Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিল্পগত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত্যুত্-পাদন
(p. 14) atyut-pādana বি. (শস্য ও শিল্পদ্রব্যাদির) চাহিদার তুলনায় অনেক বেশি উত্পাদন, overproduction. [সং. অতি+উত্পাদন]। 58)
অপরূপ
(p. 39) aparūpa বিণ. 1 অপূর্ব; অতুলনীয় রূপবিশিষ্ট (অপরূপ শিল্পসম্পদ); 2 (ব্যঙ্গে) আশ্চর্য, কিম্ভূত; 3 কদাকার, কুরূপ; বেয়াড়া। [(1)সং. অপূর্ব প্রাকৃ. অপরূব (2) সং. অপ (=অপগত) + রূপ (=সৌন্দর্য বা তুলনা)]। 10)
আঙ্গিক
(p. 82) āṅgika বিণ. অঙ্গসম্বন্ধীয়; অঙ্গজাত; অঙ্গভঙ্গির সাহায্যে সম্পাদিত বা অভিনীত। বি. 1 অভিনয়াদি শিল্পকলার ভাবব্যঞ্জক অঙ্গভঙ্গি; 2 (বাং.) কলাকৌশল। [সং. অঙ্গ + ইক]। 83)
আর্ট
(p. 104) ārṭa বি. 1 চারুকলা, সুকুমার শিল্পকলা; 2 চিত্রাঙ্কন সাহিত্য নৃত্যগীতাদির অভিনয় প্রভৃতি অবলম্বনে রসসৃষ্টি; 3 সৌন্দর্যসৃষ্টির উদ্দেশ্যে কৃত্রিম ভঙ্গি (কথা বলার আর্টি)। [ইং. art]। আর্ট কলেজ চারুকলা বা শিল্পকলা লেখার প্রতিষ্ঠান। ̃ পেপার বি. ছবি আঁকার উপযোগী পুরু ও বড় মাপের কাগজ। 35)
আর্টস
(p. 104) ārṭasa বি. 1 শিল্পকলাদি; 2 মানবিকী বিদ্যা। [ইং. arts]। 36)
উত্-পাদন
(p. 123) ut-pādana বি. 1 সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); 2 নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। ̃ শুল্ক, অন্তঃশুল্ক বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্-পাদক বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্-পাদিকা। উত্-পাদনীয়, উত্-পাদ্য বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্-পাদয়িতা বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্-পাদয়িত্রী। উত্-পাদিত বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্-পাদী বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্-পাদ্য-মান বিণ. উত্পাদিত হচ্ছে এমন। 29)
উদ্ভাবন, উদ্-ভাবন
(p. 128) udbhābana, ud-bhābana বি. 1 আবিষ্কার (উপায় উদ্ভাবন); 2 উত্পাদন; 3 সৃজন (শিল্পসামগ্রীর উদ্ভাবন)। [সং. উত্ + √ ভূ + ণিচ্ + অন]। উদ্ভাবক বিণ. বি. আবিষ্কারক; সৃজক; রচয়িতা। উদ্ভাবনী-শক্তি বি. সৃজন করার ক্ষমতা, সৃজনশক্তি। উদ্ভাবনীয়, উদ্ভাব্য বিণ. উদ্ভাবনযোগ্য। উদ্ভাবিত বিণ. উদ্ভাবন করা হয়েছে এমন। 34)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
এনকোর
(p. 146) ēnakōra বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]। 59)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কার-খানা
(p. 185) kāra-khānā বি. 1 পণ্য উত্পাদনের বা শিল্পদ্রব্য নির্মাণের স্হান (কারখানার শ্রমিক); 2 (আল.) বিরাট ব্যাপার (কাণ্ডকারখানা)। [ফা. কার্খানা]। 6)
