Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কারি-কর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কারি-কর এর বাংলা অর্থ হলো -

(p. 185) kāri-kara বি. শিল্পদ্রব্যের নির্মাতা, শিল্পী, শিল্পকার।
[সং. কারি + √ কৃ + অ]।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কচ্ছপ
(p. 156) kacchapa বি. কাছিম। [সং. কচ্ছ + √ পা + অ]। বি. স্ত্রী. কচ্ছপী। 49)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
কর্কটি, কর্কটিকা
(p. 167) karkaṭi, karkaṭikā বি. কাঁকুড়; কাঁকুড়গাছ। [সং. √ কর্ক্ + অট্ + ই, + ক + আ (স্ত্রী.)]। 48)
কুরর
(p. 199) kurara বি. উত্ক্রোশ বা ইগলজাতীয় কুরল পাখি, osprey. [সং. √ কুর্ + অর]। বি. (স্ত্রী.) কুররী। 5)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
ক্লার্ক
(p. 215) klārka বি. করণিক, কেরানি।[ইং. clerk]। 40)
কলাতি-ক্রম, কালাতি-পাত, কালাত্যয়
কুনখ
(p. 196) kunakha বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]। কুনখী (-খিন্) বিণ. 1 কুত্সিত নখবিশিষ্ট; 2 নখের রোগে আক্রান্ত। 19)
কপ
(p. 162) kapa অব্য. তাড়াতাড়ি মুখে পোরার বা গেলার ধ্বন্যাত্মক শব্দবিশেষ (কপ করে পোকাটা গিলে ফেলল)। [ধ্বন্যা.]। কপ কপ অব্য. বারবার ওইরকম করার শব্দ (কপ কপ করে খাওয়া)। কপা-কপ ক্রি-বিণ. কপ কপ ক'রে (কপাকপ খেয়ে ফেলল)। 25)
কচ1
কৃপণ
(p. 204) kṛpaṇa বিণ. 1 ব্যয়কুণ্ঠঅত্যন্ত সঞ্চয়প্রিয় (কৃপণের ধন); 2 অনুদার। [সং. কৃপ + অন]। বিণ. (স্ত্রী.) কৃপণা, কৃপণী। বি. ̃. তা। 26)
কিংশুক
(p. 188) kiṃśuka বি. (শুক পাখির ঠোঁটের মতো রক্তবর্ণ বলে) পলাশ ফুল বা পলাশ গাছ। [সং. কিম্ + শুক]। 61)
কোর্মা
কাসুন্দি
কাড়া2
কৈবল্য
কারয়িতা
(p. 185) kāraẏitā (-তৃ) বিণ. অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় এমন। [সং.√ কৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. কারয়িত্রী। 20)
কূট-যন্ত্র
(p. 202) kūṭa-yantra বি. ফাঁদ; জাল (কূটযন্ত্রে আবদ্ধ পশু)। [সং. কূট + যন্ত্র]। 27)
কাহাকে
(p. 188) kāhākē সর্ব. কোন জনকে। [বাং. 'কে'-শব্দের 2য়া ও 4র্থীর 1 বচনের সাধু রূপ]। 46)
কুদর্শন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535137
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943125
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883641
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us