ ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ̃ নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ̃ নয়না, (বাং.) ̃ নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ̃ নয়ন। ̃ নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। বি. মৈনাক পর্বত। ̃ নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ̃ নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ̃ নিপুণা। ̃ নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্হা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ̃ নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ̃ নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্হিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ̃ নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। বিণ. (বাং.) সুনিশ্চিত। ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ̃ নীতি বি. উত্কৃষ্ট নীতি। বিণ. (বিরল) উত্কৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ̃ নীল বি. বিণ. চমত্কার বা গাঢ় নীল। ̃ নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ̃ পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ̃ পথ বি. উত্তম বা সত্ পথ। ̃ পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ̃ পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ̃ পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ̃ পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ̃ প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ̃ পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ̃ পাত্রী। ̃ পুত্র বি. গুণবান ছেলে। ̃ পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ̃ প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ̃ প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তানপ্রসবকারিণী। ̃ প্রতিষ্ঠ, ̃ প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত। ̃ প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ̃ প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ̃ প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ̃ প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ̃ প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ̃ প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ̃ প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ̃ প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ̃ প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ̃ প্রসিদ্ধা। ̃ প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ̃ প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ̃ প্রিয়া। ̃ ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ̃ ফল-দায়ক, ̃ ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ̃ ফলা উত্তম ফলপ্রসবিনী। বি. কলা। ̃ বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ̃ বদনা, (বাং.) ̃ বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ̃ বদন। ̃ বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্হা। ̃ বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ̃ বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ̃ বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ̃ বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। বি. তেমন ব্যক্তি বা বিচারক। ̃ বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ̃ বিধান, ̃ বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ বিনয় বি. যথোচিত বিনয়। ̃ বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ̃ বিনীতা। ̃ বিন্যস্ত বিণ. যথাস্হানে সুন্দরভাবে স্হাপিত বা সজ্জিত। ̃ বিন্যাস বি. যথাস্হানে সুন্দরভাবে স্হাপন করা বা সাজানো। ̃ বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ̃ বিপুলা। ̃ বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ̃ বিশাল বিণ. অতি বিশাল। ̃ বিস্তীর্ণ, ̃ বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ̃ বিহিত বিণ. সঠিক ব্যবস্হার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। বি. উত্তম ব্যবস্হা বা প্রতিকার। ̃ বুদ্ধি বি. সত্ বুদ্ধি, সুমতি। বিণ. সত্ বুদ্ধিযুক্ত। ̃ বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাত্, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ̃ বৃহত্ বিণ. অতি বৃহত্, মস্ত বড়ো, প্রকাণ্ড। ̃ বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ̃ বেশা। ̃ বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গোবেচারা। বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ̃ বোধ্য বিণ. সহজে বোধগম্য। ̃ ব্যবস্হা বি. উত্কৃষ্ট ব্যবস্হা। ̃ ব্যবস্হিত বিণ. উত্কৃষ্ট ব্যবস্হাযুক্ত। ̃ ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ̃ ব্রতা। ̃ ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ̃ ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সত্ ব্রাহ্মণ। ̃ ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ̃ ভগা - সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ̃ ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ̃ ভদ্র। ̃ ভাষ বি. সুবচন। ̃ ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ̃ ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ ভিক্ষ বিণ. (স্হানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাত্ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ̃ মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ̃ মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ̃ মধুর বিণ. অতি মধুর। ̃ মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ̃ মন বি. ফুল। ̃ মনা বিণ. জ্ঞানবান; মহত্, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ̃ মন্ত্রণা বি. উত্তম বা সত্পরামর্শ। ̃ মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ̃ মহত্, ̃ মহান বিণ. অতি মহত্। স্ত্রী. ̃ মহতী। ̃ মিষ্ট বিণ. অতিমিষ্ট। ̃ মেধা (-ধস্) বিণ. উত্কৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ̃ যুক্তি বি. উত্তম পরামর্শ। ̃ যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ̃ যোগ্যা। ̃ রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ̃ রক্ষিতা। ̃ রঙ্গী বিণ. চমত্কার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ̃ রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ̃ রঞ্জিতা। ̃ রব বি. মধুর ধ্বনি। ̃ রম্য বিণ. অতি রমণীয়। ̃ রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। বি. মিষ্টি রস বা স্বাদ। ̃ রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ̃ রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ̃ রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ̃ রসিকা। ̃ রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। বিণ. সুরুচুসম্পন্ন। ̃ রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ̃ রূপা। ̃ লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ̃ লক্ষণা। ̃ লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ̃ লোচন। ̃ লোহিত বিণ. গাঢ় লাল। ̃ শাসক বিণ. বি. সুশাসনকারী। ̃ শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ̃ শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ̃ শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ̃ শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ̃ শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ̃ শিক্ষিতা। ̃ শীতল বিণ. অতিশয় শীতল; যেরকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ̃ শীল বিণ. সত্স্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ̃ শীলা। ̃ শৃঙ্খল বিণ. সুব্যবস্হাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ̃ শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্হা বা নিয়ম। ̃ শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ̃ শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ̃ শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ̃ শোভিতা। ̃ শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ̃ শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ̃ সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ̃ সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ̃ সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ̃ সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ̃ সংবৃতা। ̃ সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ̃ সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ̃ সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ̃ সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ̃ সজ্জিতা। ̃ সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ̃ সভ্যা। ̃ সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ̃ সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ̃ সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ̃ সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ̃ সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ̃ সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ̃ সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ̃ সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ̃ স্হিত বিণ. 1 সুস্হ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্হিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্হা সুস্হিত নয়)। ̃ স্হির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্হ; 3 স্হিরীভূত (সুস্হির পরিবেশ)। ̃ স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ̃ স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ̃ স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ̃ স্মিতা। ̃ স্বন বি. মধুর ধ্বনি। ̃ স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ̃ স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ̃ স্বাদ বি. উত্তম স্বাদ। বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ̃ স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ̃ হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ̃ হাসিনী। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140692
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731010
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us