কারি-কর
(p. 185) kāri-kara বি. শিল্পদ্রব্যের নির্মাতা, শিল্পী, শিল্পকার। [সং. কারি + √ কৃ + অ]। 25)
কারি-কুরি
(p. 185) kāri-kuri বি. 1 কারুকার্য; শিল্পনৈপুণ্য; 2 কারসাজি (তোমার কারিকুরি সেখানে খাটবে না)। [সং. কারিকর + বাং. ই]। 27)
কারি-গর
(p. 185) kāri-gara বি. শিল্পী, কারিকর; মিস্ত্রি, artisan. [ফা. কারীগর্]। কারি-গরি বি. শিল্পনৈপুণ্য; কারুকার্য। বিণ. 1 শিল্পনৈপুণ্যবিশেষ; 2 শিল্পসম্বন্ধীয়; 3 শিল্পদ্রব্যের নির্মাণ যার লক্ষ্য (কারিগরি শিক্ষা)। 28)
কারিকা
(p. 185) kārikā বি. 1 ছন্দোবদ্ধ ব্যাখ্যা; 2 অল্পাক্ষর ব্যাখ্যার দ্বারা বহু অর্থের বোধক কবিতা; 3 শিল্পকর্ম; 4 (স্ত্রী.) কর্মসম্পাদিকা। বিণ. কর্মসম্পাদিকা, কারয়িত্রী। [সং. √ কৃ + অক + আ]। 26)
কারু
(p. 185) kāru বি. (তন্তুবায়, রজক প্রভৃতি) শিল্পকার, artisan. বিণ. নির্মাতা। [সং. √ কৃ + উ]। ̃ কর্ম, ̃ কলা, ̃ শিল্প বি. কাঠের কাজ, ধাতুর কাজ প্রভৃতি কারিগরি শিল্প, প্রধানত হাতের কাজ, crafts (স.প.)। ̃ কর্মী (-কর্মিন্), ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিণ. কারিকর, craftsman, artisan. ̃ কার্য বি. শিল্পনৈপুণ্য; নকশা। কারু সমবায় বি. কারিগরদের শিল্পোত্পাদন ও শিল্পদ্রব্য বিক্রয়ের সমবায় প্রতিষ্ঠান, guild. 31)
কুটির, (বর্জি.) কুটীর
(p. 194) kuṭira, (barji.) kuṭīra বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। ̃ শিল্প বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প। 45)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
কোবিদ
(p. 210) kōbida বিণ. পণ্ডিত; (কোনো বিদ্যায়) দক্ষ, পারদর্শী (অস্ত্রকোবিদ, শিল্পকোবিদ)। [সং. কো + √ বিদ্ + অ]। 25)
কৌশল
(p. 210) kauśala বি. 1 কুশলতা, নিপুণতা; 2 কারিগরি, সাধনচাতুর্য (শিল্পকৌশল); 3 ছল, ফন্দিফিকির (কৌশলে কার্যোদ্ধার করা)। [সং. কুশল + অ]। কৌশলী বিণ. 1 কুশলতাসম্পন্ন, নিপুণ; 2 ফিকিরবাজ, ফন্দিবাজ। 94)
চর্চা
(p. 279) carcā বি. 1 আলোচনা (বিদ্যাচর্চা, পরচর্চা); 2 অনুশীলন, পুনঃ পুনঃ অভ্যাস, শিক্ষা (সংগীতচর্চা, শিল্পচর্চা); 3 চিন্তা, অনুধ্যান (মোক্ষচর্চা); 4 লেপন (তিলকচর্চা)। [সং. √চর্চ্ + অ + আ]। চর্চিত বিণ. 1 আলোচিত; 2 অনুশীলিত, অভ্যাস বা শিক্ষা করা হয়েছে এমন; 3 চিন্তিত, অনুধ্যাত; 4 প্রলিপ্ত (চন্দনচর্চিত মুখ)। 39)
জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
ঢোকরা
(p. 362) ḍhōkarā বি. কারুকার্যময় কাঁসার শিল্পবিশেষ। [দেশি]। 24)
পট-শিল্পী
(p. 486) paṭa-śilpī বি. যে-শিল্পী পট বা দৃশ্যপট আঁকে। [সং. পট + শিল্পিন্]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140643
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us